JERO points DOT-0.

JERO points DOT-0. সবসময় সত্য প্রচার করে থাকি ।

রক্তঝরা ঈদের চাঁদআজ আকাশে ঈদের চাঁদ উঠেছে। আমাদের আকাশে এই চাঁদ আনন্দের প্রতীক হলেও ভুমসাগরের পূর্ব তীরের পবিত্র ভূমিতে ...
30/03/2025

রক্তঝরা ঈদের চাঁদ

আজ আকাশে ঈদের চাঁদ উঠেছে।
আমাদের আকাশে এই চাঁদ আনন্দের প্রতীক হলেও ভুমসাগরের পূর্ব তীরের পবিত্র ভূমিতে তা শোকের সাক্ষী। আমরা নতুন পোশাক কিনে উৎসবের প্রস্তুতি নেই, আর মসজিদুল আকসার প্রাঙ্গনে আমাদেরই মত শিশুরা নিঃশব্দে দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদে—কারণ তার ছোট্ট ভাইটি আর কখনো নতুন জামা পরবে না, তার মা আর ঈদের রান্নায় ব্যস্ত হবে না, তার বাবা আর হাত ধরে নামাজে নিয়ে যাবে না।

ঈদের চাঁদ মানে খুশির বার্তা, অথচ সেই চাঁদ আজ রক্তে রাঙা। উপত‍্যকার শিশুগুলো আর হাসে না, তাদের চোখে আর ঈদের রঙিন আলো জ্বলে না। তারা শুধু দেখে ধ্বংসস্তূপ, শুনতে পায় চাপা কান্না, অনুভব করে হারিয়ে যাওয়া ভালোবাসার শূন্যতা।

যেখানে অন্য শিশুরা নতুন খেলনা পায়, ওরা সেখানে খেলার সাথী হারায়। যেখানে অন্য শিশুরা মিষ্টির স্বাদ নেয়, ওরা সেখানে বেঁচে থাকার জন্য এক টুকরো রুটির জন্য লড়াই করে। ঈদের দিনে বাবা-মাকে হারানো শিশুরা আর কার হাত ধরে ঈদের নামাজে যাবে?

এই চাঁদ তাদের জন্য আনন্দ নিয়ে আসে না, বরং মনে করিয়ে দেয় কত প্রিয় মুখ চিরতরে হারিয়ে গেছে। ঈদের চাঁদ আজ শোকগাঁথা হয়ে আকাশে ঝুলে থাকে, নীরব সাক্ষী হয়ে রয়ে যায় এক অব্যক্ত যন্ত্রণার।

তবুও শিশুরা চেয়ে থাকে আকাশের দিকে। হয়তো তারা খুঁজে ফেরে সেই মানুষগুলোর ছায়া, যারা তাদের ছেড়ে চলে গেছে। হয়তো তারা ভাবে, এই চাঁদ কি সত্যিই সবার জন্য সমান আলো ছড়ায়? নাকি কেউ কেউ শুধুই অন্ধকারের জন্য তৈরি?

ওই যে চাঁদ! দেখো, কীভাবে রক্তমাখা এক কাপড়ে বাঁধা! যেন এক নিষ্পাপ দেহ, যাকে দুই প্রান্তে বেঁধে শুইয়ে দেওয়া হয়েছে এক অনন্ত শূন্যতায়। অগণিত শিশুর দেহ আজ এমনই নিথর পড়ে থাকে ধুলোমাখা ধ্বংসস্তূপের নিচে, ভেঙে পড়া স্বপ্নের ধ্বংসাবশেষে। তাদের ছোট ছোট হাতগুলো খুঁজে ফেরে এক ফোঁটা শান্তি, খুঁজে ফেরে মায়ের কোমল স্পর্শ, বাবার উষ্ণ হাত।

ইতিহাস কি মনে রাখবে এই শিশুদের নাম? নাকি তাদের আর্তনাদ কেবল বাতাসে মিলিয়ে যাবে?

