
19/08/2025
ছিনিমিনি আলো
বাঁকা চোখে চায়,
ধোঁয়াশার মতো খামখেয়ালি মন
ভেজা পাতা শুকায়।
✅
সারাদিন সজোরে ঝরিতেছে বৃষ্টি
অবাক করে হঠাৎ রোদ,
আমরাও কানাঘুষা জানি!
আবেগি মনেও থাকে বোধ।
✅
সকালের রোদ আর বিকেলের রোদে
থাকে পার্থক্য ভিটামিনে,
সবই সম্ভব পঁচিশ ছাব্বিশের
এআই-চেরাগ খননে।
✅
বিবেগ মরিবে
আত্মা পঁচিবে
বোধ বুদ্ধি পথ হারাবে,
মানুষের সাথে মানুষ বাঁচিবে;তবে
একজনকে প্রাণ! আর একজনকে
প্রযুক্তি কহিবে।
✅
#কাব্যময় #ছিনিমিনিআলো #কবিতা #বৃষ্টি #রোদ #প্রযুক্তি ১৮/০৮/২০২৫
অনেকদিন পর লিখা🕔 fans ⲕⲁⲃⲃⲟⲙⲟⲩ «« Ronger Manush