Kaler Poriboton

Kaler Poriboton Kaler Poriboton

09/07/2025

""We are teachers, and we teach you how to kiss.""

একটি ভাইরাল ভিডিওতে গনহ*ত্যার অন্যতম হুকুমদাতা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীকে যেই পুলিশ অফিসার নিজের করা খুনের বর্ণনা দিচ্ছি...
13/08/2024

একটি ভাইরাল ভিডিওতে গনহ*ত্যার অন্যতম হুকুমদাতা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীকে যেই পুলিশ অফিসার নিজের করা খুনের বর্ণনা দিচ্ছিলেন তিনি হলেন ২৭ তম ব্যাচের পুলিশ ক্যাডার মোহাম্মদ ইকবাল হোসাইন। বর্তমানে মনে হয় ঢাকার ওয়ারীতে কর্মরত এডিসি হিসেবে।

ওই ভিডিওতে তাকে বলতে শুনা যায়,"গু*লি করে করে লা*শ নামানো লাগসে স্যার। গু*লি করি, মরে একটা, একটাই যায় স্যার। বাকিরা যায়না।"

২০২০ সালে মেজর সিনহা হ*ত্যার সময় সে কক্সবাজারে এএসপি হিসেবে কর্মরত ছিল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ২০২০ সালে তার বীরোচিত কর্মকান্ডের জন্য সে ২০২২ সালে এসে বিপিএম সেবা পদকের জন্য মনোনীত হয়।

13/08/2024

M. Sakhawat Hossain - আওয়ামী লীগকে আমি আশা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন। আওয়ামী লিগ কে ব্যান করা যাবে না, তবে জঙ্গী দল হলে সেটাকে Ban করা যাবে।

জনতা - পিলখানার সেনা গণহত্যা (৭৪ জন), শাপলা গণহত্যা (৩০০০+ জন), ২০২৪ এর ছাত্র গণহত্যা (২৫০০+ জন) + অসংখ্য গুম-খুন-গুপ্তহত্যা। এরপরেও যদি আওমী লীগকে আপনি জঙ্গি মনে না করেন তাহলে বলতেই হয়, আওয়ামী ভাইরাস আপনার মগজের অনেক গভীরে পচন ধরিয়েছে।

সাখাওয়াত সাহেব, হাজারো শহীদের রক্ত এখনও শুকায়নি, আর আপনি সেই হত্যাকারীদের পক্ষে মিনমিন করে কথা বলছেন! আপনি যে আওয়ামী লীগ কে রাজনৈতিক স্পেস দিতে চান, সে ক্ষমতায় এসে আবারো বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্রে পরিনত করবে না, সে নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন?

নাকি আপনি চান, আওয়ামী মাফিয়াদেরকে উৎখাত করার জন্য এদেশের জনতা বারে বারে বুকের তাজা রক্ত খরচ করবে আর আপনি সুযোগ সন্ধানীর মতো বারবার ক্ষমতার আসবেন?

আপনার উচিত ছিল গণহত্যাকারী আওয়ামী লীগকে কিভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়, সে ব্যাপারে চেষ্টা করা। সেটা না করে আপনি আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার জন্য উঠে পরে লেগেছেন।

জনাব সাখাওয়াত, আমাদেরকে বোকা ভাববেন না। ২০০৯ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার প্রধান কুশীলব ছিলেন আপনি, সেটা আমরা ভুলে যাইনি। তবে আমরা চেয়েছিলাম একটা ইনক্লুসিভ ইন্টেরিম গভর্ণমেন্ট, সে কারণেই সকল রাজনৈতিক দলের সাপোর্টারদেরকে এইখানে স্থান দেওয়া হয়েছে। অথচ আপনি সেটার সুযোগ নিয়ে লাজ-লজ্জার মাথা খেয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে আবারো পুনরুজ্জীবীত করার মিশনে নেমেছেন! শেম অন ইউ।

মিস্টার এম সাখাওয়াত, দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন! আপনার একাধিক বক্তব্য শহীদদের রক্তের সাথে বেইমানি করার প্রমাণ বহন করে! আমরা চাই আপনি অনতি বিলম্বে পদত্যাগ করে এই ইন্টেরিম গভর্নমেন্টকে কলুষমুক্ত করবেন।

- পিনাকী ভট্টাচার্য

চার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকাবড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অন্তত ৩৫ হাজার ক...
13/08/2024

চার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা

বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অন্তত ৩৫ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব ছিল

আন্তর্জাতিক মান অনুযায়ী, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে একেকটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আদর্শ ব্যয়মান প্রতি মেগাওয়াট ১ মিলিয়ন ডলারের কিছু বেশি, বর্তমান বিনিময় হারে যা ১২ কোটি টাকার সমপরিমাণ (প্রতি ডলারে ১১৮ টাকা ধরে)। সেই হিসেবে ১ হাজার ৩২০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্রে ব্যয় হওয়ার কথা ১৫ হাজার ৮৪০ কোটি টাকা। আর এ সক্ষমতার চারটি বিদ্যুৎ কেন্দ্রে ব্যয় হওয়ার কথা ৬৩ হাজার ৩৬০ কোটি টাকা।

