Snj's Fashion Zone

Snj's Fashion Zone Hello guys,this is Snj. I'm a fashion lover, Singer, Indoor photographer, Content creator, Chef and also a food lover .

In this page i will share my personal blog and reels videos.

08/08/2025

অকৃতজ্ঞ এবং লোভী মানুষদের তুমি যা দাও তাতে তারা কখনই সন্তুষ্ট হতে পারে না। বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা হলো"
বেইমান চেনার কোন যন্ত্রই বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি"🤔🤔

বরকত হলো — বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া। কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যে বরকত রেখেছেন।বর...
07/08/2025

বরকত হলো — বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া। কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যে বরকত রেখেছেন।

বরকত হলো — আয়ের পরিমাণ কম কিন্তু পরিবারের সকলের সব ধরনের প্রয়োজন পুরণ হয়ে যায়। মাস শেষে কখনো ঋণ করতে হয়না।

বরকত হলো — ঘরের ছোট-বড় প্রয়োজনীয় আসবাবপত্র দীর্ঘ সময় ধরে ভালোভাবে ব্যবহার করতে পারা। নষ্ট না হওয়া, ভেঙ্গে না যাওয়া।

বরকত হলো — ঘর ছোট, সম্পদ কম কিন্তু শান্তিতে ভরপুর। পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক ভালো ও আন্তরিকতায় পরিপূর্ণ।

বরকত হলো — মানুষজনের সাথে পরিচিতি ও বন্ধুবান্ধব কম। কিন্তু যে ক'জনই আছে সবাই সহানুভূতিশীল ও বিশ্বস্ত।

বরকত মানে শুধু টাকা-পয়সার প্রাচুর্য নয়। বরকত মানে কম থাকলেও তাতে তৃপ্তি পাওয়া, কঠিন কাজও সহজে সম্পন্ন হয়ে যাওয়া, আর অল্প জিনিসেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া।

লেখা:- সংগৃহীত

Insha'Allah ek din Allahr ghore obosthan korar tofiq dan korben mohan Allah rabbul al-ameen.
30/07/2025

Insha'Allah ek din Allahr ghore obosthan korar tofiq dan korben mohan Allah rabbul al-ameen.

30/07/2025

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।
নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।
আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।
I hereby declare that I do not give permission to Facebook or Meta to use any of my personal information or images.
Tomorrow is a big day. It's official.. It's also on TV.Don't forget, starting tomorrow, Facebook will be rolling out new rules (i.e. new name, meta) under which companies can use your photos. Remember, the deadline is today.
I hereby declare that I do not authorize Facebook or Meta to use any of my personal information or images.

মাইলস্টোন কর্তৃপক্ষ আদতে একটা চরম অবিবেচক ও বেয়াদব প্রতিষ্ঠান। একটা ভয়াবহ দুর্ঘটনায় আক্রান্ত প্রাইমারি স্কুলের ছাত্রছাত্...
25/07/2025

মাইলস্টোন কর্তৃপক্ষ আদতে একটা চরম অবিবেচক ও বেয়াদব প্রতিষ্ঠান।

একটা ভয়াবহ দুর্ঘটনায় আক্রান্ত প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারীগণ। কেউ মৃত, কেউ আহত, কেউ সরাসরি সহপাঠী, বন্ধুদের অবস্থা দেখে স্তম্ভিত। ভয়ার্ত। ক্ষুব্ধ।

শুধুমাত্র ভুক্তভোগী ক্লাসের স্কুল শিক্ষার্থী নয়।
একটি সহানুভূতিশীল বিরতি প্রয়োজন প্রত্যেক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী, অভিভাবকগন, শিক্ষক ও কর্মচারীদের।

অবশ্যই সম্ভব নয়, ভুলে যাওয়া। ভুলিয়ে দেওয়া কিম্বা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসা এইসব মানুষদের। অবশ্যই জীবন এগিয়ে যায়। সময়ের সাথে পথ চলতে হয়। কিন্তু, অমানবিক, অপেশাদার হবার সীমা অতিক্রম কতোটা করতে পারেন আপনারা!??

