
20/08/2025
আজকের টপিক হলো ECG
ECG করার কৌশল বাংলায় সুন্দর করে দেওয়া হলো।
নার্সিং স্টুডেন্ট যারা আছেন এটা শিখে নিবেন এবং পোস্টটি সেয়ার করে দিবেন এবং টাইমলাইনে রেখে দিবেন আসা করি এটা আপনাদের কাজে লাগবে।
1️⃣ প্রস্তুতি (Preparation)
রোগীকে আরামদায়কভাবে শুয়ে নিতে হবে (সাধারণত পিঠের উপর)।
কোল, হাত, পা খালি ও শুকনো থাকতে হবে।কোনো ধরনের ধাতব জাতীয় কিছু থাকলে খুলে ফেলতে হবে।
রোগীকে ঘরের তাপমাত্রা উপযুক্ত রাখতে হবে যাতে ঠাণ্ডা বা কোল্ড ত্বক ইন্টারফিয়ার না করে।
রোগীকে বলুন হঠাৎ হাঁচি, কাঁপুনি বা কথা বলা এড়াতে।
2️⃣ ইলেকট্রোড স্থাপন (Electrode Placement)
( A) লিম্ব লিড (Limb Leads)
হাত এবং পায়ের লিড গুলো সহজে মনে রাখার রাখার জন্য ( কালো হাসঁ)
ক মানে কালো RL (Right Leg): ডান পায়ের গোড়ায় (Ground)
ল মানে লাল RA (Right Arm): ডান হাতের কব্জিতে
হ মানে হলুদ LA (Left Arm): বাম হাতের কব্জিতে
স মানে সবুজ LL (Left Leg): বাম পায়ের গোড়ায়
(B) চেস্ট/প্রিকোর্ডিয়াল লিড (Chest/Precordial Leads)
V1: ৪র্থ ইন্টারকোস্টাল স্পেস, ডান স্টার্নাল বর্ডার
V2: ৪র্থ ইন্টারকোস্টাল স্পেস, বাম স্টার্নাল বর্ডার
V3: V2 এবং V4 এর মধ্যবর্তী বিন্দু
V4: ৫ম ইন্টারকোস্টাল স্পেস, মিডক্ল্যাভিকুলার লাইন
V5: V4 এর সাথে সমান্তরাল, অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন
V6: V4 এর সাথে সমান্তরাল, মিড-অ্যাক্সিলারি লাইন
বিঃদঃ আমরা জানি ইসিজি টোটাল লিড ১২ টা কিন্তু ১০ টা লিড ব্যবহার করা হয় হাত ও পায় ৪ টা আর Chest এ ৬ টা। যদি কোন পরিক্ষায় আসে যে ইসিজি লিড কয়টা তাহলে উওর হবে ১২ টা।
বন্ধদের মাঝে এটা সেয়ার দিয়ে দিবেন, ইসিজি জানা এবং শিখা আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ এরকম টপিক নিয়ে পোস্ট পাওয়ার জন্য পেইজটি ফলো দিয়ে রাখবেন।