যদিও সরকারের এসব প্রকল্পের নির্মাণ ব্যয়ের হিসাব অনুযায়ী, চারটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মোট প্রাক্কলিত ব্যয় ১ লাখ ২৪ হাজার ৯৯৮ কোটি টাকা। সেই হিসেবে চার বিদ্যুৎ কেন্দ্রে অন্তত ৬১ হাজার ৬৩৮ কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।

এক্স (আগের টুইটার) বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রদায়িক গুজবে প্লাবিত।গত 4 দিনে, গুজব স্ক্যানার টিম অন্তত 20 টি ভারতীয় অ্যা...
11/08/2024

এক্স (আগের টুইটার) বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রদায়িক গুজবে প্লাবিত।
গত 4 দিনে, গুজব স্ক্যানার টিম অন্তত 20 টি ভারতীয় অ্যাকাউন্ট দ্বারা ছড়িয়ে পড়া এই ধরনের গুজব সনাক্ত করেছে।
এই সাম্প্রদায়িক গুজবের প্রথম অংশে, মোট 10টি সত্য-নিরীক্ষা নীচে দেওয়া হয়েছে...

11/08/2024
যরা বলে ভারত আমাদের বন্ধু।
11/08/2024

যরা বলে ভারত আমাদের বন্ধু।

দেখুন টুইটারে কীভাবে প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। সদরঘাট থেকে ঈদে বাড়িতে যাওয়ার দৃশ্যকে বানিয়ে দিচ্ছে হাজার হাজার হিন্দু দেশ ছেড়...
11/08/2024

দেখুন টুইটারে কীভাবে প্রপাগাণ্ডা ছড়াচ্ছে।

সদরঘাট থেকে ঈদে বাড়িতে যাওয়ার দৃশ্যকে বানিয়ে দিচ্ছে হাজার হাজার হিন্দু দেশ ছেড়ে পালাচ্ছে।

11/08/2024

গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশ সুবিধা নিয়েছে, স্বৈরাচারকে মদদ দিয়েছে, দিল্লিতে গিয়া কান্নাকাটি করেছে। এক কথায় বিপুল ধান্দা করেছে, আর ভিক্টিমহুডের গল্প বলেছে। আচ্ছা হিসাব দেন তো, এই পুরো ডামাডোলে কয়জন হিন্দু মারা গেছেন?

শেখ হাসিনা বিদায় নেয়া আগে শত শত মানুষ খুন করেছে। আগের গুমখুনের হিসাব তো বাদই দিলাম! হিসাব দেন তো হিন্দু সম্প্রদায়ের লিডাররা কেউ প্রতিবাদ করেছে কিনা?
তারা এখন বিশ্বব্যাপী 'নির্যাতনের' প্রতিবাদ করছে করুক। অনেকে ভয় পেয়েছে- অনেক যায়গায় হুমকি দেয়া হয়েছে, হয়তো কেউ কেউ আক্রান্ত হয়েছে- যার ৭০ ভাগ ছিলো শেখ হাসিনার ঘনিস্ট দালাল।

আচ্ছা আরও হিসাব দেন- হিন্দু সম্পত্তি কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশী দখল করেছে?

হিসাব দেন, সাথিয়া রামু নাসিরনগরে দাঙ্গা বাধিয়েছিল কারা? বিশ্বজিতকে যে ছাত্রলীগের ক্যাডাররা 'শিবির' বলে খুন করেছিলো- হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রতিবাদ করেছিলেন?
কেবল মুসলমান সম্প্রদায়কে বাংলাদেশে সবসময় পরীক্ষা দিয়ে যেতে হবে যে তারা 'জঙ্গি না'? এই পরীক্ষায় আপনারা ফেলে রাখবেন সব সময়?

গোদি মিডিয়ার রসদ সরবরাহ করতে থাকলে তো বিপদ। এ দেশটাকে নিজের ভাবেন কিনা তা নিয়া আমাদের সন্দেহ বাড়ছে। দিল্লীর দালালি থামান! দেশে আর অস্থিরতা বাড়াইয়েন না! অপ্রিয় কথা বলার জন্য স্যরি।

- অধ্যাপক আল মামুন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা জোর-জবরদস্তি করে আমাদের গণভবনে ডেকে নিয়ে গেছে, আর ইনি (ড. ইউনূস) আসার সঙ্গে সঙ্গে আমাদের বাসায় আসছেন। এটাতো আ...
11/08/2024

শেখ হাসিনা জোর-জবরদস্তি করে আমাদের গণভবনে ডেকে নিয়ে গেছে, আর ইনি (ড. ইউনূস) আসার সঙ্গে সঙ্গে আমাদের বাসায় আসছেন। এটাতো আমাদের সৌভাগ্য।
-আবু সাঈদের ভাই রমজান আলী

11/08/2024

গোপালগঞ্জের অবস্থা কেমন কেউ কি বলতে পারেন

Address

Mirpur-1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Kaler Poriboton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaler Poriboton:

Share

Category