আমরা যারা দূর থেকে শুধুমাত্র খবর শুনেছি। নিউজ দেখেছি। ছবি, ভিডিও দেখেছি। নিজেরা স্তব্ধ শোকে ক্লান বিভ্রান্ত হয়ে থেকেছি টানা ২-৩দিন। স্বাভাবিক জীবন, ঘুম, খাবার, কাজ করেছি অস্বস্তি নিয়ে। বের হয়ে আসতে চেষ্টা করে যাচ্ছি, ভুলে থাকতে চেষ্টা করছি ভিন্ন কিছু নিয়ে।

আর, আপনারা পোড়া, ভাংগা, রক্ত মাংসের দাগ ঘষে মুছে ধুয়ে রেডি করছেন ৩ দিন পর থেকেই আবার ক্লাস শুরু করবার জন্য!?

ওই সেই জানালায়, স্কুল বেঞ্চে, ছড়ানো ছেটানো খাতা বই ব্যাগ টিফিন বক্স জুতা- সব সরিয়ে ফেললেই, সবার স্মৃতি থেকে মুছে যাবে...

ওইখানে আমার বন্ধু জ্বলে পরেছিলো!
ওইখানে আমার ভাই পুড়ে আটকে ছিলো!
ওইখানে আমরা একসাথে টিফিন খেতে বসেছিলাম, খেলছিলাম।
আমি বেচে আছি, সে দুই খন্ড হয়ে গেছে!

নির্দ্বিধায় ব্যবসায়ীরা কখনো মানুষ ছিলো না। হবেও না।
আপনাদের স্কুলের ৩জন শিক্ষক স্কুল বাচ্চাদের বাচাতে নিজেরা মরে শহীদ হয়েছেন। তারা জান্নাতি।
আর, আপনারা কনফার্ম জাহান্নামী! 😡

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে  না-১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)২। সাজিদ আহমেদ সানি ...
22/07/2025

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না-

১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)
২। সাজিদ আহমেদ সানি (এইচএসসি ক্যান্ডিডেট)
৩। মাহতাব রহমান (ক্লাস সেভেন, আইডি- ১০১৪)
৪। নুসরাত জাহান আনিকা (ক্লাস থ্রি, মারা গেছে বাবুটা)
৫। এরিকসন (জাতীয় বার্ন ইন্সটিটিউটে আছে)
৬। নাজিহা (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছে)
৭। মোনতাহা তোয়া কর্নো (ক্লাস থ্রি, আইডি- ২০৩১)
৮। আফিয়া উম্মে মরিয়ম (ক্লাস থ্রি, বিভাগ- আকাশ)
৯। সোহান হাসান নিহাদ (খোঁজ পাওয়া গেছে, সুস্থ আছে)
১০। মুহতাসিম হক ফুয়াদ (ক্লাস এইট, সুস্থ আছে পাওয়া গেছে)
১১। আসমাউল হুসনা জায়রা (ক্লাস থ্রি, সুস্থ তবে অভিভাবক খোঁজা হচ্ছে)
১২। সাদ সালাহউদ্দিন (ক্লাস থ্রি)
১৩। লামিয়া আক্তার সোনিয়া (পোড়া রোগীর পকেট থেকে আইডি কার্ড পাওয়া গেছে)
১৪। রাফসি আক্তার রাফি (ক্লাস ফোর, আইডি- ২৩৫৭ ওর বাবা-মা'কে খুঁজছি)
১৫। সায়মা আক্তার (ক্লাস থ্রি, বিভাগ- ক্লাউড, সিএমএইচে মারা গেছে)
১৬। এমডি জিহাদ (কলেজ শিক্ষার্থী, সুস্থ আছে পাওয়া গেছে)
১৭। মেহনাজ আফরিন হুমাইরা (ক্লাস টু, আইডি-১৮২৫ বাবুটা মারা গেছে)
১৮। রাইসা (ক্লাস থ্রি, বার্ন ইনস্টিটিউটে পাওয়া গেছে)

(এই পোস্টটি আপডেট হতে থাকবে)

বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ
– এ সর্বশেষ দগ্ধ রোগীদের ভর্তির তালিকা-

