WWE fanzone

WWE fanzone "Parvez is my life, my heart, my soul, my world.

He is my peace of mind, my serenity, my life partner, the reason behind my happiness, my every joy, my everything — my beloved Parvez." 💖

31/10/2025

Relation এ প্রথম দিকে কিন্তু কারো কোনো কাজের চাপ থাকে না৷🙂

25/10/2025

কিছুই চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া 😭💔

- প্রিয় জিনিস জোর করে হলেও নিজের করো, কারন পুনঃজন্ম তো আর হবে না!'😌🌸
03/10/2025

- প্রিয় জিনিস জোর করে হলেও নিজের করো, কারন পুনঃজন্ম তো আর হবে না!'😌🌸

29/09/2025

ভালোবাসা আমার নদীর মতো—বাহিরে শান্ত, ভেতরে অশেষ টান আর আকর্ষণ

14/09/2025

তুমি যাকে পেয়ে অবহেলা করছো, তাকেও কেউ তীব্র 'ভাবে চেয়েও পায়নি.!😔

12/09/2025

যদি বিশ্বাস করো তাহলে চিন্তা মুক্ত থাকো, আমি মরে যাবো তবুও কখনো ছেড়ে যাবো না.! I Promised

10/09/2025

।যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না। তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে। জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না। কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়।

10/09/2025

সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।

যে আমাকে পেলে আর দ্বিতীয় কাউকে চাইবে না..।তার প্রতি আমার এক আকাশ পরিমাণ ভালোবাসা জন্মাক..।
07/09/2025

যে আমাকে পেলে আর দ্বিতীয় কাউকে চাইবে না..।
তার প্রতি আমার এক আকাশ পরিমাণ ভালোবাসা জন্মাক..।

31/08/2025

ভালোবাসার মানুষের ছোট ছোট অবহেলা আর গুরুত্বহীনতা কলিজা ছিঁড়ে ছিদ্র করে দেয় 😭। সত্যিই ভীষণ কষ্ট হয়… এই সময়টা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তবুও কেউ আমাকে মানসিক শান্তি দেয় না—বরং আরও বেশি অবহেলা করে 💔। প্রতিদিন আমি কাঁদি, মন খারাপ করি, অপেক্ষা করি… এভাবেই সময় চলে যাচ্ছে, অথচ আমার পাশে কেউ নেই। নিজের সাথে নিজের লড়াই, কেউ কষ্ট পেলেও ফিরে তাকায় না… শেষ পর্যন্ত নিজের দুঃখ নিজেকেই সান্ত্বনা নিতে হয় 😭।

31/08/2025

আমার চোখের পানির কোনো মূল্য তার কাছে নেই। আমি কাঁদলেও, আঘাত পেলেও তার খারাপ লাগে না 😔। আমার অভিমান সে বোঝে না, আমার অপেক্ষারও তার কাছে কোনো মূল্য নেই। তবুও আমি পড়ে থাকি, শুধু একটু ভালো কথা শোনার অপেক্ষায় 😔💔। এ কি তবে ভালোবাসা বলে??!! 😭

“আমার না বলা কথাগুলো যদি কেউ বুঝত, আমার ছোট্ট ছোট্ট চাওয়াগুলো যদি কেউ গুরুত্ব দিত, তাহলে আমার থেকে সুখী এই পৃথিবীতে আর ক...
31/08/2025

“আমার না বলা কথাগুলো যদি কেউ বুঝত, আমার ছোট্ট ছোট্ট চাওয়াগুলো যদি কেউ গুরুত্ব দিত, তাহলে আমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ হতো না।😔😔😭😭💔💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when WWE fanzone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share