19/05/2025
Impulse Edu Care এর পক্ষ থেকে শুভেচ্ছা।
আমরা আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমাদের উত্তরসূরীদের জন্য কিছু করে যেতে চাই। প্রত্যন্ত এলাকার কোনো জ্ঞানপিপাসু শিক্ষার্থী যে চাইলেই আমাদের মত ভার্সিটি পড়ুয়া ছাত্রদেরকে শিক্ষক হিসেবে পেতে পারে না।
তাদের এই সমস্যা সমাধানের জন্যই আমাদের এই উদ্যোগ।
এখন থেকে নিয়মিত বাংলা, ইংরেজি, গণিত, ব্যবসায় শিক্ষার (সকল বিষয়) এর অধ্যায়ভিত্তিক আলোচনা করা হবে ভিডিওতে।
বিশেষ করে বাচ্চারা যেই বিষয়গুলাতে বারবার সমস্যার সম্মুখীন হয় সেগুলাই থাকবে আমাদের টার্গেট।
যদিও বর্তমানে এই ধরনের প্লাটফর্মের অভাব নেই তারপরও আমার দীর্ঘ ১২ বছরের ছাত্র পড়ানোর অভিজ্ঞতার আলো থেকে চেষ্টা করবো বেস্ট আউটপুট দিতে।
পেজটাকে ফলো করে সাথেই থাকুন,
আজ সন্ধ্যা ৬টায় Tense এর উপর ভিডিও আসছে।
আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসুন, ভিডিওগুলা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন।
একটা বাচ্চাও যদি আমার ভিডিও দেখে একটা শব্দ শিখে সেটাই আমার এই প্রচেষ্টার স্বার্থকতা। ধন্যবাদ
Mentor: Md Alamin BBA in Management Studies, MBA in HRM Jagannath University. Co-ordinator: Shoriful Sardar BBA in Management Studies, MBA in HRM Jagannath University.