দুই পাতার আভাস

দুই পাতার আভাস দুই পাতায় সাহিত্য, সংস্কৃতি, আর সময়।

আমাদের দেশে এমন অনেক প্রতিভা রয়েছে, যারা লিখতে পারেন, ভাবতে পারেন, নতুন কিছু তৈরি করতে পারেন কিন্তু সুযোগের অভাবে তাঁরা আড়ালেই থেকে যান। দুই পাতার আভাস সেই প্রতিভাগুলোর জন্য একটি মঞ্চ হয়ে উঠতে চায়। আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের ব্যস্ত জীবন পর্যন্ত সবার কণ্ঠস্বর এখানে প্রতিধ্বনিত হোক।
এই কাগজের প্রতিটি পৃষ্ঠা ভরপুর থাকবে সাহিত্যের সৌরভে। গল্প, কবিতা, প্রবন্ধ, ধারাবাহিক উপন্যাস

সহ বিভিন্ন সাহিত্যিক সৃষ্টি এখানে স্থান পাবে ইনশাআল্লাহ।আমাদের বিশ্বাস, একটি সমাজের উন্নতির জন্য জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশ অপরিহার্য। তাই দুই পাতার আভাস সেই চর্চার অঙ্গন হয়ে উঠতে চায়, যেখানে আপনারা পাঠক এবং লেখক একসঙ্গে নিজেদের চিন্তা ও আবেগের মেলবন্ধন ঘটাবেন।

13/10/2025

'দুই পাতার আভাস'
৮ম সংখ্যায় লিখুন।

Send a message to learn more

ছাতা | ডা. সাজিদ বিন আজাদ আভাস - শরৎ সংখ্যা (২য় মুদ্রণ) দাম ৩০৳ | PDF ১০৳
12/10/2025

ছাতা | ডা. সাজিদ বিন আজাদ

আভাস - শরৎ সংখ্যা (২য় মুদ্রণ)

দাম ৩০৳ | PDF ১০৳

"দুই পাতার আভাস" আরো পাওয়া যাচ্ছে পেনফিল্ড পাবলিকেশন এর স্টলে। ইসলামি বইমেলা, বাইতুল মোকাররম পূর্ব প্রাঙ্গণ।
10/10/2025

"দুই পাতার আভাস" আরো পাওয়া যাচ্ছে পেনফিল্ড পাবলিকেশন এর স্টলে।

ইসলামি বইমেলা, বাইতুল মোকাররম পূর্ব প্রাঙ্গণ।

জ্যোৎস্না বিলাস | আব্দুল্লাহ ইয়াছিন শরীফী-এর গল্প।
10/10/2025

জ্যোৎস্না বিলাস | আব্দুল্লাহ ইয়াছিন শরীফী-এর গল্প।

২য় মুদ্রণ আগামীকাল বইমেলায় পাওয়া যাবে ইনশাআল্লাহ।
09/10/2025

২য় মুদ্রণ আগামীকাল বইমেলায় পাওয়া যাবে ইনশাআল্লাহ।

সংগ্রহ না করলেই মিস! দারুণ সব আয়োজন থাকছে এই সংখ্যায়।PDF মাত্র ১০ টাকা
08/10/2025

সংগ্রহ না করলেই মিস! দারুণ সব আয়োজন থাকছে এই সংখ্যায়।

PDF মাত্র ১০ টাকা

মাহমুদ তানভির এর লেখা ✅PDF সংগ্রহ করতে মেসেজ দিন (মূল্য ১০৳)
08/10/2025

মাহমুদ তানভির এর লেখা ✅

PDF সংগ্রহ করতে মেসেজ দিন (মূল্য ১০৳)

আভাস – শরৎ সংখ্যা বর্তমানে স্টক আউট।যারা নিতে চেয়েছিলেন, তারা চাইলে এখন পিডিএফ সংস্করণ সংগ্রহ করতে পারেন।
06/10/2025

আভাস – শরৎ সংখ্যা বর্তমানে স্টক আউট।
যারা নিতে চেয়েছিলেন, তারা চাইলে এখন পিডিএফ সংস্করণ সংগ্রহ করতে পারেন।

এনামুল হক ইবনে ইউসুফ এর লেখা গল্প পড়ুন আভাস থেকে।রকমারি, ওয়াফিলাইফে এভেলএবল রয়েছে। PDF সংস্করণ মাত্র ১০ টাকা।
04/10/2025

এনামুল হক ইবনে ইউসুফ এর লেখা গল্প পড়ুন আভাস থেকে।

রকমারি, ওয়াফিলাইফে এভেলএবল রয়েছে। PDF সংস্করণ মাত্র ১০ টাকা।

লিটলম্যাগ কর্ণার থেকে সংগ্রহ করুন আপনার কপিটি। আন্তর্জাতিক ইসলামি বইমেলা, লিটলম্যাগ কর্ণার।
04/10/2025

লিটলম্যাগ কর্ণার থেকে সংগ্রহ করুন আপনার কপিটি।

আন্তর্জাতিক ইসলামি বইমেলা, লিটলম্যাগ কর্ণার।

এবারের সংখ্যায় (৬ষ্ঠ সংখ্যা) থাকছেঃ *জীবন ও পরিহাস। লিখেছেনঃ মোঃ রাকিব হাসান*মৃত্যুকে রোজ স্মরণ করি। লিখেছেনঃ মোঃ আবদুল ...
29/06/2025

এবারের সংখ্যায় (৬ষ্ঠ সংখ্যা) থাকছেঃ

*জীবন ও পরিহাস। লিখেছেনঃ মোঃ রাকিব হাসান

*মৃত্যুকে রোজ স্মরণ করি। লিখেছেনঃ মোঃ আবদুল মোতালেব

*আমরা কি সব বেঁচে দিলাম? লিখেছেনঃ শফিক মুন্সি

৬ষ্ঠ সংখ্যার লেখা ✅।আসছে ৩০ জুন ইনশা আল্লাহ।
26/06/2025

৬ষ্ঠ সংখ্যার লেখা ✅।

আসছে ৩০ জুন ইনশা আল্লাহ।

Address

Dhaka

Website

https://www.facebook.com/AvashMagazine, https://www.wafilife.com/dui-pa

Alerts

Be the first to know and let us send you an email when দুই পাতার আভাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দুই পাতার আভাস:

Share

Category