Proochar - প্রচার

Proochar - প্রচার "Your Personal BRAND is what people say, when you are not in the room" - Jeff Bezos.

Prochar is a next-gen Personal Branding agency empowering Gen Z students to be BOLD, be SEEN in Campus Crowd 🦅

অনেকদিনের চিন্তাচেতনার পরে- বাংলাদেশে প্রথমবারের মতো আমরা নিয়ে এসেছি সাপ্তাহিক প্রিমিয়াম পার্সোনাল ব্র্যান্ডিং নিউজলেটার...
29/10/2025

অনেকদিনের চিন্তাচেতনার পরে- বাংলাদেশে প্রথমবারের মতো আমরা নিয়ে এসেছি সাপ্তাহিক প্রিমিয়াম পার্সোনাল ব্র্যান্ডিং নিউজলেটার - প্রচার পত্র !

বাংলাদেশে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য একটাই গন্তব্য আমরাই। তবে এই প্রিমিয়াম নিউজলেটার একদম ফ্রিতে পড়তে পারবেন লিংকডইনে। লিংক কমেন্টে- সাবস্ক্রাইব করে কেমন ফিল দিচ্ছে- অবশ্যই জানাবেন।

বর্তমানের ডিজিটাল দুনিয়ায় - এটেনশন হলো সবচেয়ে বড় কারেন্সি !💸ভাবো তো, তুমি যথেষ্ট স্কিলড বা এক্সপিরিয়েন্সড। তুমি সেটাকে ন...
28/10/2025

বর্তমানের ডিজিটাল দুনিয়ায় -
এটেনশন হলো সবচেয়ে বড় কারেন্সি !💸

ভাবো তো, তুমি যথেষ্ট স্কিলড বা এক্সপিরিয়েন্সড। তুমি সেটাকে নিয়ে বসে আছো, সোস্যাল মিডিয়ায় তা নিয়ে কথা বলতে ভয় পাচ্ছো। আ্রর অন্যদিকে তোমার আশেপাশেই মানুষ সুযোগ কেড়ে নিয়ে বিন্দাস ঘুরছে।

এভাবে কি ক্রেডিবিলিটি আর অপরচুনিটি পাওয়া যায় ? 🙉

এই কম্পিটেটিভ দুনিয়ায় সবচেয়ে বড় হাতিয়ার হলো - ডিজিটাল এটেনশন। এটিকে যে গ্র্যাব করতে পারছে, গেইন করছে- গ্রহণযোগ্যতা, সুযোগ, ইনফ্লুয়েন্স আর মনিটাইজেশনের সুযোগ।

আজকে থেকে নিজের স্কিলকে ভ্যালু দিতে ৩টি কাজ করো -

১) একটা হার্ড স্কিলে ফোকাস করে একদম ইনডেপথ যাও।

২) সেটা শিখে- একটা প্রজেক্ট বানিয়ে ফেসবুকে আপলোড করে একটা পোস্ট দাও- Hey Hi, today I tried to make a Promotional graphics card of a Exclusive Hair Care Oil. How's that ? দেখবে অনেকে এসে তোমাকে এপ্রিসিয়েট করবে/ যারা জানেন- তারা এসে ভুল ধরিয়ে দিবেন। তুমি আরো শিখবে, বাট তোমার ব্র্যান্ড ইমেজ মানুষের মাথায় গেথে যাবে লাইক- এই ব্যক্তি গ্রাফিক্স ডিজাইন হালকা পাতলা হলেও পারে/ বা শিখছে।

৩) এই একটা নিয়েই আগে ইনডেপথ আগাও, নিজের ব্র্যান্ড প্রোফাইল বিল্ড করো এবং মানুষকে কনফিউজড করো না। ফোকাস অন একটা স্কিল ফার্স্ট। এবার আস্তে আস্তে তুমি শিখতে শিখতে মনিটাইজেশনের পথে নিয়ে যেতে পারবে। এমনও হতে পারে তোমাকে কোনো একটা প্রজেক্টের সেই স্কিলের লিড দেয়া হলো। হয়ে গেলো না ইনফ্লুয়েন্স আর লিডারশীপ ?

শুরু করো এখনি, নয়তো নিজের সুযোগ অন্যের কাছে চলে যেতে দেখে হায়হায় করো ।

ডিগ্রী এখন এভারেজ হয়ে গেছে। প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী অনার্স পাস করে মার্কেটে নামছে। তোমার ব্যাচমেট, টিমমেট, ক্লাবমেটর...
13/10/2025

ডিগ্রী এখন এভারেজ হয়ে গেছে। প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী অনার্স পাস করে মার্কেটে নামছে। তোমার ব্যাচমেট, টিমমেট, ক্লাবমেটরাও তোমার সাথেই মার্কেটে নামছে। আবার অন্য ইউনিভার্সিটির তোমার ব্যাচমেটরাও আছে না ? তাহলে তোমার কম্পিটিশন লেভেল তুমি বুঝতে পারছো ? 🫨

বুঝতে একটু সময় লাগবে ঠিক, তবে একদম গ্র্যাজুয়েশনের শেষ প্রান্তে গিয়েই বুঝবা - " আসল মার্কেট সিচুয়েশন কি।" ⏱

এই ক্রাউডের মধ্যেও তোমার আশেপাশে খেয়াল করলে দেখবে অনেকেই এগিয়ে যাচ্ছে। ক্যাম্পাসে কাজ করছে, ভলান্টিয়ারিং করছে, ভালো নেটওয়ার্কিং করছে, সোস্যাল মিডিয়াকে দারুণ্ভাবে ইউস করছে, নিজের একটা সলিড ইউনিক ব্র্যান্ড ইমেজ বানিয়ে মানুষের মাথায় সেট করে দিচ্ছে - " আমি এই, আমি এইটা এইটা পারি " 😎

