Alisha Akhi's Lifestyle

Alisha Akhi's Lifestyle আসসালামু আলাইকুম।আমি আঁখি। আমার নতুন পেইজ এ সবাইকে ঘুরে জাওয়ার আমন্ত্রণ রইলো। পাশে থাকবেন সবাই।ধন্যবাদ

এই কথাটা একদম সত্যি:"একজন স্ত্রী তার স্বামীর প্রতিচ্ছবি।"যখন একজন স্বামী কেবল কষ্টই দিয়ে যায়, সেটা স্ত্রীর চোখেমুখে স্পষ...
06/07/2025

এই কথাটা একদম সত্যি:
"একজন স্ত্রী তার স্বামীর প্রতিচ্ছবি।"

যখন একজন স্বামী কেবল কষ্টই দিয়ে যায়, সেটা স্ত্রীর চোখেমুখে স্পষ্ট হয়ে ওঠে।
একজন নারী যতই সুন্দর হোক না কেন, যদি ভুল মানুষকে জীবনসঙ্গী করে, সেই সৌন্দর্য মলিন হয়ে যায় — কারণ ভেতরের কষ্টটা মুখে, চোখে, চেহারায় ঠিকই ফুটে ওঠে।

"জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো কাকে বিয়ে করবে।
এই একটা সিদ্ধান্তই ঠিক করে দেবে—তোমার জীবনটা হবে আনন্দময় না দুঃখে ভরা।"

তাই এমন একজনকে বিয়ে করো,
যে ভালো মানুষ,
যে তোমার পাশে থাকবে সুখে-দুঃখে,
যে হবে তোমার ভালোবাসার সঙ্গী, যে হয়ে উঠবে না তোমার কষ্টের কারণ ❤️

আমার ইদানিং মনে হয় কাউকে ভালোবাসার আগে আমার জেনে নেয়া উচিৎ আমার দেয়া ভালোবাসা সে ধারণ করতে পারবে কি না।আমার হাতে একজনকে ...
02/07/2025

আমার ইদানিং মনে হয় কাউকে ভালোবাসার আগে আমার জেনে নেয়া উচিৎ আমার দেয়া ভালোবাসা সে ধারণ করতে পারবে কি না।
আমার হাতে একজনকে দেয়ার জন্য এক সমুদ্র ভালোবাসা আছে। কিন্তু সামনের মানুষটার হাতে আছে একটা ২৫০ মিলির চায়ের কাপ।
আমি ঢেলে দিলাম সব। উজাড় করে দিলাম।। আমার সমুদ্রসম ভালোবাসা তার ছোট্ট চায়ের কাপে টর্নেডোর মতো আঘাত করে বসলো।। এই ভালোবাসায় ভালোটা কোথায়? এখানে শান্তি কোথায়? স্বস্তি কোথায়? হ্যাপি এন্ডিং কোথায়?

আজ আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন। একজন ডাক্তার হিসেবে আমি অনেক গর্ভবতী মহিলার প্রসব করিয়েছি, আর প্রতিবার ডেলিভারি রুমে...
30/06/2025

আজ আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন। একজন ডাক্তার হিসেবে আমি অনেক গর্ভবতী মহিলার প্রসব করিয়েছি, আর প্রতিবার ডেলিভারি রুমে থাকাকালে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি সব মায়েদের আশীর্বাদ করেন।

একজন মা ডেলিভারি রুমে যে কষ্ট সহ্য করেন তা বর্ণনাতীত। আর এটা তো নয় মাসের কষ্টকেও অন্তর্ভুক্ত করে না। একজন মা একটি নতুন প্রাণ পৃথিবীতে আনতে কতটা কষ্ট সহ্য করেন, তা কেবল আল্লাহই ভালো জানেন।

আজ আমি ভীষণভাবে কেঁদেছি, কারণ আমি একজন মাকে হারিয়েছি। আমরা কখনোই চাই না এমন কিছু হোক, কিন্তু কখনো কখনো আল্লাহর পরিকল্পনা আমাদের ধারণার বাইরে হয়। এই নারীর কেসটি এত বেশি বেদনাদায়ক কেন? তিনি গত ১৪ বছর ধরে নিঃসন্তান ছিলেন! আমরা আইভিএফসহ বিজ্ঞানের যত পদ্ধতি আছে সব চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল হয়নি। তিনি অনেক সহ্য করেছেন।

অবশেষে আল্লাহ তাঁকে আশীর্বাদ করেন, এটি ছিল সম্পূর্ণভাবে বিজ্ঞানের বাইরে, মানুষের বোঝার বাইরে। তিনি হঠাৎ করেই গর্ভবতী হয়ে পড়েন, যদিও তাঁর ডিম্বাশয়ে সিস্ট ছিল এবং জরায়ুতে বড়সড় ফাইব্রয়েড ছিল। কিন্তু তাঁর ফাইব্রয়েড গলতে শুরু করে এবং সবকিছু ঠিকঠাক চলছিল। আমি জানি, এটা আল্লাহর কাজ। তিনি যা চান, তা করে দেখাতে পারেন।

