23/07/2025
একটা দুর্ঘটনা মানেই নাটক নয়!
একটু থামুন। একটু ভাবুন। সত্য জানুন।
২১ জুলাই মাইলস্টোন কলেজের পাশে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেই মুহূর্তে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। যা দেখেছি, তা হৃদয়কে নাড়িয়ে দিয়েছে।
আর্মি, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, স্বেচ্ছাসেবক দল—সকলেই নিরলসভাবে উদ্ধারকাজে যুক্ত ছিলেন। কাউকে এক মুহূর্ত বসে থাকতে দেখিনি। সবার চোখে ছিল উদ্বেগ, দায়িত্ব আর নিষ্ঠার ছাপ।
এই ছবির সেনা সদস্যটিকে আমি বারবার দৌড়াতে দেখেছি—কখনো কাউকে বাঁচাতে, কখনো কাউকে সান্ত্বনা দিতে। তাঁর মানবতা আর কর্তব্যনিষ্ঠা দেখে মনে হলো, এই মুহূর্তটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকা উচিত।
কিন্তু আমরা কী করি?
ঘটনার সত্যতা না জেনেই মতামত ঝাড়ি—
➤ “পাইলট প্যারাসুট নিয়ে পালিয়ে গেছে!”
➤ “বিমানটা ইচ্ছা করে স্কুলে ফেলা হয়েছে!”
➤ “এটা রাজনৈতিক ষড়যন্ত্র!”
➤ “২ লিটার পানি ৬০০ টাকা!”
প্রমাণ কোথায়? উত্তর নেই। তবুও গুজব চলছেই।
অথচ আমি নিজের চোখে দেখেছি—পানি ভর্তি পিকআপ, সাহায্য নিয়ে ছোটাছুটি করা মানুষ, শত শত স্বেচ্ছাসেবক।
প্রতিটি পদক্ষেপ ছিল এক মানবিক যুদ্ধ।
পানির অভাব নয়, বরং বিশৃঙ্খল ভিড়ই ছিল প্রধান বাধা।
হাজার হাজার মানুষ শুধু দেখার জন্য, ভিডিও বা লাইভ করার জন্য ছুটে এসেছে।
ফলে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে, নিরাপত্তা বাহিনীকে কঠোর হতে হয়েছে। তখন আবার বলি—"আর্মি মানুষ মারছে!"
ভাই, যদি আপনার বাড়ির সামনে ৫০০০ লোক হুট করে এসে পড়ে, তখন আপনি কী করতেন?
আর হ্যাঁ, মাইলস্টোন কলেজ নতুন নয়, বিমানবাহিনীর ট্রেনিং এরিয়া বহু আগের।
আজ হঠাৎ কেন প্রশ্ন উঠে—"ওখানে বিমান উড়বে কেন?"
কারণ আমরা ইতিহাস জানি না, জানতে চাইও না—শুধু গলা ফাটিয়ে বলি!
আমরা কী সত্যিই একটি দায়িত্বশীল জাতি হতে পারছি?
সত্যের বুকে দাঁড়িয়ে যারা লড়ছে, তারা চুপ।
আর যাদের হাতে কোনো তথ্য নেই—তাদের মুখে আগুন, চোখে ভাইরাল হবার খিদে।
সময় এসেছে সচেতন হওয়ার।
👉 গুজব নয়, তথ্যভিত্তিক কথা বলুন।
👉 যাচাই করে পোস্ট করুন।
👉 সত্য জানার চেষ্টা করুন।
একটা দুর্ঘটনা যেন আরেকটা গুজব-দুর্যোগে পরিণত না হয়—এটা আমাদেরই নিশ্চিত করতে হবে।
আসুন, দায়িত্বশীল জাতি হই। মানবতা, যুক্তি ও সত্যের পক্ষে দাঁড়াই।
#সচেতনতা #দায়িত্বশীলতা #গুজব_বিরোধী #মানবতা #মাইলস্টোন #সত্য_জানুন #ভাইরাল_নয়_বিবেক