
13/09/2025
সম্প্রতি বড় ব্র্যান্ড বা কোম্পানির নামে ফেক পেজ তৈরি করে প্রতারকরা ফেসবুকের মেটা ব্লু ভেরিফিকেশন সিস্টেমকে কাজে লাগিয়ে নিজেদের ফেক পেজকে আসল ও বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টা করছে। এসব পেজ থেকে লোভনীয় অফার দেওয়া হচ্ছে যেমন স্বল্পমূল্যে মোবাইল বা অন্যান্য দামী পণ্যের বিজ্ঞাপন। প্রকৃতপক্ষে এগুলো প্রতারণার ফাঁদ।
ভেরিফিকেশন মার্ক থাকা মানেই পেজটি অফিসিয়াল বা নিরাপদ নয়। সবসময় লেনদেন করার আগে:
• অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ চেক করুন।
• পেজের কন্যাক্ট ইনফরমেশন যাচাই করুন।
• পেজ রেকমেন্ডশন এবং অন্যদের রিভিউ ক্রস-চেক করুন, কারণ ফেক রিভিউ থাকতে পারে।
• সবসময় ক্যাশ অন ডেলিভারি (COD) বা নিরাপদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করুন।
• ওয়েবসাইট ফেক/ফ্রড কিনা যাচাই করতে:
ScamAdviser (Website) ব্যবহার করতে পারেন। এখানে ওয়েবসাইটের trust score দেখে যা থেকে ধারণা পাবেন সাইটটি নিরাপদ নাকি প্রতারণামূলক।
অনলাইনে কেনাকাটার সময় সচেতন থাকুন প্রতারণা থেকে নিজেকে ও আশেপাশের সবাইকে সুরক্ষিত রাখুন।