S M Shanto

S M Shanto সত্য প্রচার করতে ভয় পাইনা সবাই সাথে থাকুন সব প্রকার আপডেট পেতে হে তরুন এসো অালোর পথে কুরঅান তোমায় হাতছানি দিয়ে ডাকছে

ইহুদিদের পুড়ছে বাড়ি গাড়ি আল্লাহর খেলা
01/05/2025

ইহুদিদের পুড়ছে বাড়ি গাড়ি আল্লাহর খেলা

আওয়ামি লীগের রাজনিতিতে আমাদের গ্রামের এক বর্নাট্য নাম নুর হোসেন মাস্টার যখন আমাদের গ্রামে একটা আওয়ামি লিগের কর্মি খুজতে ...
01/05/2025

আওয়ামি লীগের রাজনিতিতে আমাদের গ্রামের এক বর্নাট্য নাম নুর হোসেন মাস্টার যখন আমাদের গ্রামে একটা আওয়ামি লিগের কর্মি খুজতে গেলে শুধু তাকেই পেত।

আমার মনে পরে ১৯৯২ সালে নজরুল হামিদ খান বাদল যখন কালিনগর এ একটি মিটিং করবে সেই জায়গাটা পর্যন্ত তিনি খুজে পান নাই একমাত্র নুর হোসেন মাস্টার সাহেব এর বাড়ি ছাড়া।

সেই দিন হতে চিনতাম যে আমাদের এলকায় একটায় পরিবার যারা কট্টর আওয়ামি পন্থী তার সাথে ছিল আমার তিন দাদা আব্দুল জলিল ও আব্দুর রহিম আব্দুল আওয়াল।
এদের বাহিরে আমি কাউকেই আওয়ামির দেখি নাই।

সেই মমরহুম নুর হোসেন মাষ্টার সাহেবের এর কৃতি সন্তান এস এম শাহাদাত হোসেন তার ও রয়েছে ক্লিন ইমেজের রাজনিতি।

যেখানে ১৭ বছরে আওয়ামি লিগের রাজনিতি করে মানুষ আঙ্গুল ফোলে কলা গাছ সেখানে এই একজন মানুষ তার জীবনে হাসিনার সরকারের ১ টি টাকার ও সুবিদা নেন নাই।

আমাদের এলাকার অনেকে হাসিনা সরকারের সুবিদা নিয়ে শিল্পপতি লাখো পতি হয়েছে।। হয়েছে অডেল সম্পতির মালিক। অথচ তার নিজ বাড়ড়িটাও তার বাবা নুর হোসেন মাস্টার এর নিজ অর্থায়নে তৈরি আদা পাকা নিটের ঘরে তাদের পরিবার নিয়ে থাকেন।

নির্বাচন করেছেন একবার নিজ দলিয় প্রতিক নিয়ে পরের বার উপজেলা ভাইস চ্যায়ারম্যান পদে কিন্তু দূঃখের বিষয় হলো তার নিজ দলের ক্ষমতায়নে তাকে হারানো হয়েছে।

তারপরও তিনি তার বিপক্ষের বিজয়ী কে শুভকামনা ও সংবর্দনা জানিয়েছেন যাহা রাজনিতিতে আমার দেখা কেউ কোন দিন করে নাই।

আমি মাঝে মাঝে আশ্চর্য হই তিনি আওয়ামি লিগের যেই পজিশনে নেতৃত্ব দিয়েছেন তার কয়েকটা গাড়ি বাড়ি থাকার কথা ছিল অথচ তিনি সাদামাটা জীবন যাপন করছেন যেমন করে একটা মানুষ তার দৈনিক চাহিদার পরে আর কোন চাহিদা থাকে না।

এলাকায় যারা দূর্নীতি করে দলিয় শক্তিকে কাজে লাগিয় অডেল সম্পদের মালিক আজ তারা সবাই পলাতক কিন্তু এই একজন মানুষ ৫ ই আগষ্টের পর দেশ পরিবূতন হয়েছে কিন্তু তিনি আগে যেভাবে চলেছেন এখনও তিনি তেমনি আছেন। আমি বলব সৎ রাজনিতি আছে বলেই তিনি এখনও সাদারন জনগনের মাঝে মিশে আছেন।

