11/07/2025
💫 ২০০৯ থেকে ২০২৫ — ১ লক্ষ ভালোবাসা, ১ লক্ষ স্বপ্নের গল্প 💫
“তুই ইউটিউবার হবি? ধুর, এগুলা তোর কাজ না!”
এই কথা কতবার শুনেছি…
তবু থামিনি — হ্যাঁ, থেমে গিয়েছিলাম কিছুদিনের জন্য… কিন্তু ভেঙে পড়িনি।
ছোট্ট একটা মোবাইল ক্যামেরা, একটা অস্থির মন আর অফুরন্ত স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এই যাত্রা। তখন হাতে ছিল না ভালো ডিভাইস, ছিল না পরিচিতি বা গাইডলাইন, ছিল শুধু বিশ্বাস, আর “একদিন কিছু করবো” সেই জেদ।
২০০৯ সাল, হাতে Nokia N73।
এলাকার কিছু বন্ধু নিয়ে শুরু করি ইউটিউবিং। ইউটিউবের কিছু বুঝতাম না, তাই চ্যানেল সাসপেন্ড হয়ে গেল।
মন খারাপ করে হাল ছেড়ে দিই।
২০১৪ সালে ভার্সিটিতে পড়ার সময় আবার চেষ্টা, কিছু Vlog বানাই। কিন্তু সেগুলোও হারিয়ে গেল অনামিকা ভিড়ে।
আবারও থেমে গেলাম…
২০২০ সালে লকডাউনের সময় মনে হল, এবার চেষ্টা করি শেষবারের মতো। গুনে গুনে ৫৫টা ভিডিও বানালাম।
কিন্তু কোনোটাই ভাইরাল হল না। মন ভেঙে যায়… স্বপ্নটাকে চাপা দিই রাগ আর ক্ষোভে। চ্যানেল ডিলিট করে দেই।
নিজেকেই বলি—
“আসলে ইউটিউব আমার জন্য না”
কিন্তু স্বপ্ন কি কখনো চুপ করে থাকে?
২০২২ সাল, দেশের বাইরে যাই।
একদিন হঠাৎ মনে হল, যেহেতু ভিডিও বানাতে পারি, ভিডিও এডিট পারি, জানি, তাহলে কেন চেষ্টা করব না নতুন করে?
করলাম…
৬টা ভিডিও বানালাম।
কিন্তু এখানেও সেই পুরোনো গল্প, কোনোটাই ভাইরাল না।
আবার হাল ছেড়ে দিলাম।
কিন্তু ঠিক দুই মাস পর…
হুট করে দেখি, আমার সেই ৬টা ভিডিওর একটা ভাইরাল হয়েছে। আর সেদিন থেকেই শুরু আমার নতুন পথচলা।
এইবার আর পিছু ফিরে তাকাইনি…
চলার পথে কাঁটা ছিল, অভাব ছিল, অপমান ছিল, হতাশাও ছিল। তবে সবার উপরে ছিল একটা অদম্য ইচ্ছা, নিজেকে প্রমাণ করার, নিজের স্বপ্নকে বাস্তব করার।
📌 ফেব্রুয়ারি ২০২৫ — আমার চ্যানেল ৫০ হাজার সাবস্ক্রাইবার ছাড়ায়।
📌 আজ জুলাই ২০২৫ — ১ লক্ষ মানুষের ভালোবাসা পৌঁছেছে আমার দরজায়।
আলহামদুলিল্লাহ।
এই পথচলা আমার একার না, এটা তোমাদের প্রত্যেকের সাথে আমার বন্ধনের গল্প। তোমরা আছো বলেই, আমি আছি।
তিবে হ্যা, এই ভ্রমণের পথে অনেক বাধা ছিল, হাসি ছিল, কান্নাও ছিল। কিন্তু তোমাদের সাপোর্ট ছিল বলেই, প্রতিটা কষ্টে সাহস পেয়েছি, প্রতিটা ব্যর্থতায় আবার নতুন করে শুরু করেছি।
আজ আমি গর্বিত, আমি কৃতজ্ঞ, আমি আবেগাপ্লুত।
ধন্যবাদ তোমাদের সবাইকে যারা Owahid Neel চ্যানেলকে শুধু সাবস্ক্রাইব করো নি, বরং একটা পরিবার বানিয়ে ফেলেছো।
এই পথচলা এখানেজ থেমে যাবে না।
এখন শুরু, সামনে আরও বড় স্বপ্ন, আরও অনেক কিছু বাকী।
এবার লক্ষ্য “Gold Play Button”।
যাইহোক, সবাইকে বলছি, যদি আপনার ও মেধা বা ক্রিটিভেটি থাকে তাহলে একদিন আপনিও পারবেন। শুধু হাল ছেড়ে দেয়া যাবেনা।
তাহলে মনে রেখো, 'তোমার দিনও আসবে!’
তুমি পারবে… আমি পেরেছি, তুমিও পারবে।