25/01/2025
পরিসর ১ম সংখ্যা আজ থেকে বাজারে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ১ম সংখ্যা অন্তত মাসের শুরুর দিকে থাকলে ভালো হতো, জানি, তবে বিভিন্ন কাজবাজ গুছিয়ে নিতে একটু সময় লেগে গেছে। আশা করি ২য় সংখ্যা যথাসময়েই বাজারে থাকবে ইনশাআল্লাহ।
৩২ পৃষ্ঠার ম্যাগাজিনটি ১০ টাকায় কেনা যাবে। যারা ফরম পূরণ করেছেন তাদের ১ম ১০০ জন পাবেন সৌজন্য উপহার; সৌজন্য উপহার থাকবে লেখকদের জন্যও।
অনেকেই অনেক প্রত্যাশা ব্যক্ত করেছেন, ভয় হয় আপনাদের না আবার নিরাশ হতে হয়! আমরা আপাতত সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি নিয়মিত প্রতি মাসে ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি সংখ্যা প্রকাশ করতে, গুণগত মান আশা করি সময়ের সাথে সাথে উত্তরোত্তর বৃদ্ধি পাবে—আমাদের অভিজ্ঞতার সাথে সাথে..
পরিসরের সাথেই থাকুন!
পড়ুন, লিখুন, ছড়িয়ে দিন!
পরিসর । এক সৃষ্টির আধার