26/10/2025
পার্থক্য টা কই" ভাই জানেন?
আপনার হাতের কাপ ৫ টাকা।
আপনার বন্ধুর হাতের কাপ ১২০ টাকা।
চাইলেই তাল মিলিয়ে চলা যায় না রে ভাই।
এই বয়স টা বন্ধুর গাড়িতে ঘুরার জন্য না,এসি
রেস্টুরেন্টে খাবার খেয়ে খাবারের ফেসবুক
গ্রুপে রিভিউ ঠিকই দিতাছেন ভাই।
কিন্তু আপনার বাবা রিক্সা ভাড়া বাঁচিয়ে, দুপুরের খাবার টা
রাস্তার মা-বাবার দোয়া হোটেলে ৩০ টাকায় সেরে
নিয়েছেন।
হয়তো আপনার কোনো বন্ধুর মাসিক পকেট খরচ
আপনার বাবার বেতনের সমান।
তাহলে আপনি কোন সাহসে তার সাথে তাল মিলিয়ে
চলতে চান?
দোষ টা আপনার না দোষ টা আমাদের গুরুজনদের।
কারণ তারাই শিখিয়েছেন সবার সাথে তাল মিলিয়ে
চলতে হবে।
এটা বললেও ভুল হবে।দোষ টা আমার আপনার।
কারণ আমরা উলটা মানে বের করে নিয়েছি।
গুরুজনেরা বলে লাইফ ইজ এ রেস।
কিন্তু সেটা স্থানভেদে।
আপনি,আমি এই কথাটা যেখানে দরকার তার
বিপরীতে ব্যবহার করছি।
বর্তমান সময় টা হচ্ছে
বাবা হেটে চলুক ছেলের পাছার নিচে বাইক
লাগবে।
মা এর নিজস্ব ফোন নেই অথচ এইটে পড়া
ছেলের হাতে ১০হাজার টাকার দামী ফোন।
বাসায় শুক্রবারে ডাটার তরকারি ভাত।কিন্তু
ছেলেমেয়ে রেস্টুরেন্টে ২০০ টাকার ১ পিস
মুরগী খাচ্ছে।
অথচ ২০০ টাকায় পুরো পরিবার ভাত-মাংস খেতে
পারতো।
এতোকিছুর পরেও থামিনি আমরা।
এক মাস আগে আমি দেখেছিলাম একটা মেয়ে তার
মা কে বলছে "তোমাকে নিয়ে রাস্তায় বের
হতে আমার লজ্জা লাগে,কি পরে আসছো?আমার
বন্ধুরা দেখলে কি ভাববে?"
অথচ এই মা কয়েক বছর আগে রাস্তায় তার মেয়ে
ক্ষুধায় কান্না করলে নিজের স্তন থেকে দুধ
খাওয়াতে লজ্জা পায় নি।
ঈদের / পূজার সময় যে বাবা-মা নিজে কিছু না কিনে
আপনাকে নতুন কাপড় কিনে দিয়েছেন।সেই নতুন
কাপড় পরে তাকে নিয়ে রাস্তায় বের হতে আপনার
লজ্জা লাগে।
হায়রে!
ভাই এতো কিছু কার টাকায় করেন?
বন্ধু-বান্ধব নিয়ে নিশ্চয় ঘুরতে যান,রেস্টুরেন্টে
খাবার খেতে যান,গল্প করেন।
আচ্ছা ভাই এইসব কিছু বাবা-মার সাথে করেছেন
কখনো?
কখনই কি বলছেন আম্মা আব্বা রেডি হও একটু
ঘুরে আসি?
চলো আজ আমি তোমাদের বাইরে খাওয়াবো?
আর ভাই জেনারেশান গ্যাপ টা একটু ভাবেন।
আপ্নিও একদিন তাদের মতোই হবেন আপনার
ছেলে-মেয়ের কাছে।
আসুন একটু পাল্টাই।
বন্ধুকে বন্ধুর জায়গায় রাখুন,না হয় পরিবারে।
আর পরিবারের কেউ হলে সে নিশ্চই আপনার
ব্যাপারে ওইসব কিছু ভাববে না।
জীবন প্রতিযোগিতার না।
জীবন উপলব্ধির।
জীবন ভুল শোধরানোর।
©সংগৃহীত