Books With Sumon

Books With Sumon একটি বইয়ের জগৎ বানাতে চাই...
(1)

08/01/2026

কেউ কেউ বলেন, "বই পড়লে ধনী হওয়া যায়।"

আবার কেউ বলেন, "বই পড়ে কেউ ধনী হয় না।"

আসলে কোনটা সত্য?

এই কথাগুলো আসলে আংশিক সত্য।

শুধু বই পড়ে কেউ হয়তো সরাসরি ধনী হয় না।

তবে অনেকের ধনী হবার পেছনে
বই পড়া একটা বড়সড় ইমপ্যাক্ট রাখে।

বই হয়তো সরাসরি আপনাকে টাকা দেয় না,
তবে বই চিন্তা বদলায়!

বই আপনাকে ডিসিশন নেবার ক্ষমতা, লং-টার্ম চিন্তাভাবনা করার শক্তি আর ভুল চিন্তা চেনার চোখ দেয়। মনে রাখবেন, জীবনে টাকা আসে সিদ্ধান্ত থেকে। আর সেই সিদ্ধান্তগুলো আসে আপনার ভেতরের চিন্তাগুলো থেকেই।

বই না পড়লে আপনি অন্যের চিন্তায় বাঁচবেন।

আপনি যদি বই না পড়েন, সমাজ আপনাকে চিন্তা দিবে। স্যোশাল মিডিয়াই আপনার মতামত ঠিক করে দিবে। অন্য মানুষেরাই আপনার লক্ষ্য ঠিক করে দিবে।

আর বই পড়া মানে, নিজের কন্ঠ নিজেই তৈরি করা।

বই আপনাকে আগে ভাবতে শেখাবে।

বেশিরভাগ মানুষ দেখবেন,
আগে ভুল করে, তারপর সেই ভুল থেকে শিখে।

আর বই পড়া মানুষ, আগেই শিখে, তারপর ভুল এড়ায়।

বই আপনার লেভেল আপ করবে, একদম চুপচাপ!

বই পড়ে আপনি হঠাৎ করে বড়লোক হয়ে যাবেন না।
কিন্তু আপনি আস্তে আস্তে টের পাবেন,
আগের কথাগুলো আর আপনাকে টানে না।
আগের আড্ডাগুলো বেশ ফাঁকা লাগছে।
আগের স্বপ্নগুলো ছোট লাগছে।

এটাই হচ্ছে বই পড়ে লেভেল আপ হওয়া।

আপনি খেয়াল করবেন,
বেশিরভাগ ধনী মানুষেরাই বই পড়ে।
কারণ তারা শিখতে ভালোবাসে।
তারা শর্টকাট না, সিস্টেম বানায়।
তারা আজকের আরামের জন্য
আগামীকালকের দিনটা হারাতে চায় না।

বই পড়ে হয়তো আপনি ধনী নাও হতে পারেন,
তবে বই আপনাকে নতুন একজন মানুষ বানাবে,
আর সেই মানুষরাই টাকা বানায়।

যাইহোক, আপনি লাস্ট কোন বইটা পড়েছেন?
পরীক্ষার জন্য না, নিজের জন্য।

আমাকে একদিন চিঠি লিখবেন?অনেক কথার চিঠি। যেনো সময় ফুরিয়ে গেলেও শব্দেরা না ফুরায়আমি লিখতে গিয়ে প্রথমেই লিখলাম ; "ভালোবাসি ...
22/12/2025

আমাকে একদিন চিঠি লিখবেন?
অনেক কথার চিঠি।
যেনো সময় ফুরিয়ে গেলেও শব্দেরা না ফুরায়

আমি লিখতে গিয়ে
প্রথমেই লিখলাম ; "ভালোবাসি "
আর কোনো শব্দ না, কিচ্ছু না।
আচ্ছা, "ভালোবাসি "
এরচেয়ে নাতিদীর্ঘ চিঠি আর কী হতে পারে!
লেখক : সালমান হাবীব

আম্মা...💚💚
22/12/2025

আম্মা...💚💚

22/12/2025

পাখি আর কতটুকু ওড়ে?
কতখানি নিতে পারে পালকের ভার,
একদিন ছেড়ে যায় সেও
যে বলে;আমিই একমাত্র আপন তার।

পাখিও পালক ছাড়ে পুরোনো হলে
মানুষও পাখির মতো ছেড়ে যাবার দলে,
কতটুকু মায়া হলে ফেলে যাওয়া দায়
যাব না বলেছে যে-- সেও চলে যায়।

Salman Habib - সালমান হাবীব

21/12/2025
এমন জীবন তুমি করিলে গঠন,মরণে হাসিলে তুমি, কাঁদিলো ভুবন। শহীদ ওসমান হাদি রহিমাহুল্লাহ
21/12/2025

এমন জীবন তুমি করিলে গঠন,
মরণে হাসিলে তুমি, কাঁদিলো ভুবন।

শহীদ ওসমান হাদি রহিমাহুল্লাহ

মানুষ কিংবা অমানুষ বইয়ের, বিজ্ঞাপন। 💚💛🌿বই মেলা আসতেছে নতুন বইয়ের কোনো আপডেট আছে? Eftekhar Ahamed Shamim
17/12/2025

মানুষ কিংবা অমানুষ বইয়ের, বিজ্ঞাপন। 💚💛🌿

বই মেলা আসতেছে নতুন বইয়ের কোনো আপডেট আছে? Eftekhar Ahamed Shamim

শুভ জন্মদিন সালমান হাবীব ভাই 💚💛🌿জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।  Salman Habib
16/12/2025

শুভ জন্মদিন সালমান হাবীব ভাই 💚💛🌿

জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।

Salman Habib

15/12/2025

লাইফ ইজ নাথিং বাট আ জার্নি টুয়ার্ডস ডেথ। আপস করে তো ভিতু মানুষ।" (জীবন তো মৃত্যুর দিকে একটি যাত্রা। আপস করে ভিতু মানুষেরা)।

হুমায়ুন ফরীদি

15/12/2025

এ শহর ও শহর ছেড়ে যেতে যেতে
একদিন সব ছেড়ে ওপারে চলে যাব।
এপারে কাঁদবে না কেউ,
কিছু পিছুটান— মুছে দেবে সময়!
অথচ, সেদিনও আকাশ থাকবে
থাকবে মুগ্ধতারাও!
আক্ষেপ, এতটা ভালোবেসেও
অব্যক্ত থেকে যাবে সব কথা!
প্রিয় আকাশ,
জানবেই না— কতটা ব্যাকুলতা নিয়ে
চলে গেছে একটা হৃদয়!
নাকি সেদিনের পরও
মন খারাপ হবে আকাশের!
অঝোরে ঝরে গেলে লোকে বলবে;
ঐ যে দেখুন— আকাশ কাঁদছে!

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

Address

Dhaka

Telephone

+8801739140197

Website

Alerts

Be the first to know and let us send you an email when Books With Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Books With Sumon:

Share

Category