Itz Nazmul

Itz Nazmul আসসালামু আলাইকুম আমার পেজে আপনাকে স্বাগতম। আমার পেজের অধিকাংশ পোস্ট কপি করা কারো সমস্যা হলে জানান আমাকে ❤️

🌋 অলিম্পাস মন্স (Olympus Mons) মঙ্গল গ্রহে অবস্থিত সৌরজগতের সর্ববৃহৎ আগ্নেয়গিরি এবং সর্বোচ্চ পর্বত। এটি একটি ঢালু আগ্নে...
27/07/2025

🌋 অলিম্পাস মন্স (Olympus Mons) মঙ্গল গ্রহে অবস্থিত সৌরজগতের সর্ববৃহৎ আগ্নেয়গিরি এবং সর্বোচ্চ পর্বত। এটি একটি ঢালু আগ্নেয়গিরি (shield volcano), যা ধীরে ধীরে লম্বা সময় ধরে গঠিত হয়েছে।

🔍 মূল বৈশিষ্ট্যসমূহ:

▪️ উচ্চতা: প্রায় ২৭ কিলোমিটার (৮৮,৫৮০ ফুট) — পৃথিবীর এভারেস্ট পর্বতের (৮,৮৪৮ মিটার) প্রায় ৩ গুণ উঁচু।

▪️ ব্যাস: প্রায় ৫৫০ কিলোমিটার — এতটাই প্রশস্ত যে এটি ফ্রান্স বা টেক্সাসের মতো একটি গোটা দেশের সমান।

▪️ ঢাল: এর ঢাল অনেক মসৃণ ও ধীরগতির, যার কারণে এর বিস্তার এত বেশি।

▪️ ক্যালডেরা: শৃঙ্গের শীর্ষে প্রায় ৮০ কিলোমিটার চওড়া একটি বিশাল আগ্নেয় মুখ বা ক্যালডেরা রয়েছে, যা আগ্নেয়গিরির বারবার অগ্ন্যুৎপাতে তৈরি হয়েছে।

🌌 অনন্য বৈশিষ্ট্য:

▪️ Olympus Mons এতটাই উঁচু যে এটি মঙ্গল গ্রহের পাতলা বায়ুমণ্ডলের উর্ধ্বসীমায় পৌঁছে যায়।

এই বিশাল পর্বতের পাদদেশে দাঁড়িয়ে তার চূড়া দেখা যায় না এবং চূড়ায় দাঁড়িয়ে পাদদেশ দেখা যায় না—কারণ গ্রহের বক্রতা (curvature) ও বিশাল আয়তন।

🪐 কেন এটি এত বিশাল?

▪️ মঙ্গলে টেকটোনিক প্লেট নেই, তাই এক জায়গায় দীর্ঘ সময় ধরে অগ্ন্যুৎপাত ঘটেছে এবং এতে পর্বতটি বিশাল আকার ধারণ করেছে।

মঙ্গলের মহাকর্ষ পৃথিবীর চেয়ে অনেক কম, তাই অগ্ন্যুৎপাতে সৃষ্ট স্তরগুলো বেশি উঁচুতে উঠে গেছে।

🌋 বৈজ্ঞানিক গুরুত্ব:

▪️ এটি অধ্যয়ন করে বিজ্ঞানীরা আগ্নেয়গিরি গঠন, মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস এবং অন্যান্য গ্রহে অগ্ন্যুৎপাত কেমন হয়, তা বুঝতে পারেন।

Olympus Mons প্রমাণ করে যে মঙ্গল গ্রহে এক সময় প্রচণ্ড ভূ-ক্রিয়াকলাপ ছিল।

🌋 অলিম্পাস মন্স শুধুমাত্র মঙ্গলের নয়, বরং পুরো সৌরজগতের সবচেয়ে বিশাল আগ্নেয়গিরি ও পর্বত। এটি একটি বিস্ময়কর ভূতাত্ত্বিক গঠন, যা গ্রহের ইতিহাস ও সৌরজগতের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

💠 এইধরনের নতুন নতুন তথ্যপূর্ণ পোস্ট পেতে হলে আমাদের পেজটিকে ফলো করবেন।।

Follow: Itz Nazmul

এই ছবি মঙ্গল গ্রহে একসময় পানি প্রবাহ এবং নদীর প্রমাণ দেয়। পানি মানেই প্রাণের অস্তিত্ব। Source : কম্মেন্ট Itz Nazmul
26/07/2025

এই ছবি মঙ্গল গ্রহে একসময় পানি প্রবাহ এবং নদীর প্রমাণ দেয়।

পানি মানেই প্রাণের অস্তিত্ব।
Source : কম্মেন্ট
Itz Nazmul

খালাতো বোনের বিয়ের পর যখন খালামনিদের বাড়িতে আসে সেদিন রাতে সবাই মিলে খেতে বসি।আপু আর আপুর হাজবেন্ড আসার পর দেখি আপু উল্ট...
24/07/2025

