Islami kotha

29/06/2025

নিশ্চয়ই! নিচে সূরা আল-ফাতিহা (সূরা ১)-এর আরবি, বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ দেওয়া হলো:

---

🕋 সূরা আল-ফাতিহা (সূরা নম্বর: ১)

মোট আয়াত: ৭

---

📖 আরবি পাঠ:

1. بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

2. ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

3. ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

4. مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

5. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

6. ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

7. صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ

---

📖 বাংলা উচ্চারণ:

1. বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

2. আলহামদু লিল্লাহি রাব্বিল ‘আলামীন

3. আর্‌রাহ্‌মানির রাহীম

4. মালিকি ইয়াওমিদ্‌-দীন

5. ইইয়্যাকা না‘বুদু ওয়া ইইয়্যাকা নাস্‌তা‘ইন

6. ইহ্‌দিনাস্‌ সিরাতাল মুস্তাকীম

7. সিরাতাল্লাযীনা আন‘আমতা ‘আলাইহিম, গাইরিল মাগ্‌দুবি ‘আলাইহিম ওয়ালাদ্দাাল্লীন

---

📖 বাংলা অর্থ:

1. পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ্‌র নামে।

2. সমস্ত প্রশংসা আল্লাহ্‌রই যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক।

3. তিনি পরম করুণাময়, অতি দয়ালু।

4. বিচার দিবসের একমাত্র মালিক।

5. আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই।

6. আমাদের সরল পথ দেখাও।

7. সে সকল লোকের পথ, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে, এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

---

✨ বিশেষ বৈশিষ্ট্য:

এটি কুরআনের প্রথম সূরা, এবং প্রতিদিনের নামাজে অপরিহার্য।

23/06/2025

Watch, follow, and discover more trending content.

23/06/2025

কিসের শিয়া কিসের সুন্নি কিসের হানাফী কিসের মাজাবি আমার ধর্ম ইসলাম আমি এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত

21/05/2025

বিপদ কেটে গেলে মানুষ অহংকারী ও উৎফুল্ল হয়ে উঠে"
সূরা হুদ, আয়াত - ১০

যে দোকানেই থাকবে কোক!সেই দোকানই বয়কট হোক!
12/04/2025

যে দোকানেই থাকবে কোক!
সেই দোকানই বয়কট হোক!

১২ তারিখ, শনিবার৷ সোহরাওয়ার্দী উদ্যান। বিকেল ৩ টা। মাযলুম উপত্যকার মানুষগুলোর জন্য একসাথে হচ্ছে আপামর জনতা।নির্যাতিত ভাই...
11/04/2025

১২ তারিখ, শনিবার৷ সোহরাওয়ার্দী উদ্যান। বিকেল ৩ টা। মাযলুম উপত্যকার মানুষগুলোর জন্য একসাথে হচ্ছে আপামর জনতা।

নির্যাতিত ভাই-বোন আর সন্তানদের জন্য আপনার কন্ঠস্বরকে উচ্চকিত করতে, শনিবারে চলে আসুন সোহরাওয়ার্দী মাঠে।

১২ তারিখ, শনিবার৷ সাহস ছড়াক দূর্নিবার 💚

মুসলিম আর্মি জেগে উঠ, ফিলিস্তিন  মুক্ত কর।
10/04/2025

মুসলিম আর্মি জেগে উঠ, ফিলিস্তিন মুক্ত কর।

রা'ফা'হ শেষ হয়ে গেছে, উত্তর গা'জা শেষ হয়ে গেছে! চারদিক দিয়ে পথ বন্ধ। আল্লাহ তা'আলার সরাসরি সাহায্য ছাড়া আর কোনো পথ নেই...
06/04/2025

রা'ফা'হ শেষ হয়ে গেছে, উত্তর গা'জা শেষ হয়ে গেছে! চারদিক দিয়ে পথ বন্ধ। আল্লাহ তা'আলার সরাসরি সাহায্য ছাড়া আর কোনো পথ নেই!

ইয়া রব, আপনি অভিভাবক হিসেবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান!😭🤲🏻

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।
আল্লাহ তায়ালা আপনিই মাজলুমের সহায়ক হন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category