তালিকাভুক্ত দগ্ধরা হলেন:
1. শামীম ইউসুফ (১৪)
2. কাব্য (বয়স অনির্দিষ্ট)
3. আবিদূর রহমান (১০)
4. রুফিয়া বড়ুয়া (১০)
5. সায়েম ইউসুফ (১৪)
6. তানভির (বয়স অনির্দিষ্ট)
7. মুনতাহা (১০)
8. নাফি (৯)
9. মেহেনুর (১২)
10. আয়ান (১৪)
11. জায়মা (১৩)
12. লোরিন (৩০)
13. রোহান (১৪)
14. আবিদ (৯)
15. আশরাফ (৩৭)
16. ইউশা (১১)
17. পায়েল (১২)
18. আলবেরা (১০)
19. তাসমিয়া (১৫)
20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)
21. সায়েবা (৯)
22. ফয়েজ (১৪)
23. মাসুমা (৩৮)
24. মাহাতাব (১৪)
25. শামীম (১৪)
26. জাকির (৫৫)
27. নিলয় (বয়স অনির্দিষ্ট)
28 . সায়রা (১০)
29. নাফিজ (বয়স অনির্দিষ্ট)
30. তৌফিক (১৩)
31. নিশি (২৮)
32. নুসরাত (১২)
33. আরিয়ান (১৩)
34. বাপ্পি (১০)
35. জুনায়েদ (১২)
36. তাসনুবা মাহবিন (১১)
37. ফারজানা ইয়াসমিন রিনা (৪৫)
38. মাকিন (১৫)
39. শ্রেয়া (৯)
40. ইরিকশন (১৩)
41. রাইসা (১১)

এই ৪২ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

বিঃদ্রঃ- বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন।


আমরা কি জানিই, কতটা অনিরাপদ আমরা?আমার জীবনে এমন অদ্ভুত ঘটনা দেখা তো দূরের কথা, শুনিও নাই। যুদ্ধবিমান পাইলট নির্দোষ হতে প...
22/07/2025

আমরা কি জানিই, কতটা অনিরাপদ আমরা?

আমার জীবনে এমন অদ্ভুত ঘটনা দেখা তো দূরের কথা, শুনিও নাই। যুদ্ধবিমান পাইলট নির্দোষ হতে পারে, কিন্তু আমার প্রশ্ন এই জনবহুল ঢাকার এমন sensitive এলাকায় যুদ্ধবিমান অনুশীলন হয়, এটা আমরা সাধারণ মানুষ জানিই না।

আজ স্কুলের উপর হয়েছে, কাল যদি হাসপাতাল, অফিস বা আবাসিক ভবনে হত? আমার বা আপনার বাসার উপর হলে? কারো কিছু জানা নেই, কোন সতর্কতা নেই। এই ঢাকায় কোথায় আমরা আসলে নিরাপদ?

বাসে চাপা, পাথর চাপা, বৈদ্যুতিক সংযোগে আগুন লাগা, restaurant, office, trasportaion তো বটেই স্কুল, কলেজ, বাসা কোথায় নিরাপত্তা?

এই শহরে যদি দুর্ঘটনা ঘটে, সহজে কি সাহায্যটুকুও পৌঁছায়?
না পৌঁছায় না।
কারণ রাস্তা বন্ধ, লোকের ভিড়, ভিডিও আর লাইভ করার প্রতিযোগিতা, অথচ মানুষ পড়ে থাকে সাহায্য ছাড়া।

এত লোক এই শহরে, মানুষ কই?

College

22/07/2025

বাচ্চার মা হয়ে
সন্তান হারানো বাবা মায়ের আর্তনাদ আর সহ্য করতে পারছি না 😭

নিম্নোক্ত যে বাচ্চাগুলোর নাম দেয়া হয়েছে ওরা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি আছে ।যারা তাদের পরিবারের খোঁজ জানেন, ...
22/07/2025

নিম্নোক্ত যে বাচ্চাগুলোর নাম দেয়া হয়েছে ওরা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি আছে ।
যারা তাদের পরিবারের খোঁজ জানেন, পারা প্রতিবেশী / বন্ধুবান্ধব অনুগ্রহ করে যোগাযোগ করুন ও খুঁজ নিন । বাচ্চা গুলোকে তাদের আপনজনদের খুঁজে পেতে সাহায্যে এগিয়ে আসুন।

এই মুহুর্তে মেট্রোরেলকে জনস্বার্থে অ‍্যাম্বুলেন্স হিসেবে ব‍্যবহার করা জরুরি, এই মুহূর্তে । ৫ মিনিট পর পর চালু করা উচিত উ...
21/07/2025

এই মুহুর্তে মেট্রোরেলকে জনস্বার্থে অ‍্যাম্বুলেন্স হিসেবে ব‍্যবহার করা জরুরি, এই মুহূর্তে । ৫ মিনিট পর পর চালু করা উচিত উত্তরা টু টিএসসি, নো স্টেশন ব্রেক। সরাসরি ঢাকা মেডিকেল এবং বার্ন হাসপাতাল নেয়া যাবে বাচ্চাদের।

20/07/2025

Good night everyone

20/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Israfil Islam

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Snj's Fashion Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share