15/09/2025
আহা জাস্টিন বিবার! আহা জীবন!
কিশোর বয়সে পুরো বিশ্বকে ঝড়ের মতো কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। ‘বেবি’ গান গেয়ে রাতারাতি তারকা বনে যাওয়া জাস্টিন বিবার একসময় নাম, যশ, খ্যাতি আর অর্থ—সবই নিজের ঝুলিতে পেয়েছিলেন। বিলাসবহুল জীবন, প্রাইভেট জেটে ভ্রমণ, লাখো ভক্তের উন্মাদনা—সবই ছিল তার প্রতিদিনের বাস্তবতা।
কিন্তু সেই উজ্জ্বল আলো আজ যেন ম্লান হয়ে গেছে। বর্তমানে বিবার ৩১.৫ মিলিয়ন ডলারের ঋণে জর্জরিত। শারীরিকভাবে অসুস্থ, একের পর এক কনসার্ট বাতিল হচ্ছে। একসময় যেসব টিকিট পেতে ভক্তরা হাহাকার করত, আজ সেই মঞ্চ যেন নিস্তব্ধ।
অতীতের অগোছালো জীবন, নেশা আর অহঙ্কার তাকে ঠেলে দিয়েছে কঠিন বাস্তবতার দিকে। যে হাত একসময় কোটি ডলারের চেক সই করত, আজ সেই হাত স্ত্রীর ভরসা খুঁজছে। স্ত্রী হেইলি বিবারের কসমেটিক ব্র্যান্ড ‘রোড’-এর আয় দিয়েই চলছে তাদের সংসার।
তবে এখানেই শেষ নয়। বিবারের জীবনে অন্ধকার নামলেও একটি আলো রয়ে গেছে—তার স্ত্রী। তিনি প্রমাণ করেছেন, প্রকৃত সম্পর্ক বোঝা যায় কেবল খারাপ সময়ে।
জাস্টিন বিবারের গল্প আজ বিশ্বকে নতুন করে ভাবতে শেখায়—
সাফল্য যদি নিয়ন্ত্রণহীন হয়, তবে তা ধ্বংস ডেকে আনে। শরীর, সম্পর্ক আর অর্থ—এই তিনের ভারসাম্য না থাকলে জীবন ছিটকে পড়ে অন্ধকারে। কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে আসাই হলো জীবনের আসল শক্তি।
বিবার হয়তো আবার নতুন করে জন্ম নেবেন। আর তার প/ত/নের গল্পই আমাদের জন্য হয়ে থাকবে এক অমূল্য শিক্ষা।