Mst Shurmila Akter SaRa

Mst Shurmila Akter SaRa ~~~মানুষকে খুশি রাখতে গিয়ে অনেক কিছু হারাইছি, অনেক সেক্রিফাইজ করেছি, দিনশেষে বদনাম আমারই.!!!

Permanently closed.
I’m just a girl who is obsessed with flowers.🌷🎀
03/08/2025

I’m just a girl who is obsessed with flowers.🌷🎀

তুমি কাঠফাটা রোদেহঠাৎ ঝাপটে পড়া বৃষ্টি। কালো কাজল চোখের অমরাবতী এক সৃষ্টি।তুমি শিউলি ফুলে উড়ে বসা প্রজাপতি আমি তারই ঘ্রা...
03/08/2025

তুমি কাঠফাটা রোদে
হঠাৎ ঝাপটে পড়া বৃষ্টি।
কালো কাজল চোখের
অমরাবতী এক সৃষ্টি।
তুমি শিউলি ফুলে
উড়ে বসা প্রজাপতি
আমি তারই ঘ্রাণে
বিমোহিত এক মৌমাছি।
তোমায় নিয়ে আমার ভালোবাসা
সারাজীবন উন্মুক্ত।
লিখছি এই কবিতা তোমায় ভেবে,
হচ্ছি অশ্রুসিক্ত।

03/08/2025

আমি একদিন নিখোঁজ হব,
উধাও হব রাত প্রহরে,
সড়কবাতির আবছা আলোয়,
খুঁজবে না কেউ এই শহরে।
ভাববে না কেউ, কাঁপবে না কেউ,
কাঁদবে না কেউ একলা একা,
এই শহরের দেয়ালগুলোয়,
প্রেমহীনতার গল্প লেখা।

কবিতা:চিঠির খামে ভরা চাঁদতুমি কি জানো, আমি তোমায় চাঁদের মতো চিঠি লিখি—যেখানে শব্দগুলো মাধুর্য হয়ে ঝরে,আর বাক্যগুলো নিশুত...
03/08/2025

কবিতা:চিঠির খামে ভরা চাঁদ

তুমি কি জানো, আমি তোমায় চাঁদের মতো চিঠি লিখি—
যেখানে শব্দগুলো মাধুর্য হয়ে ঝরে,
আর বাক্যগুলো নিশুত রাতের মত নীরব।

তুমি নেই, অথচ আমি প্রতিরাতে তোমার জন্য
একটা চিঠি ভাঁজ করি কল্পনার খামে,
ডাকটিকিট বসাই চাঁদের কোণে,
আর পাঠিয়ে দিই— ঠিক স্বপ্নের ঠিকানায়।

তুমি ঘুমিয়ে পড়লে,
তোমার চোখের পাতায় পড়ে চিঠিগুলো,
আর তুমি স্বপ্নে হাঁটো গোলাপ বাগানে—
যেখানে আমি অপেক্ষা করি
একটা “হ্যালো” কিংবা নিঃশব্দ স্পর্শের আশায়।

আমি জানি, তুমি সেই চিঠিগুলো কখনো পড়ো না—
তবু লিখি,
কারণ প্রেম মানে না উত্তর,
প্রেম শুধু প্রেরণ।

তুমি আসবে কি?
চাঁদের গায়ে লেখা সেই একটাই চিঠি পড়তে?
যেখানে লেখা আছে—
"তোমায় ভালোবাসি, এক জীবন নয়, একাধিক জন্মের জন্য।"

কবিতা, সমূহে ছন্দ 🥰__🌸 তোমাকে নিয়ে স্বপ্ন বুনে যায় রঙিন মেঘের কোনে তুমি এসেহাতটি বাড়িয়ে দিও বৃষ্টি ভেজা দিনেরৌদ্রময় সূর্...
03/08/2025

কবিতা, সমূহে ছন্দ 🥰
__🌸 তোমাকে নিয়ে স্বপ্ন বুনে যায়
রঙিন মেঘের কোনে তুমি এসে
হাতটি বাড়িয়ে দিও বৃষ্টি ভেজা দিনে
রৌদ্রময় সূর্যের আলো পরতে দেবো
না তোমার ওই ঠোঁটের কনে মেঘ হয়ে
সারাজীবন ছায়া দিবো ভালোবেসে
তোমায় আনমনে 🌺🥀🌹

"নিজেকে পরিবর্তন করা কঠিন"-🖤তবে অসম্ভব কিছু নয়,! ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎...
03/08/2025

"নিজেকে পরিবর্তন করা কঠিন"-🖤
তবে অসম্ভব কিছু নয়,! ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎🥰
আবেগ যদি শেখায় অভিযোগ করতে,🌸
তাহলে অভিজ্ঞতা শেখাবে চুপ থাকতে༎ 🥰🦋

__-"কথার আঘাত  জিনিসটা পলিথিনের মতো.....!!😅-"মাটির নিচে চাপা পড়ে যায়...!!🥹-"কিন্তু পচে যায় না....!!😔🍁
03/08/2025

__-"কথার আঘাত জিনিসটা পলিথিনের মতো.....!!😅
-"মাটির নিচে চাপা পড়ে যায়...!!🥹
-"কিন্তু পচে যায় না....!!😔🍁

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mst Shurmila Akter SaRa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share