Faatiha Aayat

এই ছেলেটাকে যারা ট্রল করতাছে বা ভিডিও বানাচ্ছে তাদের এটা বুঝা উচিত এই ছেলেটা জানে এই গ্যা*ঞ্জা*মের মধ্যে তাকে যেকোনো সময...
27/01/2025

এই ছেলেটাকে যারা ট্রল করতাছে বা ভিডিও বানাচ্ছে তাদের এটা বুঝা উচিত এই ছেলেটা জানে এই গ্যা*ঞ্জা*মের মধ্যে তাকে যেকোনো সময় মে!রে ফেলতে পারে তারপরও সে বের হয়েছে কিন্তু সে বের না হলেও পারতো তার মানে বুঝা যায় এই ছেলেটা তার মৃত্যু বা তার জীবনের কোন পরোয়া করে না, এখানে তাকে বাহবা দেওয়াটাই মানায়। রাজনৈতিক কোন নেতা এরকম সংঘ*'র্ষের মধ্যে কখনো আসবে না কারণ তাদের জীবনের প্রতি মায়া আছে এবং সহমত পোষণকারী ঐ পোলাপানদের ছেড়ে দেয় যে তোরা ম"রে যা সে ক্ষেত্রে এই ছেলেটা হাজারগুন বেটার বেঁচে থাকলে নেতা হওয়ার ক্ষমতা এরাই রাখে!❤️

 #বেশ্যাবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামসাধুর নগরে বেশ্যা মরেছেপাপের হয়েছে শেষ,বেশ্যার লাশ হবে না দাফনএইটা সাধুর দেশ। জীবিত...
17/01/2025

#বেশ্যা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ,
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ।
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়,
হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,
বেশ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?
বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী,
তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছেয় খোদার খাসি।
আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মোসলমান!
বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ?
জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!
আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,
আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।
সত্যর আলো জলবে যখন চিনবে তোদের সবে,
লেবাশধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে।
এই ভাবে আর চালাবি কত ছল চাতুরীর খেলা।
আসবে তিনি, এবার তোদের বিদায় নেবার পালা।।।

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতি মারা যায়, কিন্তু একটা প্রাণী মরে না। 🍁প্রাণীটির নাম ঘোড়া। সাপের কামড়ে কোনদিন ...
12/01/2025

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতি মারা যায়, কিন্তু একটা প্রাণী মরে না। 🍁

প্রাণীটির নাম ঘোড়া। সাপের কামড়ে কোনদিন ঘোড়া মরে না। তিনদিন অসুস্থ থাকে। তারপর সুস্থ হয়ে যায়। আর এই ঘোড়া থেকে আসে দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক anti venom

কোনএকটি সাপ, ধরেন কিং কোবরা’র anti venom তৈরি করতে হলে যা করা লাগে তা হল, ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হয়। একগাঁদি পরিমাণ ঢুকালেও সমস্যা নেই। ঘোড়ার কিছু হবে না। কিছু হবে না বলতে, ঘোড়া মরবে না।

ঘোড়া তিনদিন অসুস্থ থাকবে। এরপর সুস্থ হয়ে যাবে। এই তিনদিনে ঘোড়ার রক্তে ওই সাপের বিষের anti venom তৈরি হয়ে গেছে।

এবার ঘোড়ার শরীর থেকে কিছু পরিমাণ রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয়। সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টি ভেনাম আলাদা করা হয়। এরপর তা প্রক্রিয়াজাত করে বাজারে পাঠানো হয়।

মানুষ’কে সাপে কামড়া’লে ডাইরেক্ট ইনজেকশন দিয়ে পুশ করা হয়।

খোদ ইন্ডিয়াতে গাদা গাদা অ্যান্টি ভেনাম প্রস্তুতকারক কোম্পানি আছে। পালের পর পাল ঘোড়া তাদের মূল সম্বল। ঘোড়া না থাকলে সাপের কামড় খেয়ে মানুষের আর বাঁচা লাগত না। এক ছোবলে ডাইরেক্ট উপরে।

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?" 💚

(সূরাহ আর-রহমান,আয়াত-১৩)
সংগৃহীত

গা*জা পোড়াতে চেয়েছিলো যারা রবের হুকুমে পুড়ছে তারা। আগুনে জ্বলছে অশ্লিলতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া। আল্লাহ বলেনঃ ...
10/01/2025

গা*জা পোড়াতে চেয়েছিলো যারা
রবের হুকুমে পুড়ছে তারা।
আগুনে জ্বলছে অশ্লিলতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া।

আল্লাহ বলেনঃ انهم يكيدون كيدا واكيد كيدا
তারা কৌশল অবলম্বন করে, আমিও কৌশল অবলম্বন করি। (সূরা ত্ব-রিক)
তিনি আরো বলেনঃ ان بطش ربك لشديد
নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। (সূরা বুরুজ)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when JERO points DOT-0. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share