বাংলাদেশ জামায়াতে ইসলামী আনন্দবাজার শাখা। লর্ড হার্ডিঞ্জ।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী আনন্দবাজার শাখা। লর্ড হার্ডিঞ্জ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আনন্দবাজার শাখা। লর্ড হার্ডিঞ্জ। আমি বিশ্বাস করি যে, দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন-ক্ষমতা ধার্মিক, চরি

আমীরে জামায়াতের বক্তব্য দেওয়াকালে পড়ে যাওয়ার দৃশ্যটা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হে মনিব আমাদের প্রিয় রাহবার কে ...
19/07/2025

আমীরে জামায়াতের বক্তব্য দেওয়াকালে পড়ে যাওয়ার দৃশ্যটা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হে মনিব আমাদের প্রিয় রাহবার কে সুস্থ করে দাও।

ময়দানে আহত বীর*যোদ্ধার মতো মঞ্চে দু'বার অসুস্থ হয়ে পড়ে গিয়েও ঘুরে দাঁড়িয়ে বীরত্বপূর্ণকন্ঠে বক্তব্য শেষ করেন আমীরে জামায়া...
19/07/2025

ময়দানে আহত বীর*যোদ্ধার মতো মঞ্চে দু'বার অসুস্থ হয়ে পড়ে গিয়েও ঘুরে দাঁড়িয়ে বীরত্বপূর্ণকন্ঠে বক্তব্য শেষ করেন আমীরে জামায়াত। ডা.শফিকুর রহমান।
তিনি কর্মীদের শেখালেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কীভাবে লড়ে যেতে হয়। এটাই প্রকৃত নেতৃত্ব।
এই জা*মা*য়াতকে পৃথিবীর কোন শক্তি দমিয়ে রাখতে পারবে না- ইনশাল্লাহ শুভ কামনা

15/07/2025

জামায়েত ইসলাম ভালো না, চরমোনাই ভালো না, এনসিপিও ভালো না, কেউ ভালো না

শুধু আমি ভালা
আমি একাই ভালা

15/07/2025

মনমতো হ‌ইলে মুক্তি যোদ্ধা মনমতো না হ‌ইলে রাজাকার এগুলো মানুষ এখোন বুযে এগুলো এখোন মানুষ খায় না

উগ্রতা কখনোই সুফল বয়ে আনেনা উগ্রতা ধ্বংস ডেকে আনে আমরা সবাই নিজেদেরকে সংযত করি। হিংসা বিদ্বেষ পোষণ করে মন্তব্য করা জামায়...
15/07/2025

উগ্রতা কখনোই সুফল বয়ে আনেনা
উগ্রতা ধ্বংস ডেকে আনে
আমরা সবাই নিজেদেরকে সংযত করি।

হিংসা বিদ্বেষ পোষণ করে মন্তব্য করা জামায়াতে ইসলামীর ঐতিহ্য নয়।

খুলনায় যুবদলের মাহবুব হ'ত্যায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করায় ৩ দিন সময় দিয়ে সম্পাদককে আই...
15/07/2025

খুলনায় যুবদলের মাহবুব হ'ত্যায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করায় ৩ দিন সময় দিয়ে সম্পাদককে আইনি নোটিশ পাঠিয়েছে ছাত্রশিবির। ইতোমধ্যে মাহবুব হ'ত্যার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে বাম ধারার চর'মপ'ন্থীদের হাতে মাহবুব নিহত হন।

মিটফোর্ডে বিএনপি কর্তৃক ব্যবসায়ী খু'নে'র ঘটনাকে ঢাকতে কোনোরকম তথ্যপ্রমাণ ছাড়াই খুলনাঞ্চল পত্রিকা ছাত্রশিবিরকে জড়িয়ে ভুয়া নিউজ ছাপিয়ে দলীয় বটফোর্সকে দিয়ে তা ছড়িয়ে দেয়।

উল্লেখ্য, পত্রিকাটির সম্পাদক মিজানুর রহমান মিল্টন বর্তমানে খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক হলেও পূর্বে তিনি আওয়ামী লীগের শীর্ষ প্রভাবশালী নেতা ছিলেন। মিল্টনের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার সকল তথ্যপ্রমাণ ইতোমধ্যে টিম বাঁশেরকেল্লার হাতে এসে পৌঁছেছে।

সেদিন চরমোনাই পীর সাহেব ভাল ছিলেন, আজ চরমোনাই পীর হঠাৎ কেন খারাপ হয়ে গেলেন? কেনো । নে* শা খো র  রেজাকার হয়ে গেলেন?
15/07/2025

সেদিন চরমোনাই পীর সাহেব ভাল ছিলেন, আজ চরমোনাই পীর হঠাৎ কেন খারাপ হয়ে গেলেন? কেনো । নে* শা খো র রেজাকার হয়ে গেলেন?