ভাবো তো - তুমি ক্যাম্পাসে থাকতেই একটা স্কিলে সুপার ফোকাস দিলা এবং পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করলা। আর গ্র্যাজুয়েশনের আগে কোথাও চাকরির জন্য এপ্লাই করলা- সাথে সাথে এতো এতো ক্যান্ডিডেট থাকতে তোমাকেই বেছে নিলো। দারুণ না ব্যাপারটা?
কারণ - তোমার ইউনিক ডিজিটাল ব্র্যান্ড ইমেজ।🤩

এখন তুমিই ভেবে দেখো- যাস্ট একটা ডিগ্রী সার্টিফিকেট নিয়ে বের হবে ? নাকি ক্যাম্পাসে থাকতেই- একটা ইউনিক ডিজিটাল ব্র্যান্ড ইমেজ নিয়ে বের হবে, যাকে ক্যাম্পাসে তো সবাই চিনেই, সাথে মার্কেটেও।
ডিসিশন তোমার ! 🫵

আর দেরি কিসের ? ২০০+ শিক্ষার্থী তোমাদের থেকে এগিয়ে গেছে তাদের নিজ নিজ ফিল্ডে। কারণ ?তারা জানে- পার্সোনাল ব্র্যান্ডিং কি,...
08/10/2025

আর দেরি কিসের ? ২০০+ শিক্ষার্থী তোমাদের থেকে এগিয়ে গেছে তাদের নিজ নিজ ফিল্ডে। কারণ ?

তারা জানে- পার্সোনাল ব্র্যান্ডিং কি, কিভাবে ব্র্যান্ড ইমেজ বানাতে হয়, কিভাবে স্ট্র্যাটেজিক্যাল নেটওয়ার্কিং করতে হয়, কিভাবে সোস্যাল মিডিয়ায় নিজের পারসোনালিটি এবং ব্র্যান্ড ইমেজ ধরে রাখতে হয় এবং পার্সোনাল গ্রুমিং কিভাবে মেইন্টেইনও করতে হয়।

তুমি হয়তো এগুলোর নাম শুনেছো বা শুনো নি, কারণ কেউ তোমাকে বলে নি, বলবেও না। কারণ কেউ চায় না- তুমি ক্যাম্পাসের ভিড়ে হিরো হয়ে উঠো।

এখুনি সিট বুক করো ব্যাচ ৪ এ।
মাত্র ৫০টি লিমিটেড সিট, বুকিং লিংক কমেন্টে

29/09/2025
Prochar - প্রচার promoted Employability Masterclass by Futurenation at Daffodil International University. 🦅🙌✨
25/09/2025

Prochar - প্রচার promoted Employability Masterclass by Futurenation at Daffodil International University. 🦅🙌✨

Prochar - প্রচার is receiving the token of appreciation for Industry Academia Collaboration Summit by Daffodil Internati...
24/09/2025

Prochar - প্রচার is receiving the token of appreciation for Industry Academia Collaboration Summit by Daffodil International University! ✨

Thank you organiser Career Development Center (CDC), title sponsor Pubali Bank Limited and many more other reputed companies for arranging this superb programme and Prochar will always beside 🦅❤️

Prochar - প্রচার চেয়েছিলো সেই ক্যাম্পাস সিনিয়র হয়ে উঠতে, যিনি তার ওর্ডিনারি জুনিয়রদেরকে-  কিভাবে " এক্সট্রাওর্ডিনারি ক্য...
21/09/2025

Prochar - প্রচার চেয়েছিলো সেই ক্যাম্পাস সিনিয়র হয়ে উঠতে, যিনি তার ওর্ডিনারি জুনিয়রদেরকে- কিভাবে " এক্সট্রাওর্ডিনারি ক্যাম্পাস স্টার" হয়ে উঠা যায়, তার একটা প্র‍্যাক্টিক্যাল, গাইডেড এবং ভিশনারী স্টেপগুলো শিখাবে হাতে কলমে। 🎯

ক্যাম্পাসে পারসোনাল ব্র‍্যান্ডিং ওয়েবিনার - আমাদের সেই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটি ইতোমধ্যে দেশে সারা ফেলে দিচ্ছে। ✊

২০০+ শিক্ষার্থী আমাদেরকে বিশ্বাস করেছেন, আমাদের এই বোল্ড যাত্রায় যুক্ত হয়েছেন পুরো বাংলাদেশ থেকে। 🇧🇩

" You maybe super skilled, I will care it last. When you are getting requited - I will watch for your Personality First....
20/09/2025

" You maybe super skilled, I will care it last. When you are getting requited - I will watch for your Personality First. We will nurture you, we will make you Organisation fit. But if you have that Learning and Development Personality - you will win "

- Md Abdul Quayyum, Head of Communication, UNDP Bangladesh.

🌟 Exciting News! প্রচার জয়েন করেছে UNDP- Futurenation এর স্কলারশিপ এওয়ার্ডিং সেরিমোনির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে প্রোমোশন ...
18/09/2025

🌟 Exciting News!

প্রচার জয়েন করেছে UNDP- Futurenation এর স্কলারশিপ এওয়ার্ডিং সেরিমোনির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে প্রোমোশন পার্টনার হিসেবে।

আয়োজন করছে - Career Development Center (CDC), Daffodil International University তে শনিবার ঠিক ১২টায় " ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে " ⏰

সেল্ফ গ্রোথের প্রশ্নে-
প্রচার সবসময় সবখানে 🖐️❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Proochar - প্রচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category