আমি আওয়ামি লীগকে পছন্দ করিনা বুঝ হবার পর হতে দাদা মারা গেছেন ২০০১ সালে দাদার সাথে অনেক ঝগড়া করতাম তিনি আওয়ামি করে বলে ।

সৎ রাজনিতিবিদ হিসাবে আমি তাকে আমার জীবনের ৩০ বছর যাবত দেখে আসছি। নিজ দল ক্ষমতায় থাকার পরও ক্ষমতার অপব্যবহার তিনি বা তার বাবা জীবত থাকতে করেন নাই।
দোয়া করি তিনি সফল হোক সবসময়।

08/04/2025

মুন্সিগন্জ মেডিক্যাল কলেজ সহ গুরুত্বপূর্ন দুইটা সেতু রাস্তাঘাট উন্নয়নে তিন উপদেষ্টা আজ মুন্সিগন্জ এসেছেন।

বেতকা টু ঢাকা মোল্লাবাজার ব্রীজ অতি গুরুত্বপূর্ন।

ঢাকা ৪ এ জুলাই আগস্ট এর গণহত্যার নেতৃত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট সানজিদা খানম এর নেতৃত্বে , বিক্রমপুর প্লাজা থেকে! এই স...
11/02/2025

ঢাকা ৪ এ জুলাই আগস্ট এর গণহত্যার নেতৃত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট সানজিদা খানম এর নেতৃত্বে , বিক্রমপুর প্লাজা থেকে! এই স্বৈরাচারের দোসর আর তার সাঙ্গপাঙ্গরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঙ্গা হচ্ছে! দলীয় মতপার্থক্য থাকতেই পারে, তাই বলে ২৪ এর ছাত্র জনতার গণহত্যা কোন ভাবেই মানা যায় না। কিন্তু বড় দুঃখের বিষয় হলোঃ মুন্সিগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে। এই খুনি হাসিনা সরকারের এমপি❌সানজিদা খানমের আপন ছোট ভাই❌আব্দুল বাতে শামীম বাতেন কে রাখা হয়েছে!
৭ সদস্য বিশিষ্ট গুরুত্বপূর্ণ আহ্বায়ক কমটির সুপার ৫ এ ! বিগত ১৬ বছরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির রাজনীতি করে,যাঁরা অসংখ্য হামলা মামলার শিকার হয়ে বিভিন্ন নির্যাতন সহ্য করেছেন! তাঁরা হয়তো এই ১৬/১৭ বছরে কোনদিন শুনেন নাই এই আব্দুল বাতেন শামীম দের নাম! এখন প্রশ্ন জাগে তাহলে কি টাকার বিনিময়ে, ফ্যাসিস্ট সরকারের আমলে বিশাল বড় সুবিধা ভোগ করে! বিভিন্ন কায়দায় মাল কামিয়ে এখন পয়সা খরচ করে আবার তাঁরা বিএনপির গুরুত্বপূর্ণ পদপদবী কিনে নিচ্ছেন ? আর তা-না হলে, কোন পথে অগ্রসর হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ জেলা বিএনপির অগ্রযাত্রা? বিগত দিনে দলের ত্রুান্তীলগ্নে কোথায় ছিলো এই আব্দুল বাতেন শামীমরা? এটাই প্রশ্ন রেখে গেলাম!

সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে। ঢাকা, ২৮ জানুয়ারী, ২০২৫: সংযুক্ত আরব আমিরা...
28/01/2025

সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে।

ঢাকা, ২৮ জানুয়ারী, ২০২৫: সংযুক্ত আরব আমিরাতের দুটি বড় কোম্পানি, আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার, মঙ্গলবার বাংলাদেশে বন্দর উন্নয়ন, ব্যবস্থাপনা ও লজিস্টিকস এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে।

তারেক রহমানের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, জানি অনেকেই মন খারাপ করবেন তবুও । জনাব তারেক রহমান ,আচ্ছা বলুন তো আপনি এই মুহ...
28/01/2025

তারেক রহমানের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, জানি অনেকেই মন খারাপ করবেন তবুও ।

জনাব তারেক রহমান ,
আচ্ছা বলুন তো আপনি এই মুহূর্তে কেন লন্ডনে বসে আছেন ? আপনার মা কে দেখাশোনা করতে ? তারজন্যে আপনার ডাক্তার স্ত্রীই যতেষ্ট । আপনি কি মায়ের কোলে বসে দেশে ফেরার আশায় লন্ডনে বসে আছেন ? নাকি ভাবছেন বাংলাদেশটাই লন্ডনে উড়ে যেয়ে আপনাকে প্রধানমন্ত্রী করবে!?