খালাতো বোনের বিয়ের পর যখন খালামনিদের বাড়িতে আসে সেদিন রাতে সবাই মিলে খেতে বসি।আপু আর আপুর হাজবেন্ড আসার পর দেখি আপু উল্টা জামা পড়ে আছে। এত্তগুলা মানুষের সামনে আমি বলে দিলাম এই আপু তুই উল্টো জামা পরছস কেন, আধাঘন্টা আগেওতো দেখলাম জামা ঠিক ছিলো। এক কুড়ি মানুষের নজর আপুর দিকে।

লে আপুর জামাই: ইয়ে আসলে তোমার আপুর জামার ভিতর লাল পিপড়া ঢুকে গেছিলো তাই জামা খুলে ঝেড়ে নিয়েছে।

লে আমার পিচ্চি খালাতো ভাই, তাহলে ভাইয়া আপনি আপুর শরম দেখে ফেলেছেন!🙂

🌋 অলিম্পাস মন্স (Olympus Mons) মঙ্গল গ্রহে অবস্থিত সৌরজগতের সর্ববৃহৎ আগ্নেয়গিরি এবং সর্বোচ্চ পর্বত। এটি একটি ঢালু আগ্নে...
23/07/2025

🌋 অলিম্পাস মন্স (Olympus Mons) মঙ্গল গ্রহে অবস্থিত সৌরজগতের সর্ববৃহৎ আগ্নেয়গিরি এবং সর্বোচ্চ পর্বত। এটি একটি ঢালু আগ্নেয়গিরি (shield volcano), যা ধীরে ধীরে লম্বা সময় ধরে গঠিত হয়েছে।

🔍 মূল বৈশিষ্ট্যসমূহ:

▪️ উচ্চতা: প্রায় ২৭ কিলোমিটার (৮৮,৫৮০ ফুট) — পৃথিবীর এভারেস্ট পর্বতের (৮,৮৪৮ মিটার) প্রায় ৩ গুণ উঁচু।

▪️ ব্যাস: প্রায় ৫৫০ কিলোমিটার — এতটাই প্রশস্ত যে এটি ফ্রান্স বা টেক্সাসের মতো একটি গোটা দেশের সমান।

▪️ ঢাল: এর ঢাল অনেক মসৃণ ও ধীরগতির, যার কারণে এর বিস্তার এত বেশি।

▪️ ক্যালডেরা: শৃঙ্গের শীর্ষে প্রায় ৮০ কিলোমিটার চওড়া একটি বিশাল আগ্নেয় মুখ বা ক্যালডেরা রয়েছে, যা আগ্নেয়গিরির বারবার অগ্ন্যুৎপাতে তৈরি হয়েছে।

🌌 অনন্য বৈশিষ্ট্য:

▪️ Olympus Mons এতটাই উঁচু যে এটি মঙ্গল গ্রহের পাতলা বায়ুমণ্ডলের উর্ধ্বসীমায় পৌঁছে যায়।

এই বিশাল পর্বতের পাদদেশে দাঁড়িয়ে তার চূড়া দেখা যায় না এবং চূড়ায় দাঁড়িয়ে পাদদেশ দেখা যায় না—কারণ গ্রহের বক্রতা (curvature) ও বিশাল আয়তন।

🪐 কেন এটি এত বিশাল?

▪️ মঙ্গলে টেকটোনিক প্লেট নেই, তাই এক জায়গায় দীর্ঘ সময় ধরে অগ্ন্যুৎপাত ঘটেছে এবং এতে পর্বতটি বিশাল আকার ধারণ করেছে।

মঙ্গলের মহাকর্ষ পৃথিবীর চেয়ে অনেক কম, তাই অগ্ন্যুৎপাতে সৃষ্ট স্তরগুলো বেশি উঁচুতে উঠে গেছে।

🌋 বৈজ্ঞানিক গুরুত্ব:

▪️ এটি অধ্যয়ন করে বিজ্ঞানীরা আগ্নেয়গিরি গঠন, মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস এবং অন্যান্য গ্রহে অগ্ন্যুৎপাত কেমন হয়, তা বুঝতে পারেন।

Olympus Mons প্রমাণ করে যে মঙ্গল গ্রহে এক সময় প্রচণ্ড ভূ-ক্রিয়াকলাপ ছিল।

🌋 অলিম্পাস মন্স শুধুমাত্র মঙ্গলের নয়, বরং পুরো সৌরজগতের সবচেয়ে বিশাল আগ্নেয়গিরি ও পর্বত। এটি একটি বিস্ময়কর ভূতাত্ত্বিক গঠন, যা গ্রহের ইতিহাস ও সৌরজগতের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

