
18/05/2025
'বেদনার রং নীল"
প্রেম যদি হয় নদীর স্রোত, তবে দু'ধারের বালুকা বোঝে যতোটুকু, অথবা জানে না কোন দিন সে গল্পগুলো— যে গল্পে মিশে থাকে ভাঙা স্বপ্নের করুণ ক্রন্দন, সেখানে কোনো বাঁধা নেই, থামবার উপায় নেই, নীরবতায় সে কাঁদে দিনরাত।
হৃদয়ে জমে ওঠা ব্যথার পাহাড়, মনের কোণে বেজে চলে আকুতি— সে ভালবাসার তীব্রতা জানেনি কেউ, না জানার মতোই ভালো ছিলো। হয়তো জানলে হৃদয় ভাঙত না এত, স্বপ্নগুলো ছিন্নভিন্ন হতো না।
তোমার সাথে প্রথম দেখা— সেই দিনটাও ছিল ঝড়ের মতো, এক মুহূর্তের স্পর্শ, অথচ স্থায়ী হয়ে গেলে মনে। তুমি ছিলে বৃষ্টি, আমি ছিলাম মেঘ— তুমি এলে, গেলেও না ফেরার সুরে, আমার মনের আকাশে রেখে গেলে চিরদিনের কালো মেঘ।
তুমি যে চলে গেলে, জানলে না কি? তোমার পায়ের চিহ্নগুলো এখনো মাটিতে আঁকা, অপেক্ষার দীর্ঘ ছায়ায় ঢেকে গেছে। তোমার কথা মনে হলে রাতগুলো কেটে যায়, তোমার হাতের স্পর্শ এখনো শীতলতা এনে দেয় হৃদয়ে। তুমি চলে গেলে, কেবল রেখে গেলে অগণিত স্বপ্নের ভাঙন।
আকাশের তারা গুনে গুনে কাঁদে মন, ভালোবাসার সেই প্রতিশ্রুতি ভেঙে, তুমি হলে দূরের মেঘ, আর আমি রইলাম সীমানা। ভালোবাসা ছিল, রইল না কিছু, বাকিটা শুধুই দুঃখের স্মৃতি।
আজও তোমাকে খুঁজে ফিরি, সেই হারিয়ে যাওয়া দিনে— যেখানে তুমি ছিলে আমার, আর আমি তোমার। কিন্তু সময়, সে থেমে থাকে না, তোমার স্মৃতি গোপনে ঢেকে যায় করুণ ধোঁয়ায়।
ভালোবাসা হলো যেন দুঃখের স্রোত, তুমি যে চলে গেলে, ফেলে রেখে গেলে শুধু খালি হৃদয়। তবু, আমি বাঁচবো তোমার স্মৃতি নিয়ে, কারণ সেই ভালোবাসাই আমার একমাত্র সম্বল, তোমার না থাকাতেও।