Bangla Natok

Bangla Natok নাটক একটি শিল্পমাধ্যম যা মানুষের অনুভূতি, চিন্তা ও সমাজের বাস্তবতা তুলে ধরে।
(2)

14/06/2025

আশা ছাড়তে নেই,ঝড়ে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়❤️‍🩹

14/06/2025

ছুটি তোহ শেষ,ঢাকার মালিকেরা অনুমতি দিলে ঢাকায় আসতে চাচ্ছিলাম।😞

তখন বুঝবেন
12/06/2025

তখন বুঝবেন

ভয়াবহ দুর্ঘটনা!!! সাইকেল আরোহি ছেলেটি সাইকেল চালিয়ে যাচ্ছিলো হালিশহর পিসি রোড দিয়ে, এমন সময় ভিডিওর ছেলেটি তার তার প্রাইভ...
12/06/2025

ভয়াবহ দুর্ঘটনা!!!
সাইকেল আরোহি ছেলেটি সাইকেল চালিয়ে যাচ্ছিলো হালিশহর পিসি রোড দিয়ে, এমন সময় ভিডিওর ছেলেটি তার তার প্রাইভেট কার দিয়ে প্রায় ১০০+ স্পিড এ আঘাত করে।।
ভিকটিম স্পট ডেড! তাকে বাচানো সম্ভব হয়নি।
মেরে পালানোর সময় তাকে আমরা ও বেশ কিছু বাইকাররা তাড়া করে বড়পুলে গিয়ে আটক করতে সক্ষম হই।।
পুলিশ ঘটনা নিয়ন্ত্রনে আনতে চাইলে, সর্বস্তরের জনগন তাকে গনধোলাই দিয়ে মেরে ফেলতে চায়।।
লোকেশন : চা বাগানের সামনে, ইয়েলোর অপসিটে, হালিশহর, পিসি রোড়।।

11/06/2025

~ দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায়, অথচ ব'হু বছর দুইটা চোখের দিকে তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না!😅💔

"শাসন নিষ্ঠুর কিন্তু অনুশোচনা তোমাকে ভেঙে ফেলবে।"
11/06/2025

"শাসন নিষ্ঠুর কিন্তু অনুশোচনা তোমাকে ভেঙে ফেলবে।"

11/06/2025

প্রিয় দেশবাসি
তাপপ্রবাহ কেমন উপভোগ করছেন? নাকি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছেন? 🙂

Always
11/06/2025

Always

'কোথাও যোগাযোগ কমে গেলে– অন্য কোথাও তুমুল যোগাযোগ গড়ে ওঠে'।সুতরাং কেউ আপনার সঙ্গ ত্যাগ করেছে মানেঅন্য কোথাও সে তার নতুন ...
11/06/2025

'কোথাও যোগাযোগ কমে গেলে–
অন্য কোথাও তুমুল যোগাযোগ গড়ে ওঠে'।
সুতরাং কেউ আপনার সঙ্গ ত্যাগ করেছে মানে
অন্য কোথাও সে তার নতুন সঙ্গী খুঁজে পেয়েছে।
সূর্যের উদয় অস্ত মানেই শুরু আর শেষ না।
কোথাও সূর্য ডুবে যাওয়া মানে–
অন্য কোথাও তুমুল আলোর সকাল।
কিছু কিছু মানুষ আমাদের জীবনে
মন খারাপের রাত্রি নামিয়ে দিয়ে অন্য কোথাও
আলো ঝলমলে সকালের আয়োজন করে।
আমাদের সেই রাত আর ফুরায় না

11/06/2025

তোমাকে এমন ভাবে নিজের সাথে জড়িয়ে নেবো, চাইলেও যেতে পারবে না😌🫶❤️‍🩹

10/06/2025

কেউই একা থাকতে চায়না,
কেউই একাকিত্ব পছন্দ করেনা
কিন্তু যখন মানুষ অনেকের ভীড়ে থেকেও একা অনুভব করে,
কারো সঙ্গ চেয়েও সঙ্গিহীন হয়ে দিনের পর দিন চলাফেরা করে,
তখন মানুষ বাধ্য হয়ে একা থাকতে শুরু করে, একা থাকতে থাকতে একটা সময় মানুষ একাকিত্ব কে ভালোবেসে ফেলে।
তখন সে সবকিছু একা একাই সামলে নিতে শিখে যায় 🥀🙂

Address

Uttara
Dhaka
1704

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Natok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category