নয় মাস পর সময় হয়। তাঁর স্বামী তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন, আমি তখন যা করছিলাম সব ফেলে দিয়ে তাঁর পাশে যাই। তিনি ঘন্টার পর ঘন্টা প্রসব যন্ত্রণায় ভুগছিলেন। চার ঘন্টার পর, ব্যথা অসহ্য হয়ে পড়ায় আমরা সিজারিয়ান করার সিদ্ধান্ত নেই।

আমরা তাঁকে হারাই, কিন্তু নবজাতক বেঁচে যায়। মৃত্যুর আগে তিনি নবজাতকটিকে কোলে তুলে নেন এবং মুচকি হেসে বলেন, "আল্লাহ মহান"—এরপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমি মুষড়ে পড়েছিলাম, ভীষণ দুঃখে ভেঙে পড়ি। আমি নিজেই তাঁর স্বামীকে খবর দিতে যাই। খবর শুনে তাঁর স্বামী অজ্ঞান হয়ে পড়েন। তাঁদের আনন্দের দিন মুহূর্তেই বিষাদের দিনে পরিণত হলো। আজ আমরা একটি প্রাণ হারিয়েছি, আর একটি নতুন প্রাণ জন্ম নিয়েছে।

অনুগ্রহ করে নারীদের সম্মান করুন, কারণ তাঁরা মৃত্যুর দরজার কাছ দিয়ে হেঁটে এসে নতুন প্রাণ পৃথিবীতে নিয়ে আসেন। আপনার স্ত্রীকে সম্মান করুন! নয় মাস আপনার সন্তানকে গর্ভে ধারণ করা কোনো ছোট ব্যাপার নয়, আর কয়েক ঘণ্টার প্রসবযন্ত্রণা পার করে সন্তান জন্ম দেওয়া বিশাল ত্যাগ।

আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আপনাদের সবাইকে বিশেষ করে গর্ভবতী নারীদের রক্ষা করেন। তাঁদের জন্য দোয়া করুন। প্রিয় স্বামী, আবারও বলছি, আপনার স্ত্রীকে সম্মান করুন, কারণ তিনিই প্রকৃত অর্থে জীবনদাত্রী। আল্লাহ যেন সব গর্ভবতী মায়েদের শক্তি দেন, আর সবাই যেন সহজে সন্তান প্রসব করতে পারেন, যেমন ছাগল সহজেই সন্তান দেয়—ব্যথা ছাড়াই!
© একজন ডাক্তারের বক্তব্য।

কখনো কোন পরিস্থিতিতেই নিজের অধিকার, নিজের হক ছাড়বেন না,সেটা হতে পারে অর্থ সম্পদ,হতে পারে আন্তরিকতা, ভালোবাসা,সম্মান।সবটা...
29/06/2025

কখনো কোন পরিস্থিতিতেই নিজের অধিকার, নিজের হক ছাড়বেন না,সেটা হতে পারে অর্থ সম্পদ,হতে পারে আন্তরিকতা, ভালোবাসা,সম্মান।
সবটা ইঞ্চি ইঞ্চি বুঝে নিবেন ঠিক যতটা আপনি প্রাপ্য। এই কথায় আমাকে স্বার্থপর মনে হতে পারে তবে সত্যি কি জানেন?
সত্যি হচ্ছে আপনি যখন ছাড়বেন তখনই সবাই মনে রাখে,২ দিন না যেতেই যখন হজম হয়ে যায় তখন আপনার দিকে আঙুল তুলতে ২ বার ভাবে না!
আর তখন শুরু হয় মানুষিক ভাবে নিঃস্ব হয়ে যাওয়ার মত অমানবিক কষ্ট। দিনশেষে সবই হারাতে হয় তখন।

অনেক সময় আমরা চুপ থেকে, মেনে নিয়ে, ছাড় দিয়ে সম্পর্ক, শান্তি কিংবা ভালোবাসা বাঁচাতে চাই। ভাবি—"আমি না হয় একটু কমই থাকলাম", "আমি না হয় ওদের কথাতেই মাথা ঝুঁকালাম"। কিন্তু জানেন তো, এই 'না হয়' গুলোই একসময় আমাদের অস্তিত্বকে মুছে দেয়।

অর্থ, সম্মান, আন্তরিকতা, ভালোবাসা—সবকিছুতেই আপনার একটি ন্যায্য স্থান আছে। সেই জায়গাটা কেউ ‘দিচ্ছে না’ বলেই আপনি নেবেন না?
না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

