13/10/2025
ডিগ্রী এখন এভারেজ হয়ে গেছে। প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী অনার্স পাস করে মার্কেটে নামছে। তোমার ব্যাচমেট, টিমমেট, ক্লাবমেটরাও তোমার সাথেই মার্কেটে নামছে। আবার অন্য ইউনিভার্সিটির তোমার ব্যাচমেটরাও আছে না ? তাহলে তোমার কম্পিটিশন লেভেল তুমি বুঝতে পারছো ? 🫨
বুঝতে একটু সময় লাগবে ঠিক, তবে একদম গ্র্যাজুয়েশনের শেষ প্রান্তে গিয়েই বুঝবা - " আসল মার্কেট সিচুয়েশন কি।" ⏱
এই ক্রাউডের মধ্যেও তোমার আশেপাশে খেয়াল করলে দেখবে অনেকেই এগিয়ে যাচ্ছে। ক্যাম্পাসে কাজ করছে, ভলান্টিয়ারিং করছে, ভালো নেটওয়ার্কিং করছে, সোস্যাল মিডিয়াকে দারুণ্ভাবে ইউস করছে, নিজের একটা সলিড ইউনিক ব্র্যান্ড ইমেজ বানিয়ে মানুষের মাথায় সেট করে দিচ্ছে - " আমি এই, আমি এইটা এইটা পারি " 😎
ভাবো তো - তুমি ক্যাম্পাসে থাকতেই একটা স্কিলে সুপার ফোকাস দিলা এবং পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করলা। আর গ্র্যাজুয়েশনের আগে কোথাও চাকরির জন্য এপ্লাই করলা- সাথে সাথে এতো এতো ক্যান্ডিডেট থাকতে তোমাকেই বেছে নিলো। দারুণ না ব্যাপারটা?
কারণ - তোমার ইউনিক ডিজিটাল ব্র্যান্ড ইমেজ।🤩
এখন তুমিই ভেবে দেখো- যাস্ট একটা ডিগ্রী সার্টিফিকেট নিয়ে বের হবে ? নাকি ক্যাম্পাসে থাকতেই- একটা ইউনিক ডিজিটাল ব্র্যান্ড ইমেজ নিয়ে বের হবে, যাকে ক্যাম্পাসে তো সবাই চিনেই, সাথে মার্কেটেও।
ডিসিশন তোমার ! 🫵