28/07/2025
আজ তারেক জিয়া আইলোনা কেন? পিনাকী, ইলিয়াস, কনক সারোয়ার একসাথে আসার কথা ছিল, আসে না কেন? বিএনপি একবার জুলাই সনদ নিয়ে ফাল পাড়ে আবার নীরব হয়ে যায় কেন? আওয়ামী লীগের মহিলা এমপির বাসা থেকে ২ বার চাঁদা নিয়ে আসলো কোনো অসুবিধা হয়নি কিন্তু ৩য়বার গিয়ে একেবারে হাতেনাতে আটক হইলো কেন? ইউনুস নির্বাচন আয়োজনের জন্য মরিয়া হয়ে উঠলো কেন?
এই সব কেন'র উত্তর তাদের কাছেই আছে যারা শেখ হাসিনাকে উৎখাত করেছে। তাদের মিশন ভন্ডুল হয়ে গেছে দুটি কারণে। এক. শেখ হাসিনাকে হত্যা করতে না পারা এবং দুই. আমেরিকায় কমলা হ্যারিসের অবিশ্বাস্য পতন। দুটো কারনের একটাও যদি উল্টো ঘটতো তবে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিবেশ সিরিয়া/লিবিয়ার চাইতেও জঘন্য হতো। বলতে গেলে একমাত্র সৃষ্টিকর্তাই বাংলাদেশকে রক্ষা করেছেন।
বহু আগে কোনো এক পত্রিকার কলামে পড়ছিলাম, সম্ভবত প্রয়াত কলামিস্ট শ্রদ্ধেয় গাফফার চৌধুরী চাচা লিখেছিলেন; সরকারের আভ্যন্তরীণ পরিবর্তন কিছুটা আগেভাগে জানতে হলে সুন্দরী মডেল বা শোবিজ অঙ্গনের ঐসব সুন্দরী নারীদের ফলো করতে হবে যাদের সরকারের উচ্চ পদস্থ কর্তাদের বেডরুম পর্যন্ত এক্সেস আছে। কখন, কি ঘটতে যাচ্ছে একমাত্র তাঁরাই আগাম কিছুটা জানতে পারে! নীলা ইসরাফিল, উমামা, বাঁধনদের পল্টিবাজি দেখে বুঝোনা? দুদু খাও?
সুপ্রিম সমন্বয়ক, কথিত দেশপ্রেমিক শাখা... কেনে চলর?