Impulse Edu Care

Impulse Edu Care Get all your edu support in one channel

নরেন্দ্র মোদি ড. মুহম্মদ ইউনুসকে ইদের শুভেচ্ছা জানিয়ে প্রতিবেশি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের জন্য আহবান জানান। প্র...
08/06/2025

নরেন্দ্র মোদি ড. মুহম্মদ ইউনুসকে ইদের শুভেচ্ছা জানিয়ে প্রতিবেশি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের জন্য আহবান জানান। প্রতিউত্তরে ড. ইউনুস নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে আপ্রাণ চেষ্টার আশ্বাস প্রদান করেন।





for 5 years❤️

হাসনাতকে দেখলে অনেক কিছুই মনে আসে। পোলাডা একটা আগুন।বৃষ্টিতে ভিজে কুরবানির গোশত পৌছে দিচ্ছে আমাদের হাসনাত ❤️আল্লাহতাআলা ...
07/06/2025

হাসনাতকে দেখলে অনেক কিছুই মনে আসে।
পোলাডা একটা আগুন।
বৃষ্টিতে ভিজে কুরবানির গোশত পৌছে দিচ্ছে আমাদের হাসনাত ❤️
আল্লাহতাআলা ছেলেটাকে সুস্থ, সবল রাখুন, দীর্ঘায়ু দান করুন। আমিন


01/06/2025




30/05/2025

ক্লাসরুমের ভিডিও। শিক্ষক তখন বোর্ডে কিছু একটা লিখছেন। গভীর মনোযোগে ছিলেন। পেছনে কী হচ্ছে, খেয়াল করেন নি। সেই সুযোগ নিলো শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মধ্যে ছেলে-মেয়ে একসাথে পাশাপাশি বসেছে ক্লাসরুমে। এক মেয়ে জুতো এগিয়ে দিলো তার বন্ধুকে। সেই বন্ধু মেয়েটির জুতো হাতে নিয়ে বোর্ডে মনোযোগী শিক্ষককে জুতো দিয়ে মারতে গেল। ব্যাপারটা ওরা ফান করেছে। ফান এরকম যে, শিক্ষকের দিকে জুতো দেখানো নিয়ে ওরা হেসে মরছে। কেউ একজন ভিডিও করছে। সেই ভিডিও ছেড়ে দিয়েছে ইন্টারনেটে।

গতরাতে ভিডিওটা দেখেছি। পতনের অবস্থা দেখে কেঁপে উঠছি বারবার। এ কোনও বিদেশি স্কুলের ভিডিও না। আমাদের দেশের স্কুল, আমাদের বাচ্চাদের ক্লাসরুম।

আমাদের সময় দুনিয়া কাঁপানো মাস্তানেরাও দূর থেকে শিক্ষকের ছায়া দেখতে পেয়ে পালাতো। আর এখন? এই বাচ্চারা এই দেশকে কী দেবে? ক্রমাগত উন্নতি করছে দুনিয়ার অন্ধকারে থাকা দেশগুলোও। আর আমরা আলো থেকে ছিটকে পড়ছি তো পড়ছিই।

আমাদের সবকিছু ফান আর ফান। এত ফান যে, আরেক ভিডিও দেখে হতবাক। এক চিকিৎসক বাবা তার ঘুমন্ত মেয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন 'আরেক ব্যাডার বউরে পেলেপুষে বড় করতেছি'। সেই পোস্টে সবার হা হা। একজন শুধু লিখেছেন 'নিজের মেয়েকে নিয়ে এভাবে লিখলেন?' কমেন্টকারীকে ধুয়ে দিলো সকলে। আর কী বাকি থাকলো? বাবাও জানে না মেয়েকে নিয়ে কী লেখা যায়, কী লেখা যায় না।

ফানে ভরা জাতি, ফানের মধ্যে ডুবে থেকেই ধ্বংস হবে। এই আশঙ্কা এখন আর উড়িয়ে দেয়া যাচ্ছেই না।
© Lutfor Hasan

21/05/2025

Sentence & Case নিয়ে গুরুত্বপূর্ণ ৮ মিনিট

19/05/2025

Basic english class-1

Impulse Edu Care এর পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমাদের উত্তরসূরীদের জন্য কিছু করে যেতে চাই। প্...
19/05/2025

Impulse Edu Care এর পক্ষ থেকে শুভেচ্ছা।
আমরা আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমাদের উত্তরসূরীদের জন্য কিছু করে যেতে চাই। প্রত্যন্ত এলাকার কোনো জ্ঞানপিপাসু শিক্ষার্থী যে চাইলেই আমাদের মত ভার্সিটি পড়ুয়া ছাত্রদেরকে শিক্ষক হিসেবে পেতে পারে না।
তাদের এই সমস্যা সমাধানের জন্যই আমাদের এই উদ্যোগ।
এখন থেকে নিয়মিত বাংলা, ইংরেজি, গণিত, ব্যবসায় শিক্ষার (সকল বিষয়) এর অধ্যায়ভিত্তিক আলোচনা করা হবে ভিডিওতে।
বিশেষ করে বাচ্চারা যেই বিষয়গুলাতে বারবার সমস্যার সম্মুখীন হয় সেগুলাই থাকবে আমাদের টার্গেট।
যদিও বর্তমানে এই ধরনের প্লাটফর্মের অভাব নেই তারপরও আমার দীর্ঘ ১২ বছরের ছাত্র পড়ানোর অভিজ্ঞতার আলো থেকে চেষ্টা করবো বেস্ট আউটপুট দিতে।
পেজটাকে ফলো করে সাথেই থাকুন,
আজ সন্ধ্যা ৬টায় Tense এর উপর ভিডিও আসছে।

আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসুন, ভিডিওগুলা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন।
একটা বাচ্চাও যদি আমার ভিডিও দেখে একটা শব্দ শিখে সেটাই আমার এই প্রচেষ্টার স্বার্থকতা। ধন্যবাদ

Mentor: Md Alamin BBA in Management Studies, MBA in HRM Jagannath University. Co-ordinator: Shoriful Sardar BBA in Management Studies, MBA in HRM Jagannath University.

Address

Laxmibazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Impulse Edu Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share