💠 এইধরনের নতুন নতুন তথ্যপূর্ণ পোস্ট পেতে হলে আমাদের পেজটিকে ফলো করবেন।।
Follow: Itz Nazmul

৬ মিনিটের বেশি সময় অন্ধকারে থাকবে পৃথিবী🌎🌏 বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী। বিরল সূর্যগ্রহণের ফলে ত...
22/07/2025

৬ মিনিটের বেশি সময় অন্ধকারে থাকবে পৃথিবী🌎🌏

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী।
বিরল সূর্যগ্রহণের ফলে তিনটি মহাদেশের বিভিন্ন অংশে ছয় মিনিটেরও বেশি সময় ধরে অন্ধকার নেমে আসবে।
তিনটি মহাদেশের কিছু অংশ জুড়ে একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে চলেছে পৃথিবী। যা এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেখা দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের একটি।

গালফ নিউজ জানিয়েছে, ২০২৭ সালের ২রা আগস্ট হতে যাওয়া এই গ্রহণটি ছয় মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে পৃথিবী থেকে দৃশ্যমান দীর্ঘতম গ্রহণ হতে যাচ্ছে এটি। জ্যোতির্বিজ্ঞানী, আকাশ পর্যবেক্ষক এবং সাধারণ মানুষ জীবনে একবারই সাক্ষী হতে পারবে এমন দৃশ্যের।

বেশিরভাগ পূর্ণগ্রাস গ্রহণ তিন মিনিটেরও কম সময় স্থায়ী হয়। তাই এই দীর্ঘ সময়কাল সৌর করোনার দীর্ঘ পর্যবেক্ষণ সত্যিকার অর্থে এক অদ্ভুত দৃশ্য দেখার সুযোগ করে দেবে।

আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে সূর্যগ্রহণটি শুরু হবে এবং পূর্ব দিকে অগ্রসর হবে। স্পেস ডট কমের মতে, প্রায় ২৫৮ কিলোমিটার প্রশস্ত এই গ্রহণটি দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মধ্য মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়া অতিক্রম করে চাগোস দ্বীপপুঞ্জের কাছে ভারত মহাসাগরের ওপর দিয়ে শেষ হবে।

মিশরের লুক্সরের মতো শহরগুলো ছয় মিনিটেরও বেশি সময় ধরে সম্পূর্ণ অন্ধকার থাকবে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়া এবং আটলান্টিক মহাসাগরে মতো এলাকা, যেখানে সাধারণত আগস্ট মাসে পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া থাকে সেখান থেকে স্পষ্টভাবে এই গ্রহণ দেখা যাবে।

বিজ্ঞানীরা বলছেন, এই ঘটনার সময় পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী বিন্দু অ্যাপেলিয়নের কাছাকাছি থাকবে যার ফলে সূর্য আকাশে কিছুটা ছোট দেখাবে। এদিকে, চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দু পেরিজিতে থাকবে তাই চাঁদকে কিছুটা বড় দেখাবে।

ফাইনালি গে পাওয়া গেছে 😂   ভাই রে ভাই  Anonymous Main Page  তুই আমার স্ক্রিপ্ট কেমনে পাইলি 😵‍💫
21/07/2025

ফাইনালি গে পাওয়া গেছে 😂 ভাই রে ভাই Anonymous Main Page তুই আমার স্ক্রিপ্ট কেমনে পাইলি 😵‍💫

বন্ধুরা ChatGPT কে বললাম একটা script লিখে দিতে এটা কি লিখে দিলো 😭😂 কেউ কপি করবা না আমার স্ক্রিপ্ট। কপি করলে আপনি গে 😁😂

সাহারার বালুর নিচে লুকানো ছিল এক বিশাল দৈত্য!প্রায় ৮২ ফুট লম্বা, ৫০০ কেজি ওজনের সাপের কঙ্কাল পাওয়া গেছে সাহারা মরুভূমির...
21/07/2025

সাহারার বালুর নিচে লুকানো ছিল এক বিশাল দৈত্য!

প্রায় ৮২ ফুট লম্বা, ৫০০ কেজি ওজনের সাপের কঙ্কাল পাওয়া গেছে সাহারা মরুভূমির ধারে!
বিজ্ঞানীরা বলছেন, এই সাপটি জীবিত থাকলে হয়তো পুরো উটকে এক চাপে গিলে ফেলতে পারত!

প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, এটি কোনো সাধারণ সাপ ছিল না।
এর খুলির গঠন, দীর্ঘ বিষদাঁত এবং দানবীয় দেহ বলছে,
এটি ছিল এক ভয়ংকর শিকারি, যে হয়তো বড় স্তন্যপায়ী প্রাণীকেও শিকার করত।

এই সাপের কঙ্কাল সাহারার বালির নিচে হাজার বছর ধরে চাপা পড়ে ছিল।
যখন এটা আবিষ্কার হয়, তখন অনেকেই বিশ্বাস করতে পারছিল না –
এমন সাপ বাস্তবে ছিল, তা শুধু গল্প বা পুরাণে নয়!

