Islamic TV

Islamic TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic TV, TV Channel, 34/1 (3rd Floor), Paribagh, Sonargaon Road, Hatirpul, Dhaka.

ব্রডকাস্ট ইসলামিক ওয়াল্ড লিঃ (ইসলামিক টিভি) স্যাটেলাইট-ভিত্তিক প্রথম বাংলায় একটি ইসলামি চ্যানেল। সম্প্রচার শুরু ২০০৭, বন্ধ ৬ মে ২০১৩, চ্যানেলটি পুনরায় সম্প্রচার শুরুর অপেক্ষায়,
আল্লাহ্‌ কবুল করুন......।

আজ ২৮ই ফাল্গুন ১৪৩১, ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই রমজান ১৪৪৬ হিজরি। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজ ইফতারী ...
13/03/2025

আজ ২৮ই ফাল্গুন ১৪৩১, ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই রমজান ১৪৪৬ হিজরি। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজ ইফতারী ৬ঃ০৮ মিনিট।

আলহামদুলিল্লাহ-সরকারি সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে!কারিগরী প্রস্তুতি চলছে।আপনাদের দোয়া চাই!বেশি বেশি শেয়ার চাই !ইসলামিক ...
13/03/2025

আলহামদুলিল্লাহ-
সরকারি সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে!
কারিগরী প্রস্তুতি চলছে।

আপনাদের দোয়া চাই!
বেশি বেশি শেয়ার চাই !

ইসলামিক টিভি
একটি সুন্দর পৃথিবীর জন‍্য।

>সকল প্রশংসা আল্লাহ তাআলার
19/02/2025

>
সকল প্রশংসা আল্লাহ তাআলার

ইসলামিক টিভি যত দিন চালু হয়নি, বুঝে নিতে হবে বাংলার আকাশ  #ফেরাউন এর ছায়া মুক্ত হয়নি !————————————তুমি বাংলা ছাড়ো———————...
30/01/2025

ইসলামিক টিভি যত দিন চালু হয়নি,
বুঝে নিতে হবে বাংলার আকাশ
#ফেরাউন এর ছায়া মুক্ত হয়নি !
————————————

তুমি বাংলা ছাড়ো
————————–
সংকলিত -

আমার হাতেই নিলাম তুলে
নির্ভরতা আর চাওয়া,
তুমি আমার আকাশ থেকে
সরাও প্রেতের ছায়া।

মিলছেনা তোমার ভালবাসার
জটিল অংকগুলো,
আমার কেবল হাড় শুকালো
হতাশ শ্বাসের ধূলো।

তুমি আমার বাতাস থেকে
মুছো তোমার ধূলো,
তুমি আমার জল স্থলের
মাদুর থেকে নামো।

তুমি বাংলা ছাড়ো।

————————

#ইসলামিকটিভি

২০১১ সালে ইসলামিক টিভি পরিবারের ফ্রেম বন্দি একটি মুহূর্ত! ছবিতে দীপ্তিময় প্রাণপুরুষ মেজর সাঈদ ইস্কান্দার।  আল্লাহ্‌ তাঁ...
03/01/2025

২০১১ সালে ইসলামিক টিভি পরিবারের ফ্রেম বন্দি একটি মুহূর্ত!
ছবিতে দীপ্তিময় প্রাণপুরুষ মেজর সাঈদ ইস্কান্দার।
আল্লাহ্‌ তাঁর বেহেস্ত নসিব করুন। আমিন-

জীবন বৃত্তান্তঃ- ইসলামিক টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর সাঈদ ইস্কান্দার। জন্ম- ১৩ জানুয়ারী ১৯৫৩ - মৃত্যু ২৩ সেপ্টেম্বর ২০১২।
তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং সেনা কর্মকর্তা ছিলেন।
তিনি ফেনী-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের সংসদ সদস্য ছিলেন। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ভাই।

প্রারম্ভিক জীবনঃ-
মেজর সাঈদ ইস্কান্দার ১৯৫৩ সালের ১৩ জানুয়ারি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ফেনী জেলার ফুলগাজীতে একটি বাঙালি মুসলিম পরিবারের সদস্য ছিলেন। তিনি ছিলেন ব্যবসায়ী ইস্কান্দার আলী মজুমদারের ছেলে, তাঁর মা ছিলেন তৈয়বা মজুমদার, তাঁর শৈশব ও ছাত্র জীবন কেটেছে দিনাজপুর সদরে। ১৯৬৯ সালে ছাত্র থাকাকালীন তিনি পূর্ব পাকিস্তানের ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

কর্মজীবনঃ
তিনি ১৯৭৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৮২ সালে মেজর পদে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

এরপর জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন শ্যালক সাঈদ ইস্কান্দার। তার বড় বোন খালেদা জিয়া ফেনী-১ আসনে তার আসন ছেড়ে দেওয়ার পর,
সাঈদ ইস্কান্দার ২০০১ সালের নভেম্বরে একটি উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সফলভাবে সংসদে একটি আসনে জয়লাভ করেন।
২০০৭ সালে তিনি ইসলামিক টিভি প্রতিষ্ঠা করেন।
তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক টিভি বাংলা ভাষাভাষী দেশ-বিদেশের কোটি টিভি দর্শকদের অন্তরে সাড়া জাগিয়েছিলো । মেজর সাঈদ ইস্কান্দারের সরাসরি তত্ত্বাবধানে ইসলামিক চিন্তক, কুশিলব ক্যামেরার সামনে ও নেপথ্যের সকলের প্রচেষ্টায় টিভি হয়ে উঠেছিলো সফল ও স্বতন্ত্র গণমাধ্যম। এই গণমাধ্যমটি লক্ষ মানুষকে সহায়তা করেছে হিদায়েতের পথ চলতে, তৈরি করেছে অসংখ ইসলামিক স্কলার ও কুশিলব।

মৃত্যুঃ-
তিনি ফুসফুসের ক্যান্সারে ২৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রে মারা যান। তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

ইসলামিক টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর সাঈদ ইস্কান্দার ও তাঁর পরিবারকে আল্লাহ্‌ কবুল করুন।
আল্লাহ্‌ তাঁর বেহেস্ত নসিব করুন।

আমিন-

অনুষ্ঠান সমূহঃ * তাফসিরুল কোরআন* শব্দার্থে আল কুরআন * জেনে নিন* আল কুরআনের সহজ সরল অনুবাদ* সালাত স্রষ্টার সান্নিধ্য* যাক...
03/01/2025

অনুষ্ঠান সমূহঃ
* তাফসিরুল কোরআন
* শব্দার্থে আল কুরআন
* জেনে নিন
* আল কুরআনের সহজ সরল অনুবাদ
* সালাত স্রষ্টার সান্নিধ্য
* যাকাত সমৃদ্ধির আমল
* নও মুসলিম
* মুক্তির জ্ঞান
* ডা, জাকির নায়েক লেকচার

Address

34/1 (3rd Floor), Paribagh, Sonargaon Road, Hatirpul
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category