আমিতো ভেবেছিলাম হাসিনা পালানোর পরদিনই আপনি দেশে ফিরে আসবেন। প্রয়োজনে কিছুদিন জেলে থাকবেন। জেলে থেকে দেখতেন মানুষ কতটা ভালোবাসে? তারা কখনোই আপনাকে জেলে থাকতে দিতে না। ১/১১ মার খেয়েছেন , ওরা আপনাকে মেরে ফেলতে চেয়েছিল , ছাঁদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে । আমরা তার সবই জানি । শুধু আমরা জানলেতো আর হবেনা । তিন/চার কোটি নতুন ভোটার । এই প্রজন্ম সেসব জানেনা । জানলেও মনে রাখতে চায় না। এই প্রজন্ম তাই মনে রাখে যা তারা নিজ চোখে দেখে।

নেতা হতে হলে জেল খাটতে হয়। মাইর খাইতে হয়। পথে প্রান্তরে ঘাম ঝরাতে হয়।
আপনার শরীরে জেড ফোর্সের সেনাপতির রক্ত। হার না মানা আপোষহীন দেশনেত্রীর রক্ত। যা আপনার কার্যকলাপে আমার কাছে অন্তত সেরকম ভাবে মনে হয় না।
আপনি এখনো টেলিভিশনের খবর পড়ার মতো দেখে দেখে বক্তব্য দেন। শুদ্ধ কপচান। সুশীল সুশীল লাগে। বাংলাদেশে এখন সুশীল একটি গালির নাম ।

মানুষ আপনার মা কে ভালোবাসেন। আপনি কি সেই জায়গায় আসতে পেরেছেন? মায়ের কোলে চড়ে দেশে না এসে একাই আসুন । এসে দ্বীধা বিভক্তির দেশে ঘাম ঝরানোর চেষ্টা করুন। বাবার মতো অলিগলি গ্রামের জনপদে পায়ে হেঁটে দেখুন দেশ কেমন আছে। বোকা বাক্সের সামনে বসা মানুষ আর ইথারে ভেসে আসা কণ্ঠ যোদ্ধারাই পুরো বাংলাদেশ না।

দেখুন হাসনাতকে ! কি দরকার ছিল ওর বের হবার। জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে ছেলেদের মারামারি থামাতে । সে মারাও যেতে পারতো। তাই আমরা এখন পোলাপানদের ভালোবাসতে শুরু করেছি ।যারা জীবন বাজি রেখে শান্তি প্রতিষ্ঠায় রাস্তায় নামে ।

আসিফ নজরুলের এটাই আসল রূপআমরা তাকে চিনতে ভুল করেছিইলিয়াস ভাই ঠিকই চিনেছে
28/01/2025

আসিফ নজরুলের এটাই আসল রূপ
আমরা তাকে চিনতে ভুল করেছি
ইলিয়াস ভাই ঠিকই চিনেছে

28/01/2025

সাহসী মেবাধী ছাত্রের মুখ চেপে ধরা সেই পুলিশ গ্রেফতার
তার বাড়ি ছিল মুন্সিগন্জের লতব্দী গ্রামে। জালিমের জুলুম বেশি দিন থাকে না এদের বিচার হোক কঠিন থেকে কঠিন ভাবে।

সৌজন্য ::

26/01/2025

যারা হাসিনার আমলের র‍্যাব প্রধান কে নির্দোষ মনে করেন তাদের জন্য এই রিপোর্ট যথেস্ট।

হাসিনার স্বপ্ন ভ'ঙ্গ৷
26/01/2025

হাসিনার স্বপ্ন ভ'ঙ্গ৷

23/01/2025

কঠিন সত্য কথা ভাই

21/01/2025

আজকের সবচেয়ে সুন্দর দৃষ্য ছিল দুই বৃহত্তর ইসলামি দলের আমির একসাথে বসেছেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M Shanto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share