ROST BOYツ

ROST BOYツ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ROST BOYツ, Social Media Agency, Dhaka Bangladesh, Dhaka.

Rost Boy — হাসির রাজ্যে আপনাকে স্বাগতম!
এখানে ফানি ভিডিও, রোস্ট, ট্রল আর বিনোদনের টুকটাক সবকিছুই পাবেন। প্রতিদিন নতুন কনটেন্ট নিয়ে হাজির হই আপনাদের মুখে হাঁসি ফোটাতে। আপনি যদি একটু আনন্দ, একটু হাসি আর মজার ভান্ডার খুঁজে থাকেন, তাহলে এই পেজ আপনার জন্যই।

মনু মিয়ার ঘোড়াকে হত্যা করলো কে?আমরা এতটা অমানবিক কীভাবে হলাম?পঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে মানুষের কবর খুঁড়ে আসা একজন ...
20/05/2025

মনু মিয়ার ঘোড়াকে হত্যা করলো কে?
আমরা এতটা অমানবিক কীভাবে হলাম?

পঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে মানুষের কবর খুঁড়ে আসা একজন মানুষ—মনু মিয়া। যিনি কখনো পায়নি দামি পোশাক, আলো ঝলমলে মঞ্চ কিংবা সম্মাননা ক্রেস্ট, কিন্তু তাঁর হাতে খোঁড়া প্রতিটি কবরই একেকটি মানুষের শেষ ঘর।

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের এই মানুষটি জীবনের পাঁচটি দশক কাটিয়েছেন একটুও ক্লান্ত না হয়ে। নিজের সাধ্যমতো কেবল মানুষের উপকার করেই গেছেন। বিনিময়ে কিছু চাননি। তাঁর জীবনের সংখ্যা বইয়ে লেখা আছে—৩ হাজার ৫৭টি কবর তিনি নিজ হাতে খুঁড়েছেন।

শেষ বয়সে শরীর আর আগের মতো সাড়া দেয় না। কিন্তু মানুষের শেষ যাত্রায় সঙ্গী হওয়ার দায়িত্ব তিনি ভুলে যাননি। নিজের জমি বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন, যেন দ্রুত যেতে পারেন মৃতের বাড়ি বা কবরস্থানে। সেই ঘোড়া, যার সঙ্গে তাঁর ছিল আত্মার সম্পর্ক, যেটি ছিল তাঁর নিঃস্ব জীবনের ছায়াসঙ্গী—সেই ঘোড়াটিকেই হত্যা করা হলো!

গত শুক্রবার ঘোড়াটিকে পাওয়া গেল মাদ্রাসার পাশে পানিতে পড়ে থাকতে, বুকের মধ্যে ধারালো অস্ত্রের আঘাত। কে এমন বর্বরতা করলো? কেন?

মনু মিয়া এখন শয্যাশায়ী, হাসপাতালে। ঘোড়াটির মৃত্যুর খবর তাঁকে এখনো জানানো হয়নি। স্ত্রী রহিমা বেগম জানালেন, "উনি সহ্য করতে পারবেন না। ঘোড়াটা ছিল উনার ছায়ার মতো।"

এই ঘটনা কি শুধু একটি প্রাণের মৃত্যু? না, এটা একটি নিঃস্বার্থ জীবনের প্রতি আমাদের সমাজের নির্মম অবহেলার প্রতিচ্ছবি। একজন মানুষ, যিনি জীবনের চাওয়া-পাওয়ার হিসাব না করে শুধু মানুষের জন্য কাজ করে গেছেন, তাঁর শেষ সঙ্গীটিকে এভাবে হারাতে হলো!

আমরা কতটা নীচুতে নেমে এসেছি?

মনু মিয়ার মতো মানুষরা আমাদের সমাজের আয়না। কিন্তু সেই আয়নায় এখন দেখা যাচ্ছে লজ্জা, অবজ্ঞা আর হৃদয়হীনতার ছাপ।

এই পোস্টটি শেয়ার করুন, যাতে মনু মিয়ার গল্প হারিয়ে না যায়।
যদি কোনো সিসিটিভি ফুটেজ থাকে, কেউ কিছু দেখে থাকে, তাহলে জানান।
একটি প্রাণের ন্যায়বিচার নয়, এটা আমাদের মানবতা ফিরিয়ে আনার লড়াই।

#মনু_মিয়া #মানবতা #ঘোড়ারহত্যা

বিজ্ঞান বলে, প্রিয় মানুষ যখন বিশ্বাস ভেঙে চলে যায়, তখন যে কষ্টটা হয়, তা নাকি একসাথে ১০টা পাঁজরের হাড় ভাঙার মতো ব্যথার সম...
20/05/2025

বিজ্ঞান বলে, প্রিয় মানুষ যখন বিশ্বাস ভেঙে চলে যায়, তখন যে কষ্টটা হয়, তা নাকি একসাথে ১০টা পাঁজরের হাড় ভাঙার মতো ব্যথার সমান! হার্ট অ্যাটাকের যেই যন্ত্রণাকে আমরা ভয় পাই, বিশ্বাসঘাতকতা থেকেও তা কোনো অংশে কম নয়। অথচ আশ্চর্যের ব্যাপার হলো, কিছু মানুষ এতটা নির্মমভাবে কারো হৃদয় ভেঙে দিয়ে দিব্যি নির্লজ্জভাবে বেঁচে থাকে — বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই!

