আমার শখ

আমার শখ 🌿 হৃদয়ে হিংসা রেখে নয় ☘️ছোট/বড়ো সকলকে ভালোবেসে এগিয়ে যাবো ❣️✅ইনশাআল্লাহ💕
(1)

30/07/2025

সুবহানআল্লাহ💙♥️

একটি অলৌকিক ও মহান বাক্য।

☑️ অর্থ: “আল্লাহ পবিত্র, তিনি সকল ত্রুটি ও অপূর্ণতা থেকে মুক্ত।”

☑️ আমরা যখন কোনো বিস্ময়কর বা মহান কিছু দেখি, তখন হৃদয় থেকে এই বাক্যটি উচ্চারিত হয়। আল্লাহর গুণবাচক নামসমূহের প্রশংসা ও তাঁর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বহন করে।

☑️ সুবহানআল্লাহ বলা ইবাদতের একটি রূপ, যা আমাদের জিহ্বাকে পবিত্র রাখে এবং হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনে।

☑️ প্রতিদিন এই বাক্যটি বারবার বলা আমাদের আত্মাকে শান্তি দেয় ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। সুবহানআল্লাহ। ইহা সত্যিই এক বরকতময় শব্দ। 💙♥️💙

#শুভকামনা

Assalamualaikum   #দোয়া
30/07/2025

Assalamualaikum

#দোয়া

29/07/2025

হে আল্লাহ আপনি আমাদেরকে
সোনালী আলোর পথে পরিচালিত করুন। আমীন।💙♥️💙
হে আল্লাহ!
☑️ আপনি আমাদেরকে অন্ধকার থেকে মুক্ত করে সোনালী আলোর পথে পরিচালিত করুন।

☑️ যে পথে আছে হিদায়াত, শান্তি, সত্য ও ন্যায় সেই পথেই আমাদের চলার তাওফিক দিন।

☑️ জীবনের প্রতিটি পদক্ষেপে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সাহায্য করুন।

☑️ অহংকার, হিংসা, কুপ্রবৃত্তি থেকে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন।

☑️ সত্য ও ঈমানের আলোয় আমাদের অন্তরকে আলোকিত করুন।

☑️ আমরা যেন আপনার প্রিয় বান্দা হতে পারি।
আমীন।🇧🇩🇧🇩🇧🇩

শুভ সকাল।
29/07/2025

শুভ সকাল।

28/07/2025

🔯🔯 আল্লাহুম্মাগফিরলী ওয়াতুব আলাইয়া, ইন্নাকা আনতাত্ তাওয়াবুর রহীম🌄🌄

☑️➡️ হে আল্লাহ! আমাকে ক্ষমা করো এবং আমার তাওবা কবুল করো। নিশ্চয়ই তুমি তাওবা গ্রহণকারী, পরম দয়ালু।🌄☑️

আসসালামুয়ালাইকুম   #জমজম  #জমজমকুপ  #পানি
28/07/2025

আসসালামুয়ালাইকুম

#জমজম #জমজমকুপ #পানি

27/07/2025

"হে মু’মিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কর, যাতে তোমরা সফল হও।"
সূরা আন-নূর,
আয়াত ৩১)

Good Morning 🌄
27/07/2025

Good Morning 🌄

26/07/2025

➡️তোওবা অর্থ হলো-
"আল্লাহর কাছে অন্তর থেকে ক্ষমা চাওয়া, নিজ পাপের জন্য অনুশোচনা করা এবং ভবিষ্যতে আর তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা।"

➡️ তোওবার মূল বিষয়গুলো-
☑️পাপের জন্য গভীর অনুশোচনা করা।
☑️ তাৎক্ষণিকভাবে পাপ ত্যাগ করা।
☑️ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
☑️ পুনরায় সে পাপে না ফেরার প্রতিজ্ঞা করা।
☑️ যদি অন্যের হক নষ্ট হয়ে থাকেন, তা ফিরিয়ে দেওয়া।

#আল্লাহ #হালাল #আল্লারহক

আসসালামুয়ালাইকুম শুভকামনা রইলো সকলের জন্য।  #শুভসকাল
26/07/2025

আসসালামুয়ালাইকুম
শুভকামনা রইলো সকলের জন্য।

#শুভসকাল

25/07/2025

অনেক বেনামাজীরা বলে-
"পরে পড়ব নামাজ"
কিন্তু সেই "পরে" আর আসে না।☑️

জীবন কেটে যায় দুনিয়ার ব্যস্ততায়,
মৃত্যু এসে কড়া নাড়ে🔯
নামাজ তখন দূরে সরে থাকে।

নামাজ কেবল একটুকরো ইবাদত নয়,
এটি আল্লাহর ডাকে সাড়া দেওয়া,
রূহের শান্তি, অন্তরের প্রশান্তি।☑️

যারা বলে "পরে পড়ব", তারা ভুলে যায়🔯
মৃত্যু কিন্তু 'পরে' নয়, যেকোনো সময়।

তাই এখনই, আজই,
নামাজে ফিরে আসা জরুরি।
আল্লাহ আমাদের সঠিক সময়ে
হেদায়েত দান করুন। 💓

#নামাজ #ইসলামিক #ইসলাম

23/07/2025

হে আমার রব!
তোমার নেয়ামতকে আমি কোনোদিনও যথাযথভাবে মূল্যায়ন করতে পারব না। তবুও শুকরিয়া আদায় করছি—হৃদয়ের গভীর থেকে, অশ্রুসজল চোখে বলছি, "আলহামদুলিল্লাহ, এখনো নিঃশ্বাস নিতে পারছি।"💗💖💗

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার শখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share