Learn with Imran

Learn with Imran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Learn with Imran, Social Media Agency, Dhaka.

Digital Marketing Expert | SEO Specialist | Social Media Strategist | Logo & Banner Designer | eBook Writer | Helping brands grow organically and stand out online. �

| Owner of freelancer imuG on YouTube | DM for collaborations

'বেদনার রং নীল"প্রেম যদি হয় নদীর স্রোত, তবে দু'ধারের বালুকা বোঝে যতোটুকু, অথবা জানে না কোন দিন সে গল্পগুলো— যে গল্পে মিশ...
18/05/2025

'বেদনার রং নীল"

প্রেম যদি হয় নদীর স্রোত, তবে দু'ধারের বালুকা বোঝে যতোটুকু, অথবা জানে না কোন দিন সে গল্পগুলো— যে গল্পে মিশে থাকে ভাঙা স্বপ্নের করুণ ক্রন্দন, সেখানে কোনো বাঁধা নেই, থামবার উপায় নেই, নীরবতায় সে কাঁদে দিনরাত।

হৃদয়ে জমে ওঠা ব্যথার পাহাড়, মনের কোণে বেজে চলে আকুতি— সে ভালবাসার তীব্রতা জানেনি কেউ, না জানার মতোই ভালো ছিলো। হয়তো জানলে হৃদয় ভাঙত না এত, স্বপ্নগুলো ছিন্নভিন্ন হতো না।

তোমার সাথে প্রথম দেখা— সেই দিনটাও ছিল ঝড়ের মতো, এক মুহূর্তের স্পর্শ, অথচ স্থায়ী হয়ে গেলে মনে। তুমি ছিলে বৃষ্টি, আমি ছিলাম মেঘ— তুমি এলে, গেলেও না ফেরার সুরে, আমার মনের আকাশে রেখে গেলে চিরদিনের কালো মেঘ।

তুমি যে চলে গেলে, জানলে না কি? তোমার পায়ের চিহ্নগুলো এখনো মাটিতে আঁকা, অপেক্ষার দীর্ঘ ছায়ায় ঢেকে গেছে। তোমার কথা মনে হলে রাতগুলো কেটে যায়, তোমার হাতের স্পর্শ এখনো শীতলতা এনে দেয় হৃদয়ে। তুমি চলে গেলে, কেবল রেখে গেলে অগণিত স্বপ্নের ভাঙন।

আকাশের তারা গুনে গুনে কাঁদে মন, ভালোবাসার সেই প্রতিশ্রুতি ভেঙে, তুমি হলে দূরের মেঘ, আর আমি রইলাম সীমানা। ভালোবাসা ছিল, রইল না কিছু, বাকিটা শুধুই দুঃখের স্মৃতি।

আজও তোমাকে খুঁজে ফিরি, সেই হারিয়ে যাওয়া দিনে— যেখানে তুমি ছিলে আমার, আর আমি তোমার। কিন্তু সময়, সে থেমে থাকে না, তোমার স্মৃতি গোপনে ঢেকে যায় করুণ ধোঁয়ায়।

ভালোবাসা হলো যেন দুঃখের স্রোত, তুমি যে চলে গেলে, ফেলে রেখে গেলে শুধু খালি হৃদয়। তবু, আমি বাঁচবো তোমার স্মৃতি নিয়ে, কারণ সেই ভালোবাসাই আমার একমাত্র সম্বল, তোমার না থাকাতেও।

18/05/2025
" আলো"এক পৃথিবী অন্ধকারে মোড়া, নিঃশব্দ আর গাঢ়,যেখানে দিন আর রাত একসঙ্গে করে কাড়াকাড়ি দাঁড়।সেই পৃথিবীতে বাস করত এক জন,যার...
18/05/2025

" আলো"

এক পৃথিবী অন্ধকারে মোড়া, নিঃশব্দ আর গাঢ়,
যেখানে দিন আর রাত একসঙ্গে করে কাড়াকাড়ি দাঁড়।
সেই পৃথিবীতে বাস করত এক জন,
যার চোখে ছিল না দৃষ্টির কোনো চিহ্নকথন।

সূর্য ওঠে, কিন্তু তার চোখে আলো ফোটে না,
চাঁদ হাসে রাতে, কিন্তু সে তা খুঁজে পায় না।
রঙ আর আকার তাকে ফাঁকি দেয় সবখানে,
কিন্তু সে দেখে অন্তর দিয়ে, মন আর প্রাণে।

ভোরের বৃষ্টি তার কানে ফিসফিসায়,
ট্রেনের ভিড়ে পায়ের ধ্বনি বাজে হাওয়ায়।
গাছের পাতা যখন বাতাসে নড়ে,
মাটি থেকে উঠে আসে শব্দের কণ্ঠরে।

তার আঙুলগুলো যেন ভাষায় কথা বলে,
স্পর্শ দিয়ে জীবনের গল্প খোলে।
টেক্সচারের ছোঁয়ায় সে বোঝে গভীরতা,
তার সামনে খুলে যায় অনুভবের পৃথিবীটা।

বন্ধুর আলিঙ্গনে খুঁজে পায় স্নিগ্ধতা,
নীরবতার মাঝে অনুভব করে সত্যতা।
প্রেমিকার হাসি, এক দীর্ঘশ্বাস, এক মুহূর্ত—
এগুলোই তার কাছে ছিল জীবনের অর্থ।

"তুমি কি রং মিস করো?" কেউ যখন জানতে চাইত,
সে হাসত, যেন প্রশ্নটি তার মন ছুঁতে পারত না আর।
“রং তো কেবল আলোতে গড়া এক মায়া,
আমি দেখি অন্তরের চোখ দিয়ে, সবকিছুই নির্দ্বিধায়।”

পৃথিবী যখন কঠোর, সে তাতে অভিযোগ করেনি,
ইর্ষা বা দুঃখ তাকে কোনোদিন ছুঁতে দেয়নি।
সে বাস করত এখনকার মুহূর্তে, স্পর্শে আর শব্দে,
এক ভুবনে যেখানে সত্যিকারের মুক্তি জেগে ওঠে।

সুরে খুঁজত শান্তি, স্মৃতিতে খুঁজত পথ,
মানবতার মাঝে পেত ভালোবাসার হদ্‌ব।
প্রতিটি পা ফেলত এক নতুন যাত্রা হয়ে,
প্রতিটি নিঃশ্বাস প্রার্থনার মতো বয়ে।

অন্ধকার তাকে যতই আচ্ছন্ন করুক,
তার ভিতরে ছিল আলোর এক আগুন।
আশা আর দয়া মিশে জ্বলত সে আগুনে,
যে আলোতে জীবন খুঁজে নিত নতুন গুণে।

সে শিখিয়েছিল পৃথিবীকে এক চিরন্তন সত্য—
দেখা মানে শুধু চোখের আলো নয় তো।
যারা তাকায় মনের চোখ দিয়ে, তারা জানে,
জীবনের আলো খুঁজে নিতে হয় ভিন্ন পথে।

তার জন্য তারকা ছিল না দৃশ্যমান,
তবু সে জ্বলত ভোরের সূর্যের মতো প্রাণবান।
কারণ সে জানত, দৃষ্টি কখনো চোখে বাঁধা নয়—
ভালোবাসায় মিশে থাকা আলোই সত্যর আশ্রয়।

Tools Management
18/05/2025

Tools Management

MS.Word/ Google Docs
18/05/2025

MS.Word/ Google Docs

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Learn with Imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share