Razib Ahmed Raj

Razib Ahmed Raj I am a simple man.

আজকের টপিক হলো ECG ECG করার কৌশল বাংলায় সুন্দর করে দেওয়া হলো। নার্সিং স্টুডেন্ট যারা আছেন এটা শিখে নিবেন এবং পোস্টটি সেয়...
20/08/2025

আজকের টপিক হলো ECG
ECG করার কৌশল বাংলায় সুন্দর করে দেওয়া হলো।
নার্সিং স্টুডেন্ট যারা আছেন এটা শিখে নিবেন এবং পোস্টটি সেয়ার করে দিবেন এবং টাইমলাইনে রেখে দিবেন আসা করি এটা আপনাদের কাজে লাগবে।

1️⃣ প্রস্তুতি (Preparation)

রোগীকে আরামদায়কভাবে শুয়ে নিতে হবে (সাধারণত পিঠের উপর)।

কোল, হাত, পা খালি ও শুকনো থাকতে হবে।কোনো ধরনের ধাতব জাতীয় কিছু থাকলে খুলে ফেলতে হবে।

রোগীকে ঘরের তাপমাত্রা উপযুক্ত রাখতে হবে যাতে ঠাণ্ডা বা কোল্ড ত্বক ইন্টারফিয়ার না করে।

রোগীকে বলুন হঠাৎ হাঁচি, কাঁপুনি বা কথা বলা এড়াতে।

2️⃣ ইলেকট্রোড স্থাপন (Electrode Placement)
( A) লিম্ব লিড (Limb Leads)
হাত এবং পায়ের লিড গুলো সহজে মনে রাখার রাখার জন্য ( কালো হাসঁ)

ক মানে কালো RL (Right Leg): ডান পায়ের গোড়ায় (Ground)

ল মানে লাল RA (Right Arm): ডান হাতের কব্জিতে

হ মানে হলুদ LA (Left Arm): বাম হাতের কব্জিতে

স মানে সবুজ LL (Left Leg): বাম পায়ের গোড়ায়

(B) চেস্ট/প্রিকোর্ডিয়াল লিড (Chest/Precordial Leads)

V1: ৪র্থ ইন্টারকোস্টাল স্পেস, ডান স্টার্নাল বর্ডার

V2: ৪র্থ ইন্টারকোস্টাল স্পেস, বাম স্টার্নাল বর্ডার

V3: V2 এবং V4 এর মধ্যবর্তী বিন্দু

V4: ৫ম ইন্টারকোস্টাল স্পেস, মিডক্ল্যাভিকুলার লাইন

V5: V4 এর সাথে সমান্তরাল, অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন

V6: V4 এর সাথে সমান্তরাল, মিড-অ্যাক্সিলারি লাইন

বিঃদঃ আমরা জানি ইসিজি টোটাল লিড ১২ টা কিন্তু ১০ টা লিড ব্যবহার করা হয় হাত ও পায় ৪ টা আর Chest এ ৬ টা। যদি কোন পরিক্ষায় আসে যে ইসিজি লিড কয়টা তাহলে উওর হবে ১২ টা।

বন্ধদের মাঝে এটা সেয়ার দিয়ে দিবেন, ইসিজি জানা এবং শিখা আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ এরকম টপিক নিয়ে পোস্ট পাওয়ার জন্য পেইজটি ফলো দিয়ে রাখবেন।

New generation 😹😄😹😹
24/07/2025

New generation 😹😄😹😹

যে দেশে পানির পরিবর্তে রক্ত ফ্রি পাওয়া যায় ,যে দেশে রক্তের চেয়ে পানির দাম বেশি , আর যাই হোক সেই দেশে জন্ম নেওয়াটাই ভ...
23/07/2025

যে দেশে পানির পরিবর্তে রক্ত ফ্রি পাওয়া যায় ,
যে দেশে রক্তের চেয়ে পানির দাম বেশি , আর যাই হোক সেই দেশে জন্ম নেওয়াটাই ভুল । আল্লাহ সবাইকে তুমি হেদায়েত কর হায়রে বাঙালি।

এন্টিবায়োটিকের ইতিহাস।কেন খাবেন? উপকারিতা বা অপকারিতাই বা কি?এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিল...
01/06/2025

এন্টিবায়োটিকের ইতিহাস।
কেন খাবেন? উপকারিতা বা অপকারিতাই বা কি?
এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন - এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না! তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে,একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় - এন্টিবায়োটিক রেজিসটেন্স।
ধরুন,আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। আপনি খেলেন ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আপনি সুস্থ হয়ে গেলেন। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করল নিজেরা নিজেরা।
তারা ভাবল,যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে,আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকে না এরা,বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে ওই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা-
কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়। এর ফলে যেটা হয়,পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করে না!
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে,জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকে না। তিনি যখন হাঁচি দেন,কাশি দেন,ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ওই এন্টিবায়োটিক কাজ করে না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন "জ্যাকেট" এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করে না,বাকি
গুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে,সেখানে এফসিপিএস,এমডি,
পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। "মেডিসিনের বাইবেল" নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
This organism is registant against this Drugs in the subcontinent - অর্থাৎ এই জীবাণুটি উপমহাদেশের এই ওষুধগুলোকে প্রতিরোধ করতে সক্ষম।
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে,কাশি হলে ডাক্তার দেখাতে হবে,নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়ে বেশি জরুরি। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা। আগুন নিয়ে খেলছে ফার্মেসি ওয়ালারা।
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Azithromycin_Cefixime_Cefuroxime অথবা Levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক,কিন্তুু কত দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষুধটি ১ ডোজ খাবেন,সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।
-------- সংগৃহীত ✍️📷

কেমন হয়েছে বাংলাদেশের নতুন টাকা নতুন নোট।
30/05/2025

কেমন হয়েছে বাংলাদেশের নতুন টাকা নতুন নোট।

Alhamdulillah
25/05/2025

Alhamdulillah

তেমন কিছু না আর কি চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে উত্তম মাধ্যম খাইছে একটু তাও আবার বিএনপির পোলাপান প্রমাণ স্বরূপ ...
25/05/2025

তেমন কিছু না আর কি চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে উত্তম মাধ্যম খাইছে একটু তাও আবার বিএনপির পোলাপান প্রমাণ স্বরূপ একটু লাল হইছে না কালো হইছে এজন্য একটু ছবি তুলছে । কিছু মনে করেন না আপনারা সেনাবাহিনী একটু আদর করছে তো তাই আর কি ‌।

25/05/2025

beautiful weather ☁️

আমার মনে হয় সে বিএনপি'র কর্মী তা না হলে তো সম্ভব না কেউ চিনে থাকলে কমেন্ট করে জানাবেন।
25/05/2025

আমার মনে হয় সে বিএনপি'র কর্মী তা না হলে তো সম্ভব না কেউ চিনে থাকলে কমেন্ট করে জানাবেন।

With Md. Jahangir Hossain – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
22/05/2025

With Md. Jahangir Hossain – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

22/05/2025

Address

West Raza Bazar Road
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razib Ahmed Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share