গবেষকরা ধারণা করছেন, সাহারার প্রাচীন অধিবাসীরা হয়তো এই সাপকে দেখেছে।
কেউ হয়তো ভয় পেয়ে পূজা করত, কেউ হয়তো মনে করত এটা
রাক্ষস, দেবতা বা অশুভ শক্তির প্রতীক।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো –
এই আবিষ্কার প্রমাণ করছে যে সাহারা একসময় শীতল ও প্রাণবৈচিত্র্যে ভরপুর অঞ্চল ছিল,
যেখানে শুধু বালি নয়, ছিল রোমাঞ্চ, রহস্য আর দৈত্যাকার প্রাণীর রাজত্ব।
Follow: Itz Nazmul 🤝🏻

মাত্র ঘুম থেকে উঠলাম সময়  ২০/০৭/২৫ রবিবার । কিন্তু আমার পুরো শরীল ঘামে ভিজে আছে!   অনেক ভয়ানক একটা   দুঃস্বপ্ন দেখলাম। ব...
20/07/2025

মাত্র ঘুম থেকে উঠলাম সময় ২০/০৭/২৫ রবিবার । কিন্তু আমার পুরো শরীল ঘামে ভিজে আছে! অনেক ভয়ানক একটা দুঃস্বপ্ন দেখলাম। বেশি কিছু মনে করে লিখতে পারছি না। শুধু মনে পড়ছে বড় একটা ফ্যাক্টরি নাকি সঠিক মনে করতে পারছি না! আগুন লেগেছে চারদিকে অনেক হইচই আগুনে পোড়া মানুষ কাঁন্নাকাটি । আহ্হ্হঃ স্বপ্নটা যেন স্বপ্নই থেকে যাই। 😭

বন্ধুরা ChatGPT কে বললাম একটা script লিখে দিতে এটা কি লিখে দিলো 😭😂 কেউ কপি করবা না আমার স্ক্রিপ্ট। কপি করলে  আপনি গে 😁😂
19/07/2025

বন্ধুরা ChatGPT কে বললাম একটা script লিখে দিতে এটা কি লিখে দিলো 😭😂 কেউ কপি করবা না আমার স্ক্রিপ্ট। কপি করলে আপনি গে 😁😂

নতুন প্রযুক্তির ফাইবার অপটিক্যালের মাধ্যমে জাপান প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট বা ১,২৭,৫০০ গিগাবাইট (GB) ডেটা ১,৮০২ কিলোমি...
19/07/2025

নতুন প্রযুক্তির ফাইবার অপটিক্যালের মাধ্যমে জাপান প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট বা ১,২৭,৫০০ গিগাবাইট (GB) ডেটা ১,৮০২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত প্রেরণ করতে সক্ষম হয়েছে। এটি পূর্ববর্তী সব ইন্টারনেট স্পিড রেকর্ড ভেঙে দিয়েছে। এই গতির ইন্টারনেট স্পিড দিয়ে মাত্র চার মিনিটেরও কম সময়ে সম্পূর্ণ ইন্টারনেট আর্কাইভ ডাউনলোড করা সম্ভব, যা একটি অভাবনীয় সাফল্য।

এই অসাধ্য সাধন করেছে জাপানের National Institute of Information and Communications Technology (NICT)। তারা নতুন ধরনের একটি অপটিক্যাল ফাইবার ব্যবহার করেছে, যার ব্যাস মাত্র ০.১২৫ মিলিমিটার, অথচ এটি প্রচলিত ফাইবারের চেয়ে ১৯ গুণ বেশি ডেটা প্রেরণে সক্ষম।

তাদের উদ্ভাবিত এই ইন্টারনেট স্পিড যুক্তরাষ্ট্রের গড় ইন্টারনেট গতির চেয়ে প্রায় ৪০ লক্ষ গুণ বেশি। এমনকি এই গতিতে নেটফ্লিক্সের পুরো ক্যাটালগ ১ সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা সম্ভব।

বিশ্বব্যাপী ইন্টারনেট ডেটার চাহিদা দিন দিন বাড়ছে। সেই প্রেক্ষাপটে এই প্রযুক্তি ভবিষ্যতে একটি অতুলনীয় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ দূরত্বে উচ্চক্ষমতার এবং স্কেলযোগ্য অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম তৈরিতে। (বিজ্ঞান্বেষী)

লেখা: ইয়াছিন খন্দকার
Itz Nazmul

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Itz Nazmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share