হ্যাঁ, আপনাকে হয়তো কেউ বলবে “তুমি স্বার্থপর”, “নিজেরটা ছাড়া কিছু বোঝো না”।
কিন্তু সত্যিটা হলো—
যখন আপনি ছাড়েন, তখন সবাই খায়।
যখন আপনি চুপ থাকেন, তখন সবাই আপনাকে ঠেকায়।
আর যখন আপনি ভেঙে পড়েন, তখন কেউ ফিরে তাকায় না।

মানুষের স্বভাবই এমন—আপনি যতটা মাটি হবেন, তারা ততটা হেঁটে যাবে আপনার উপর দিয়ে।
আর যখন একদিন নিঃস্ব হয়ে পড়বেন, তখন শুধু একটা কথাই মনে আসবে—
"আমি কেন নিজেরটা ধরে রাখিনি?"

তাই, আজ নয় কাল নয়—
এই মুহূর্ত থেকেই শিখে নিন, নিজের প্রাপ্য জিনিসগুলো বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে চেয়ে নিতে, প্রয়োজনে জোর গলায় দাবি করতে।
এটাই আত্মসম্মান।
এটাই আত্মরক্ষা
(কপি পোস্ট)

ভালো স্বামী হতে চাইলে আগে শুনতে শিখুন!অনেকেই মনে করেন ভালো স্বামী হওয়া মানে শুধু অর্থ উপার্জন, দায়িত্ব পালন কিংবা উপহার ...
27/06/2025

ভালো স্বামী হতে চাইলে আগে শুনতে শিখুন!

অনেকেই মনে করেন ভালো স্বামী হওয়া মানে শুধু অর্থ উপার্জন, দায়িত্ব পালন কিংবা উপহার দেওয়া।

কিন্তু বাস্তবতা হলো—একজন ভালো স্বামীর আসল গুণ হচ্ছে ‘মন দিয়ে শোনা’। আপনি যদি সত্যিই আপনার স্ত্রীকে ভালোবাসেন এবং সম্পর্ককে গভীর করতে চান, তাহলে আগে শোনা শিখতে হবে।

একজন স্ত্রী চায় তার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনুক, তার অনুভূতিগুলো কেউ বোঝার চেষ্টা করুক।

আপনি যখন কথা না কেটে মন দিয়ে তার অনুভবগুলো শুনবেন, তখন সে আপনাকে বিশ্বাস করবে, আপনাকে আপন করে নেবে। শুধু নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে না দিয়ে, যদি আপনি তার চোখ দিয়ে পৃথিবীটাকে একবার দেখতে চেষ্টা করেন—সেখান থেকেই সম্পর্কের গভীরতা তৈরি হয়।

আজকের ব্যস্ত জীবনে এই ছোট্ট অভ্যাসটাই হতে পারে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। তাই ভালো স্বামী হতে চাইলে আগে শোনার শক্তি গড়ে তুলুন। কারণ মন দিয়ে শোনা মানেই ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ার প্রথম ধাপ।

📌 বউকে ভালোবাসা ও মমতায় কন্ট্রোলে রাখার ৫টি পবিত্র টিপস।বউকে ‘বশে রাখা’ শুনলেই অনেকে ভাবেন যেন ওস্তাদের মত তাবিজ বানিয়ে ...
24/06/2025

📌 বউকে ভালোবাসা ও মমতায় কন্ট্রোলে রাখার ৫টি পবিত্র টিপস।

বউকে ‘বশে রাখা’ শুনলেই অনেকে ভাবেন যেন ওস্তাদের মত তাবিজ বানিয়ে দিতে হবে! আরে ভাই, তাবিজ-তন্ত্র নয়, কিছু ছোট ছোট মানবিক কৌশলেই বউকে আপনি এমন ‘বশে’ আনতে পারবেন, যে বউ নিজেই বলবে, "এই লোকটা আসলেই স্বর্গের দান!" চলুন দেখি সেই ৫টি 'গোপন রহস্য', যা বলে না কেউ, কিন্তু বোঝে সবাই!

🔴 1 ) শ্রদ্ধা দিন, পায়ের উপর পা তুলে চা পাবেন।
বউকে "এই শুনছো" বলে ডাকলে সে যদি কানের পাশে এসে ফিসফিস করে “কী রে Bhombhola!” বলে, তাহলে বুঝে নিন, আপনি শ্রদ্ধার পথে নেই। তাই আগে তার মতামত, পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিন। তখন সে আপনাকে “বস” নয়, “বেস্ট” ভাববে।

উদাহরণস্বরূপ।
আপনি বললেন, “তোমার রাঁন্না দারুণ হয়েছে।”
সে হেসে বলল, “এই তো, আজ বুঝি খাবারের স্বাদ পেলে!”
তৎক্ষণাৎ আপনি দুইটা গোল্ডেন পয়েন্ট পেলেন।

