Bidda-Bari Coaching Center

Bidda-Bari Coaching Center কঠোর পরিশ্রম সহজ জয়, এবং আধুনিক ও মানসম্মত উপায়ে সৃজনশীল পদ্ধতিতে প্রতিটি বিষয়ে পাঠদান করাই আমাদের প্রধান লক্ষ্য

************শিক্ষকগন এমনি যখন সে নিজের ছাত্র ছাত্রী দের কে নিজের সন্তানের মত ভালোবাসেন তখন তাদের জন্য নিজের প্রানটাও দিত...
24/07/2025

************শিক্ষকগন এমনি যখন সে নিজের ছাত্র ছাত্রী দের কে নিজের সন্তানের মত ভালোবাসেন তখন তাদের জন্য নিজের প্রানটাও দিতে পিছপা হননা।।
স্যালুট সে সকল শিক্ষকগন কে,,

এজন্য আজও শিক্ষকতা একটি মহৎ পেশা,, তাই শিক্ষকদের ভালোবাসুন। যারা গড়েন আপনার সন্তানের ভবিষ্যৎ **********

আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, 'ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কী করে চলে আসি'

মনসুর হেলাল, নি-হ-ত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস।৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+❤অভিনন্দন মেধাবীদের।
10/07/2025

সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস।
৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+❤
অভিনন্দন মেধাবীদের।

মনে হচ্ছে পুরনো দিনের পরীক্ষার রেজাল্ট! এসএসসি পরীক্ষার রেজাল্ট:সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ:বিজ্ঞান বিভাগ: ক...
10/07/2025

মনে হচ্ছে পুরনো দিনের পরীক্ষার রেজাল্ট!
এসএসসি পরীক্ষার রেজাল্ট:
সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ:

বিজ্ঞান বিভাগ:
কৃতকার্য ৩৩ জন,
অকৃতকার্য ৪ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ:
কৃতকার্য ১৮ জন,
অকৃতকার্য ৮ জন।

মানবিক বিভাগ:
কৃতকার্য ৪৫ জন,
অকৃতকার্য ৮০।

তমিজউদদীন খান উচ্চ বালিকা বিদ্যালয়:

বিজ্ঞান বিভাগ:
কৃতকার্য ৩৮ জন,
অকৃতকার্য ৯ জন

ব্যবসায় শিক্ষা বিভাগ :
কৃতকার্য ৬ জন,
অকৃতকার্য ৮ জন।

মানবিক বিভাগ:
কৃতকার্য ৯১ জন,
অকৃতকার্য ৮১ জন।
মোট পরীক্ষার্থী :৪২১ জন, মোট কৃতকার্য :২৩১ জন, মোট অকৃতকার্য : ১৯০ জন।
দুই স্কুলে মোট কৃতকার্যের হার: ৫৪.৮৬%
দুই স্কুলে মোট অকৃতকার্যের হার: ৪৫.১৪%

08/07/2025

আমরা অতি দুঃখের সাথে বলছি, আমাদের ইংরেজি শিক্ষক জনাব মোঃ সাহেদুর রহমান গাজী স্যার এর শাশুড়ী আজকে সকালে ইন্তেকাল করিয়াছেন,( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন) তাহার জানাজা বাদ আছর নিজ বাড়ীতে হবে।

সবাই কে জানাজায় উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

06/07/2025

Yet to upload full class:

Free hand writing about have verb

06/07/2025

ভর্তি হলেই পাচ্ছেন,,,, ফ্রি হ্যান্ড রাইটিং ও,,,,ভোকাবুলারি মনে রাখার শতশত টেকনিক,,,, যা অন্য কোনো কোচিং সেন্টারে শেখাবে না,,,,,গ্যারান্টি,,,,একাডেমিক শিক্ষার পাশাপাশি ভিন্ন কিছু শিখতে চাইলে বা নিজেকে এগিয়ে নিতে চাইলে,,,,বিদ্যাবাড়ী হবে বেস্ট অফশন,,,

05/07/2025

Share your videos with friends, family, and the world

05/07/2025

আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রী রিয়ার বাবা শারীরিক ভাবে কিছুটা অসুস্থ,,,,, সবার কাছে দোয়া কামনা করছি,,,, আল্লাহ যেনো রিয়ার বাবাকে শেফা দান করে,,,আমিন

Address

Goalandomor, Rajbari Sadar, Rajbari
Dhaka
7711

Opening Hours

Monday 06:00 - 17:00
Tuesday 06:00 - 17:00
Wednesday 06:00 - 17:00
Thursday 06:00 - 17:00
Saturday 06:00 - 17:00
Sunday 06:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bidda-Bari Coaching Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category