মাঝে মাঝে ভাবি, কীভাবে তারা এতটা যন্ত্রণা উপহার দিয়ে রাতের ঘুমটা ঠিকমতো দেয়? কীভাবে এতটা ঠাণ্ডা মাথায় ভেঙে দেয় কারো ভেতরটা? মানুষ বলেই হয়তো সম্ভব… বিবেকহীনভাবে ভালোবাসার নামে খেলা খেলতে।

হৃদয় ভাঙার অপরাধের জন্য কোনো আদালত সাজা দেয় না। কারণ এই অপরাধের কোনো দৃশ্যমান প্রমাণ নেই। কিন্তু যে মানুষটা নীরবে সব সহ্য করে, তার মনেই চলে একটানা যুদ্ধ। প্রতিটা সেকেন্ডে নিজেকে জোড়াতালি দিয়ে বেঁচে থাকার যে অভিনয়, তা শুধু সেই মানুষটিই বোঝে।

কিছু মানুষ আছেই, যারা সম্পর্ককে ব্যবসার মতো দেখে। তারা ভালোবাসার নামে নাটক করে, আর কষ্ট পায় সেই সেনসেটিভ মানুষগুলো — যারা না পারে সহ্য করতে, না পারে কাউকে খুলে বলতে।

সবাই রিকভার করতে পারে না। কেউ কেউ চিরদিনের জন্য মানসিকভাবে ভেঙে পড়ে। তাই কাউকে মিথ্যা স্বপ্ন দেখানোর আগে একটু ভাবুন… আপনার একটা কথায়, একটা প্রতারণায়, একটা ছেড়ে যাওয়ায় কেউ একেবারে ভিতর থেকে ভেঙে পড়তে পারে।

ভালোবাসা যদি সত্যিই দিতে না পারেন, তবে কাউকে আশা দেখাবেন না। কারণ হৃদয় ভাঙার শব্দ কেউ শোনে না, কিন্তু যারটা ভাঙে, সে সারাজীবন সেটা অনুভব করে।

14/05/2025

ROST BOYツ

একজন আইনজীবী একজন শিক্ষকের কাছে একটি কূয়ো বিক্রি করলেন। দুই দিন পর, আইনজীবী সেই শিক্ষকের কাছে এসে বললেন,“আমি তো আপনাকে ক...
08/05/2025

একজন আইনজীবী একজন শিক্ষকের কাছে একটি কূয়ো বিক্রি করলেন। দুই দিন পর, আইনজীবী সেই শিক্ষকের কাছে এসে বললেন,

“আমি তো আপনাকে কূয়ো বিক্রি করেছি, কিন্তু কূয়োর ভিতরের জল তো বিক্রি করিনি! আপনি যদি জল ব্যবহার করতে চান, তবে অতিরিক্ত টাকা দিতে হবে।”

শিক্ষক হেসে উত্তর দিলেন,
“হ্যাঁ, আমিও আপনাকে বলতে যাচ্ছিলাম—আপনার জল আমার কূয়ো থেকে নিয়ে যান, না হলে আগামীকাল থেকে আপনাকেই আমার কূয়োয় জল রাখার জন্য ভাড়া দিতে হবে।”

এটা শুনে আইনজীবী ঘাবড়ে গেলেন এবং বললেন,
“আরে না না, আমি তো মজা করছিলাম!”

শিক্ষক হেসে বললেন,
“আমরাই কিন্তু আইনজীবী ও বিচারপতি তৈরি করি! শিক্ষকের সাথে একদম চালাকি নয়।”

08/05/2025
07/05/2025

বরবাদ মুভি #বরবার ROST BOYツ

04/05/2025

Tips & Tricks By Mitasha &tricksbymitashamoment

ধুবড়িয়া ইউনিয়ন পিকনিক ২০২৫প্রিয় ধুবড়িয়া ইউনিয়নবাসী,আমাদের সকলের বহুল প্রতীক্ষিত পিকনিক ২০২৫ আয়োজনের টিকিট বিক্রয়ের শেষ দ...
28/04/2025

ধুবড়িয়া ইউনিয়ন পিকনিক ২০২৫
প্রিয় ধুবড়িয়া ইউনিয়নবাসী,

আমাদের সকলের বহুল প্রতীক্ষিত পিকনিক ২০২৫ আয়োজনের টিকিট বিক্রয়ের শেষ দিন আজ! যারা এখনো টিকিট সংগ্রহ করেননি, তারা দয়া করে আজ রাত ৯টার মধ্যে টিকিট সংগ্রহ সম্পন্ন করুন।

পিকনিক ভেন্যু:
গাজীপুর, মনপুরা পার্ক

পিকনিকের বিশেষ আয়োজন:

মনোরম পরিবেশে দিনব্যাপী আনন্দ ভ্রমণ

সুস্বাদু খাবার ও বিশেষ বুফে

খেলাধুলা ও মজার প্রতিযোগিতা

জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

আকর্ষণীয় পুরস্কার বিতরণী

বিশেষ অনুরোধ:
টিকিট ছাড়া কাউকে পিকনিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। তাই দেরি না করে আজই আপনার টিকিট সংগ্রহ করুন।

চলো সবাই মিলে এক আনন্দঘন দিনের স্মৃতি গড়ে তুলি!
ধুবড়িয়া ইউনিয়ন পিকনিক ২০২৫ — হাসি-আনন্দের মিলনমেলা।

24/04/2025

Address

Dhaka Bangladesh
Dhaka
1937

Alerts

Be the first to know and let us send you an email when ROST BOYツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ROST BOYツ:

Share