🔴 ২ )খোলামেলা কথা বলুন, না হলে রিমোট খুঁজতে খুঁজতেই জীবন যাবে। স্ত্রী যদি জিজ্ঞেস করে, “তুমি কি আমাকে আগের মত ভালোবাসো?” আপনি যদি উত্তর দেন, “হুম, জানি না... খেলা চলছে তো” তাহলে খেলা শেষে আপনার জন্য শুরু হবে 'জীবন-মরনের খেলা’। তাই তার সাথে নিজের কথা বলুন, তার কথাও মন দিয়ে শুনুন নইলে সে একদিন গুগলকে আপন করে ফেলবে।

🔴 ৩) সময় দিন, ফেসবুক নয়।
ভাই, ফোনে স্ক্রল না করে একদিন যদি শুধু তার চোখের দিকে তাকিয়ে বলেন, “তুমি প্রতিদিন আরও সুন্দর হচ্ছো” তাহলে সে আপনাকে দেখে বলবে, “তোমারও IQ একটু একটু করে বাড়ছে!” এই যে আপনি তার প্রশংসাটা করলেন এরপর দেখবেন সে আপনাকে স্বর্গের সুখ এনে দিবে।

৪।ছোট ছোট সারপ্রাইজ দিন, না হলে বড় বড় ঝড় আসবে। বউয়ের মুখ গোমড়া?
সরাসরি বলবেন না, “এখন আবার কি হলো?”
বরং তার পছন্দের এক কাপ চা, একটা চিরকুটে লিখুন “আজ তোমার চোখ দুটো আলাদা রকম লাগছে, ঝড়ের আগের মেঘের মতো!” চিঠি লিখতে না পারলে অন্ততপক্ষে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরুন।

৫। কাজে সহযোগিতা করুন, রাঁন্নাঘরে একবার ঢুকে দেখুন প্রেমের গন্ধ কেমন। মাঝে মধ্যে প্লেট ধুয়ে দেখুন, কাপড় ভাঁজ করে রাখুন। তারপর বউ আপনাকে ‘বুয়া’ না, ‘বন্ধু’ ভেবে নিজের সিক্রেটও বলে ফেলবে! সত্যি সত্যি সিক্রেট বলে দেওয়ার পর কোন রিয়েক্ট কইরেন না আবার নইলে কিন্তু ভবিষ্যতে আর কিছুই জানতে পারবেন না তার কাছে।

24/06/2025
24/06/2025

ছেড়ে দেওয়ার জন্য রাগ করি না 😅
ভালোবাসা পাওয়ার জন্য রাগ করি 🫰❤️

১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?- চুপ হয়ে যান।২.কেউ যন্ত্রণা দিচ্ছে? - চুপ হয়ে যান। ৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? ...
23/06/2025

১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
- চুপ হয়ে যান।

২.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- চুপ হয়ে যান।

৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
- চুপ হয়ে যান।

৪.কোন মানুষ অনেক অপমান করছে?
- চুপ হয়ে যান।

৫.কেউ ঠকিয়ে গেছে?
- চুপ হয়ে যান।

৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
- চুপ হয়ে যান।

এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃ'ত হয়ে যান তাদের কাছে।

প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।

আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।
(কপি পোস্ট)

বেইলি রোডে গতোকাল আ**গু***ন লাগার পরের দৃশ্য এটা! একজন তার 'বিড়াল' কে কোলে নিয়ে নামতেছে!অনেকের কাছে বিড়াল শুধুই একটা 'প্...
07/05/2025

বেইলি রোডে গতোকাল আ**গু***ন লাগার পরের দৃশ্য এটা! একজন তার 'বিড়াল' কে কোলে নিয়ে নামতেছে!
অনেকের কাছে বিড়াল শুধুই একটা 'প্রানী' কিন্তু যারা বিড়াল পালে, তাদের কাছে বিড়াল তাদের সন্তানের মতো। তারা হয়ে যায় বিড়ালের মা/বাবা। বিড়াল একটু অ'সুস্থ হয়ে গেলেই তারা চিন্তায় পড়ে যায়, নিজের চেয়ে বিড়ালের চিন্তা করে বেশি!
প্রিয় বিড়াল টা হারিয়ে গেলে অনেকে মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়,বিড়াল দুনিয়া থেকে চলে গেলে অনেকে দিনের পর দিনে শোকে থাকে।
বিড়ালের প্রতি তাদের ভালোবাসা অত্যাধিক। যে বিড়াল পালে,সে জানে বিড়াল কতোটা আদরের,কতোটা মায়া'র।
বিড়াল শুধু একটা 'প্রানী' না, বিড়াল আসলে তাদের সন্তান। অনেক আদর যত্নে রাখা সন্তান ❤️

সংগ্রহীত।

Address

Uttor Badda Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alisha Akhi's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category