JIS Islamic Life

JIS Islamic Life পরিবর্তন টা হোক শুধু রবের জন্য..🚶‍♂️🌸🌏

20/03/2025
20/03/2025

মানুষ হয়ে মানুষ কে ঠকাইয়েন না ভাই। সময় একদিন সবকিছু ফিরিয়ে দিবে। প্রকৃতি বড়ই নিষ্ঠুর সে তার কোনো দেনা পাওনা পরিশোধ না করে ছাড়ে না। আজকে হয়তো তোমার দিন কিন্তু এ সময় পরিবর্তন হইতেও খুব বেশি সময় লাগবে না 😊🌍
#সময় #মানুষ ⏳

গুনাহের ভয়াবহতা একের পর এক গুনাহ করতে থাকলে -• কুরআন আমাকে ছেড়ে চলে যায়।• তাহাজ্জুদ আমাকে ছেড়ে চলে যায়।• আল্লাহর ভয়ও আম...
06/03/2025

গুনাহের ভয়াবহতা

একের পর এক গুনাহ করতে থাকলে -

• কুরআন আমাকে ছেড়ে চলে যায়।
• তাহাজ্জুদ আমাকে ছেড়ে চলে যায়।
• আল্লাহর ভয়ও আমাকে ছেড়ে চলে যায়।
• আল্লাহর যিকির আমাকে ছেড়ে চলে যায়।
• তারপর মানসিক প্রশান্তি হারিয়ে যায়।
• আমার সলাতে শৈথিল্য দেখা দেয়।
• কিছুদিন পর সলাতও ছুটে যেতে থাকে।
• একের পর এক দুঃখ-দুশ্চিন্তা এসে আমাকে গ্রাস করতে থাকে।
• জীবন ও জীবিকা থেকে বরকত উধাও হয়ে যায়।
• স্থায়ী মানসিক অস্থিরতা দেখা দেয়।
• সহজ কাজও কঠিন হয়ে যায়।

গুনাহ এক ভয়ংকর মহামারী!

~ শাইখ আতীক উল্লাহ
(আরবী থেকে সংযোজিত ও পরিবর্ধিত)

সুপুরুষ তাদের দৃষ্টির হিফাজতের ব্যাপারে থাকে সদা সচেষ্ট, এবং আদর্শ নারীরা হয় তাদের লজ্জাশীলতার ব্যাপারে চিন্তাশীল।- উম্ম...
06/03/2025

সুপুরুষ তাদের দৃষ্টির হিফাজতের ব্যাপারে থাকে সদা সচেষ্ট, এবং আদর্শ নারীরা হয় তাদের লজ্জাশীলতার ব্যাপারে চিন্তাশীল।

- উম্মুল আরওয়াহ্

#শেষ_জামানা #রমজান #সিজদাহ

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, আমিন।
05/03/2025

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, আমিন।

সত্যি এমন কাওকে পাওয়া ভাগ্যের বেপার🥰   #শেষ_জামানা  #রমজান
05/03/2025

সত্যি এমন কাওকে পাওয়া ভাগ্যের বেপার🥰

#শেষ_জামানা #রমজান

গায়রত কী?সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।এটাই গায়রত।একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।এখনকার সময়ের পুর...
04/03/2025

গায়রত কী?
সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!
আল্লাহুম্মাগফিরলী..!

ঘটনা ১
একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?
তিনি উত্তর দিলেন:
" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"
[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

ঘটনা ২
মক্কার এক মুশরিক তার উটকে জবেহ
করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?
আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।
তখন লোকটি বললো,
এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,
তাই এই উটই আমি রাখবো না।
একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!
আর আমাদের ভাই- বোনদের কি দশা??
আস্তাগফিরুল্লাহ্

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾
আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!
সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)
স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী
আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,
অনেকে গায়রত কি সেটাও জানেনা
হায় আফসোস!

এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।
হায় আফসোস!
এই উম্মার পুরুষরা আজ জানেই না
গায়রত কী?
মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম।
বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা
গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।
ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে।
আল্লাহুম্মা আমীন..!🤲
-সংগৃহীত।

দুঃখ-কষ্ট ব্যক্তির হৃদয়কে শাস্তি দেয় বটে,কিন্তু তাকে দু'আ করতে শিখায়, তাকে মানুষের থেকে সঙ্গহীন করে দেয় এবং রবের সান্নিধ...
03/03/2025

দুঃখ-কষ্ট ব্যক্তির হৃদয়কে শাস্তি দেয় বটে,কিন্তু তাকে দু'আ করতে শিখায়, তাকে মানুষের থেকে সঙ্গহীন করে দেয় এবং রবের সান্নিধ্যে নিয়ে যায়। ~ সংগ্রহীত

#শেষ_জামানা

Address

Wireless Gate, Mohakhali
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when JIS Islamic Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share