‎আজকে জামায়াতে ইসলামীর চাঁদাবাজীর গোমর ফাস করবো। এরা বাইতুলমালে এয়ানত তোলার নামে যে চান্দাবাজী করে তা না তুলে ধরে পারলাম...
15/07/2025

‎আজকে জামায়াতে ইসলামীর চাঁদাবাজীর গোমর ফাস করবো। এরা বাইতুলমালে এয়ানত তোলার নামে যে চান্দাবাজী করে তা না তুলে ধরে পারলাম না। দুদিন আগেই বলেছিলাম মাথায় জমে থাকা সত্য কথাগুলো বললে অনেকেরই মাথা ব্যথার কারন হবো। আজকে ভয়হীন ভাবে চাঁদাবাজী তুলে ধরলাম। আমার মতো একটা স্বল্প আয়ের লোকের থেকেও এই সংগঠন ২০২০ সাল থেকে আয়ের ৫% নেয়া শুরু করে। এরপরে শিবির, ছাত্রী সংস্থা, মহিলা সংগঠন কেও প্রতি মাসে চাঁদা দেই। এরপর প্রতিবছর নির্বাচনী, শহীদ ফান্ড, এককালীন কতো কী? এতো চাঁদা নেওয়ার নতুন পদ্ধতি তাই নয় কী? আসলে আপনি যা ভাবছেন তা মোটেও ঠিক নয়। কারন এ সংগঠনের প্রত্যেক জনশক্তি সেচ্ছায় তাদের আয়ের একটা অংশ দান করে। আল্লাহ তাআলা কুরআনের সূরা তওবার ১১১ নম্বর আয়াতে বললেন " আমি তোমাদের জান ও মালকে জান্নাতের বিনিময় কিনে নিয়েছি " জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের প্রতিটি কর্মী বা জনশক্তিরা আল্লাহর সাথে এক বিশেষ লেনদেনে চুক্তিবদ্ধ। আল্লাহ কোরআনে আরো বললেন " তোমরা যা দান করো তা আমি উত্তম ঋণ হিসেবে গ্রহণ করি " এই সুবর্ন সুযোগ অন্তত ইসলামী আন্দোলনের কর্মীরা হাতছাড়া করবে না। জামায়াতে ইসলামীর এমন একটি সংগঠন যারা শুধুমাত্র তাদের অধীনে সংঘবদ্ধ জনশক্তিদের সেচ্ছায় দেওয়া অর্থই গ্রহন করে। এটা কী চাঁদা
‎ হিসেবে গন্য হবে? এখন পর্যন্ত কখনো শুনেছে কী এ সংগঠনের দায়িত্বশীল কোন দোকানপাটে চাঁদা চাওয়া, জমিদখল বা লুটপাটের সাথে জড়িত? আমি প্রতি মাসে সেচ্চায় আমার মাকে কিছু টাকা দেই, আবার মাঝেমধ্যে সে আমার কাছ থেকেও টাকা চেয়েও নেয় বিভিন্ন প্রয়োজনে তাহলে কী আমার মা-ও একজন চাঁদাবাজ? নিশ্চয়ই চাঁদাবাজ নয়। তেমনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজকে বেগবান করতে দ্বীন প্রতিষ্ঠার জনশক্তি যদি সেচ্চায় এয়ানত দেয় তাহলে সেটা কীভাবে চাঁদার সাথে তুলনা করা যায়? যারা শুধু ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য বায়তুলমালকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে তাদের জন্য হৃদয় থেকে দোয়া রইলো। আশাকরি, এই পোস্ট পড়ার আপনি বায়তুলমাল ও চাঁদার পার্থক্য বুঝতে পেরেছেন। আর যদি মনে করেন বুঝেও না বোঝার ভান করবেন তাহলে আপনারা আপনাদের মতো চাঁদা তুলুন আমরা আমাদের মতো এয়ানত তুলতে থাকি। ইনশাআল্লাহ কঠিন বিপদের দিন মুসিবতের সময় আপনি আরেকবার সত্যের মুখোমুখি হবেন যখন মহাপরাক্রমশালী আল্লাহর মুখোমুখি হতে হবে। আপনার পথ যদি সত্য হয় তাহলে দোয়ায় সামিল রাখুন যাতে আমরাও আপনার মতো সত্য পথে যেতে পারি তবে আপনাদের জন্যও দোয়া রইলো। তবে শয়তান আল্লাহকে যে চ্যালেঞ্জ দিয়েছিলো আমাদের সকলকে জাহান্নামে নেওয়ার সেটা যেন না হয় এই চেষ্টা চলমান থাকবে।
লেখাঃ মোঃ শফিকুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সাধারণ কর্মী।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।আশা করি ভালো আছেন।আগামী ১৯ জুলাই ২০২৫, শনিবার, দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত...
15/07/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আশা করি ভালো আছেন।

আগামী ১৯ জুলাই ২০২৫, শনিবার, দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ কাভার করার জন্য মোবাইল জার্নালিজম (মোজো) সাংবাদিকদের রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থেই এই রেজিস্ট্রেশন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। রেজিস্ট্রেশনকৃত সাংবাদিকদের মধ্য থেকে সীমিত সংখ্যককে সাংবাদিক এরিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। নির্বাচিতদেরকে মোবাইল নম্বর অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল বা মেসেজ দিয়ে নিশ্চিত করা হবে এবং এন্ট্রি কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।

এক্ষেত্রে, আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

ডেডলাইন : ১৭ জুলাই ২০২৫ সকাল ১১টা

ধন্যবাদান্তে,

এহসানুল মাহবুব জুবায়ের
সহকারী সেক্রেটারি জেনারেল এবং
কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান
বাংলাদেশ জামায়াতে ইসলামী

রেজিস্ট্রেশনের জন্য লিঙ্কঃ https://forms.gle/Neafs43JqJi2A3jd9

15/07/2025

Address

৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭, বাংলাদেশ
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী আনন্দবাজার শাখা। লর্ড হার্ডিঞ্জ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category