08/01/2026
কেউ কেউ বলেন, "বই পড়লে ধনী হওয়া যায়।"
আবার কেউ বলেন, "বই পড়ে কেউ ধনী হয় না।"
আসলে কোনটা সত্য?
এই কথাগুলো আসলে আংশিক সত্য।
শুধু বই পড়ে কেউ হয়তো সরাসরি ধনী হয় না।
তবে অনেকের ধনী হবার পেছনে
বই পড়া একটা বড়সড় ইমপ্যাক্ট রাখে।
বই হয়তো সরাসরি আপনাকে টাকা দেয় না,
তবে বই চিন্তা বদলায়!
বই আপনাকে ডিসিশন নেবার ক্ষমতা, লং-টার্ম চিন্তাভাবনা করার শক্তি আর ভুল চিন্তা চেনার চোখ দেয়। মনে রাখবেন, জীবনে টাকা আসে সিদ্ধান্ত থেকে। আর সেই সিদ্ধান্তগুলো আসে আপনার ভেতরের চিন্তাগুলো থেকেই।
বই না পড়লে আপনি অন্যের চিন্তায় বাঁচবেন।
আপনি যদি বই না পড়েন, সমাজ আপনাকে চিন্তা দিবে। স্যোশাল মিডিয়াই আপনার মতামত ঠিক করে দিবে। অন্য মানুষেরাই আপনার লক্ষ্য ঠিক করে দিবে।
আর বই পড়া মানে, নিজের কন্ঠ নিজেই তৈরি করা।
বই আপনাকে আগে ভাবতে শেখাবে।
বেশিরভাগ মানুষ দেখবেন,
আগে ভুল করে, তারপর সেই ভুল থেকে শিখে।
আর বই পড়া মানুষ, আগেই শিখে, তারপর ভুল এড়ায়।
বই আপনার লেভেল আপ করবে, একদম চুপচাপ!
বই পড়ে আপনি হঠাৎ করে বড়লোক হয়ে যাবেন না।
কিন্তু আপনি আস্তে আস্তে টের পাবেন,
আগের কথাগুলো আর আপনাকে টানে না।
আগের আড্ডাগুলো বেশ ফাঁকা লাগছে।
আগের স্বপ্নগুলো ছোট লাগছে।
এটাই হচ্ছে বই পড়ে লেভেল আপ হওয়া।
আপনি খেয়াল করবেন,
বেশিরভাগ ধনী মানুষেরাই বই পড়ে।
কারণ তারা শিখতে ভালোবাসে।
তারা শর্টকাট না, সিস্টেম বানায়।
তারা আজকের আরামের জন্য
আগামীকালকের দিনটা হারাতে চায় না।
বই পড়ে হয়তো আপনি ধনী নাও হতে পারেন,
তবে বই আপনাকে নতুন একজন মানুষ বানাবে,
আর সেই মানুষরাই টাকা বানায়।
যাইহোক, আপনি লাস্ট কোন বইটা পড়েছেন?
পরীক্ষার জন্য না, নিজের জন্য।