25/08/2025
আজ আমার ভাইয়ের ছেলের জন্মদিন।😍
ও যখন জন্ম নিলো, তখন আমার মেয়ে আমার পেটে (৫ মাস)। কিন্তু মা হওয়ার প্রথম অনুভূতিটা আমি পেয়েছিলাম ওকে কোলে নেয়ার পরেই। মনে হয়েছিল, এই তো আমি মা হয়ে গেলাম।💝
ও এক সপ্তাহ আমাদের বাড়িতে ছিল। আমিও তখন বাবার বাড়িতেই ছিলাম। রাতে অনেক কান্নাকাটি করতো। মেয়ে পেটে থাকা সত্ত্বেও আমি ওকে কোলে নিয়ে হাঁটতাম। ভাবির মা আমাকে দিতে চাইতেন না—যদি পেটে লাথি দেয়! কিন্তু আমার কেন জানি মনে হতো, একটু কোলে নিলে ও শান্ত হয়ে যাবে। শান্ত হতো না, তবুও আমি চেষ্টা করতাম, কারণ বুকের ভেতরে এক অদ্ভুত টান কাজ করতো।
আজ ওর বয়স ৩ বছর। বাস্তবতার কাছে হার মেনে আমি ওর থেকে অনেক দূরে আছি। তবুও মনের ভেতর সবসময় অন্যরকম এক হাহাকার কাজ করে। মনে হয়, কবে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরবো, আদর করে বলবো— “আব্বু সোনা”।
ও আমাকে ডাকে “ময়না, ও ময়না”—এটা আমার জীবনের সবচেয়ে মিষ্টি ডাক। বুকের ভেতরটা হুহু করে ওঠে। গত দুই বছর জন্মদিনে ওর সাথে ছিলাম, কিন্তু এবার থাকতে পারলাম না। ছেলেটার জন্য ভীষণ মন খারাপ করছে।
সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন—
ও যেন মানুষের মত মানুষ হয়, যেমনটা বলে একজন সত্যিকারের ভালো মানুষ।
✨ শুভ জন্মদিন আমার আব্বু সোনা, আমার ময়না
পাখিটা🥰