শখের হাঁড়ি

শখের হাঁড়ি আপনার শখ পূরণের 'পণ্য' সেরা ও সুলভে দেয়াই আমাদের অঙ্গীকার।

15/08/2024

Bhawal Raj Shashan Math | Joydebpur | Gazipur | A Historical Palace

Beautiful Bangladesh

14/08/2024

প্রশান্তি ❤️

14/08/2024

কুয়াকাটা সমুদ্র সৈকত
Beautiful Bangladesh

13/08/2024

Tillandsia usneoides | Moss Tillandsia | Plant care

এই গাছটির নাম টিল্যান্ডসিয়া অ্যাসনিওডিস বা স্প্যানিশ মস। গাছটা আপনারা অনেকেই শখ করে কেনেন আবার মেরেও ফেলেন। অথচ কিছু সহজ টিপস্ ফলো করলেই কিন্তু এই গাছটি খুব সহজেই চাষ করতে পারবেন। এটি যেহেতু একটা এয়ার প্ল্যান্ট এর জন্য মাটি না লাগলেও সঠিক পরিমাণে আলো বাতাস এর জন্য খুব জরুরী। এই গাছটিকে এমন জায়গায় ঝুলিয়ে রাখুন যেখানে প্রচুর আলো আসে এবং বাতাস চলাচল করে। একদম ঘরের ভিতরে অন্ধকার জায়গায় রাখা যাবে না। কারণ এদের রংটা যেহেতু সাদা এদের ভিতর ক্লোরোফিল টা কম সেইজন্য আপনারা একে একটু লাইট আছে সেরকম জায়গায় রাাখবেন। তবে ভুল করেও রোদে রাখবেন না। রোদ পেলেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই গাছটির কালারটা কখনও কখনও চেঞ্জ হবে। এখন যেমন দেখছেন সিলভার কালার। আর শীতের সময় দেখবেন একটু গ্রীন ভাব চলে আসবে। গ্রীণ ভাব চলে আসা মানে তখন এর গ্রোথ ভালো হয় আর বর্ষাতেও গ্রোথ হয়। তবে গরমের সময় একটু ব্রাউন ব্রাউন ভাব থাকে সে সময় একটু জল বেশি লাগবে।
আপনি প্রত্যেকদিন একবার জল স্প্রে করে দিন। অথবা প্রত্যেকদিন একবার বালতির জলে চুবিয়ে ৫-১০ মিনিট রেখে আবার ঝুলিয়ে রাখুন। এই গাছগুলোতে কীটনাশক লাগে না। তবে মাঝে মধ্যে একটু ফাঙ্গি সাইডটা স্প্রে করে দিলে ভালো হয়। আর কোন কোন সময় যে গুলো পুরনো হবে ব্রাউন ব্রাউন ভাব চলে আসে সেগুলো খুলে ফেলে দিলেন বা, একটু ছেড়ে দিলেন। যেমন আমরা গাছের পাতা শুকিয়ে গেলে ছিড়ে ফেলে দেই। আর এই গাছগুলো আপনি আপনার পছন্দ মতো টবে সাজিয়ে রাখতে পারবেন। যেমন আপনি চাইলে শুধু মাত্র তারে পেচিয়ে রাখতে পারেন কিংবা, প্লাস্টিক, বেত, বাঁশ বা কাচের ছোট টবের মধ্যে রেখে তার দিয়ে ঝুলিয়ে রাখতে পারেন। আচ্ছা এই গাছটা ভালো রাখার খুব সহজ আর একটা টিপস হচ্ছে ৪-৫ লিটার পানিতে এক চিমটি এনপিকে দিয়ে তার মধ্যে এটাকে আপনি 5 মিনিট ধরে ডুবিয়ে রেখে দিন। তারপর তুলে এটিকে নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে রাখুন। এভাবে সপ্তাহে একবার করে এনপিকে সার দিন।
যারা সহজ পরিচর্যার গাছ খুঁজছেন তার এই গাছটি চাষ করে আনন্দ পাবেন।

13/08/2024

13/08/2024

শুভ সকাল ❤️
Beautiful Bangladesh

12/08/2024

Beautiful Bangladesh

12/08/2024
11/08/2024

Tillandsia usneoides | Moss Tillandsia

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when শখের হাঁড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শখের হাঁড়ি:

Share

Category