Naz & Beyond

Naz & Beyond Welcome to Naz & Beyond! Sharing reviews, travel tales, food vibes, and personal insights.

Join me on this journey of discovery, sharing stories that go beyond the ordinary!

সম্প্রতি উত্তরা মাইলস্টোন কলেজসংলগ্ন বিমান দুর্ঘটনায় যারা অকালমৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানাচ্ছে ...
23/07/2025

সম্প্রতি উত্তরা মাইলস্টোন কলেজসংলগ্ন বিমান দুর্ঘটনায় যারা অকালমৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানাচ্ছে আইইউবিএটি পরিবার। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা সকলেই শোকাহত ও বিচলিত।

২৩ জুলাই (বুধবার), ডিবেটিং ফোরাম অফ আইইউবিএটি (DFI) এবং বসুন্ধরা শুভসংঘ-এর উদ্যোগে এক স্মরণসভা, দোয়া মাহফিল এবং ‘মেমোরি ওয়াল’-এর আয়োজন করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করছি।




একটা দুর্ঘটনা মানেই নাটক নয়!একটু থামুন। একটু ভাবুন। সত্য জানুন।২১ জুলাই মাইলস্টোন কলেজের পাশে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, স...
23/07/2025

একটা দুর্ঘটনা মানেই নাটক নয়!
একটু থামুন। একটু ভাবুন। সত্য জানুন।

২১ জুলাই মাইলস্টোন কলেজের পাশে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেই মুহূর্তে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। যা দেখেছি, তা হৃদয়কে নাড়িয়ে দিয়েছে।

আর্মি, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, স্বেচ্ছাসেবক দল—সকলেই নিরলসভাবে উদ্ধারকাজে যুক্ত ছিলেন। কাউকে এক মুহূর্ত বসে থাকতে দেখিনি। সবার চোখে ছিল উদ্বেগ, দায়িত্ব আর নিষ্ঠার ছাপ।

এই ছবির সেনা সদস্যটিকে আমি বারবার দৌড়াতে দেখেছি—কখনো কাউকে বাঁচাতে, কখনো কাউকে সান্ত্বনা দিতে। তাঁর মানবতা আর কর্তব্যনিষ্ঠা দেখে মনে হলো, এই মুহূর্তটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকা উচিত।

কিন্তু আমরা কী করি?

ঘটনার সত্যতা না জেনেই মতামত ঝাড়ি—
➤ “পাইলট প্যারাসুট নিয়ে পালিয়ে গেছে!”
➤ “বিমানটা ইচ্ছা করে স্কুলে ফেলা হয়েছে!”
➤ “এটা রাজনৈতিক ষড়যন্ত্র!”
➤ “২ লিটার পানি ৬০০ টাকা!”

প্রমাণ কোথায়? উত্তর নেই। তবুও গুজব চলছেই।

অথচ আমি নিজের চোখে দেখেছি—পানি ভর্তি পিকআপ, সাহায্য নিয়ে ছোটাছুটি করা মানুষ, শত শত স্বেচ্ছাসেবক।
প্রতিটি পদক্ষেপ ছিল এক মানবিক যুদ্ধ।
পানির অভাব নয়, বরং বিশৃঙ্খল ভিড়ই ছিল প্রধান বাধা।

হাজার হাজার মানুষ শুধু দেখার জন্য, ভিডিও বা লাইভ করার জন্য ছুটে এসেছে।
ফলে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে, নিরাপত্তা বাহিনীকে কঠোর হতে হয়েছে। তখন আবার বলি—"আর্মি মানুষ মারছে!"

ভাই, যদি আপনার বাড়ির সামনে ৫০০০ লোক হুট করে এসে পড়ে, তখন আপনি কী করতেন?

আর হ্যাঁ, মাইলস্টোন কলেজ নতুন নয়, বিমানবাহিনীর ট্রেনিং এরিয়া বহু আগের।
আজ হঠাৎ কেন প্রশ্ন উঠে—"ওখানে বিমান উড়বে কেন?"
কারণ আমরা ইতিহাস জানি না, জানতে চাইও না—শুধু গলা ফাটিয়ে বলি!

আমরা কী সত্যিই একটি দায়িত্বশীল জাতি হতে পারছি?

সত্যের বুকে দাঁড়িয়ে যারা লড়ছে, তারা চুপ।
আর যাদের হাতে কোনো তথ্য নেই—তাদের মুখে আগুন, চোখে ভাইরাল হবার খিদে।

সময় এসেছে সচেতন হওয়ার।
👉 গুজব নয়, তথ্যভিত্তিক কথা বলুন।
👉 যাচাই করে পোস্ট করুন।
👉 সত্য জানার চেষ্টা করুন।

একটা দুর্ঘটনা যেন আরেকটা গুজব-দুর্যোগে পরিণত না হয়—এটা আমাদেরই নিশ্চিত করতে হবে।
আসুন, দায়িত্বশীল জাতি হই। মানবতা, যুক্তি ও সত্যের পক্ষে দাঁড়াই।

#সচেতনতা #দায়িত্বশীলতা #গুজব_বিরোধী #মানবতা #মাইলস্টোন #সত্য_জানুন #ভাইরাল_নয়_বিবেক

21/07/2025

21/07/2025

Pray for Milestone College Uttara!

🫰
21/07/2025

🫰

হবে নাকি রাজকীয় সকালের নাস্তা 🤩
20/07/2025

হবে নাকি রাজকীয় সকালের নাস্তা 🤩

Kacchi 🥰
19/07/2025

Kacchi 🥰

🤤
14/05/2025

🤤

যে কারনে গ্রীষ্মকাল আমার এতো ভালোলাগে! ❤️
09/05/2025

যে কারনে গ্রীষ্মকাল আমার এতো ভালোলাগে! ❤️

07/05/2025

টাকা ইনকামের সব থেকে সহজ উপায় কী জানেন?

Check comment!

আহারে জীবন 💔
03/05/2025

আহারে জীবন 💔

02/05/2025

বৃষ্টির দিনে খিলগাঁও দখিনা কিচেনের মাটন লেগ রোস্ট খিচুড়ি! Dokhina Kitchen Mutton Leg Roast Khichuri.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Naz & Beyond posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share