Rahmat-er Rong

  • Home
  • Rahmat-er Rong

Rahmat-er Rong পথপ্রদর্শক গল্প

রাসূলুল্লাহ (সা.) বলেন:"আল্লাহ যাকে ধৈর্য দান করেন, সে নিশ্চয়ই কল্যাণ লাভ করে। ধৈর্যের মতো কোনো বড় ও উত্তম দান কাউকে দ...
20/05/2025

রাসূলুল্লাহ (সা.) বলেন:
"আল্লাহ যাকে ধৈর্য দান করেন, সে নিশ্চয়ই কল্যাণ লাভ করে। ধৈর্যের মতো কোনো বড় ও উত্তম দান কাউকে দেওয়া হয়নি।
সহীহ বুখারী, হাদিস ১৩০২:

18/03/2025
গাজার উত্তরে ত্রাণ কার্যক্রমে নিয়োজিত একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সাংবাদিক ও আলোকচিত্রীসহ কমপক্ষে ন...
15/03/2025

গাজার উত্তরে ত্রাণ কার্যক্রমে নিয়োজিত একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সাংবাদিক ও আলোকচিত্রীসহ কমপক্ষে নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সময় এই নৃশংস হামলা চালানো হয়। ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে।

মা ছাড়া দুনিয়া অন্ধকার হয়ে যায়, মা থাকলে সব কষ্ট সহজ হয়ে যায়। মা-ই আমাদের সবচেয়ে বড় নিয়ামত।
22/02/2025

মা ছাড়া দুনিয়া অন্ধকার হয়ে যায়, মা থাকলে সব কষ্ট সহজ হয়ে যায়। মা-ই আমাদের সবচেয়ে বড় নিয়ামত।

22/02/2025

পুরো পৃথিবী চমকে গিয়েছে এমন দৃশ্য দেখে।

আজ হামাসের কাছ থেকে ৬জন বন্দী মুক্তি পায়। মুক্তির মঞ্চে দাঁড়িয়ে শত শত লাইভ চ্যানেলের সামনে আল কাসসাম ব্রিগেড এর দুজন সদস্যের মাথায় চুমু খায়।

এই দৃশ্য দেখার পর নিশ্চয়ই সত্যপ্রিয় মানুষের আর কিছু বুঝতে বাকি থাকবে না।

পৃথিবীর অন্য কোনও ধর্ম বা সংস্কৃতির লোকেরা এমন কোনও ঘটনার স্বাক্ষর রাখতে পেরেছে? পারে নি। কী অবাক কাণ্ড! বন্দী ব্যক্তি তাকে বন্দীকারীদের কপালেই চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ! এ যেন বদরের যুদ্ধ বন্দীদের সাথে সাহাবীদের আচরণের পুনরাবৃত্তি।

19/02/2025

আল্লাহর কাছে আমাদের যত চাওয়া আছে, তার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে সঠিক পথে চলতে পারা। কারণ সঠিক পথের গন্তব্য হচ্ছে জান্নাত।

16/02/2025

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: "যে ব্যক্তি ইমান ও ইছতিসাবের সাথে রমযান মাসের রোজা রাখে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেয়া হয়।"
(সহীহ বুখারি, হাদিস নং ৩৫৮৮)

13/02/2025

রাতের ইবাদতের (তাহাজ্জুদ) ফজিলত অনেক গুরুত্বপূর্ণ

✅ রাতের ইবাদত আল্লাহর সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি।
✅ এটি পাপ মোচনের এবং দোয়া কবুল হওয়ার বড় সুযোগ।
✅ এটি জান্নাতের পথে অগ্রসর হওয়ার অন্যতম মাধ্যম।

আপনি যদি নিয়মিত করতে না পারেন, তবে সপ্তাহে ২-৩ দিন বা অন্তত মাসে কয়েকবার চেষ্টা করতে পারেন। দুই রাকাত দিয়েই শুরু করুন, ইনশাআল্লাহ বরকত অনুভব করবেন!

আলহামদুলিল্লাহ ❤️
12/02/2025

আলহামদুলিল্লাহ ❤️

12/02/2025

তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয়, এবং এটি আত্মার প্রশান্তি আনে। আপনি যদি সুযোগ পান, তবে # দুই রাকাত হলেও পড়তে পারেন, ইনশাআল্লাহ অনেক বরকত পাবেন।

হতাশ হবেন না, আল্লাহ আপনার কথা যেকোনো অবস্থাতেই সরাসরি শুনেন। তাঁর কাছেই ফিরে আসুন, ক্ষমা চান, প্রার্থনা করুন আপনার উজ্জ...
12/02/2025

হতাশ হবেন না, আল্লাহ আপনার কথা যেকোনো অবস্থাতেই সরাসরি শুনেন। তাঁর কাছেই ফিরে আসুন, ক্ষমা চান, প্রার্থনা করুন আপনার উজ্জ্বল দ্বীন-দুনিয়ার জন্য।
🖊️

যে একটি দু'আ আপনার সকল সমস্যা দূর করবে তা হলো সত্যিকার অর্থে আল্লাহর নিকট আন্তরিক ক্ষমাপ্রার্থনা করা। কারণ, আপনি যখন আল্...
12/02/2025

যে একটি দু'আ আপনার সকল সমস্যা দূর করবে তা হলো সত্যিকার অর্থে আল্লাহর নিকট আন্তরিক ক্ষমাপ্রার্থনা করা। কারণ, আপনি যখন আল্লাহর নিকটে ক্ষমাপ্রাপ্ত হবেন, তখন আপনার অবাধ্যতার কারণে যেসব রিজিক থেকে বঞ্চিত হতেন সেগুলো নাযিল হতে থাকবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahmat-er Rong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share