Chatmohar News

Chatmohar News চাটমোহর❤️ personal news page

শিক্ষা শহর রাজশাহী বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি ৭৭.৬৩%। এটা আমাদের গর্বের বিষয় ❤️
10/07/2025

শিক্ষা শহর রাজশাহী বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি ৭৭.৬৩%। এটা আমাদের গর্বের বিষয় ❤️

SSC Result Chatmohar Upazila
10/07/2025

SSC Result Chatmohar Upazila

05/06/2025

😢

😢😢😢
31/05/2025

😢😢😢

চাটমোহরে বড়াল নদীর পাড়
থেকে শিশুর মরদেহ উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের মন্ডলপাড়া বড়াল নদীর পাড় থেকে পাঁচ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার ( ৩১ মে ) সকাল সাতটার দিকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুটি হলো গুনাইগাছা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কমল মন্ডলের ৫ মাস বয়সি মেয়ে সোহাগী মন্ডল।
এ খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত সোহাগের পিতা কমল মন্ডল জানান,সকাল ছয়টার দিকে তার স্ত্রী শ্রাবন্তী মন্ডল শিশু সোহাগীকে বিছানায় ঘুমিয়ে রেখে বাইরে খড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে তার বিছানায় নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বড়াল নদীর পাড়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। কমল মন্ডল দাবি করেন তার মেয়েকে ঘরে থেকে কেউ নিয়ে গিয়ে হ*ত্যা করে নদীর পাড়ে ফেলে রেখেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক তদন্ত কাজ শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।

30/05/2025

😢😢

29/05/2025

আল্লাহ উপকূল বাসীদের হেফাজত করুন 😢😢

❤️
29/05/2025

❤️

🤔😢😢
28/05/2025

🤔😢😢

দৈনিক চলনবিল (২৮/০৫/২৫ বুধবার)
চাটমোহরে ৩ যুবতীর আত্মহত্যার চেষ্টা।। একজনের মৃত্যু

বিশেষ প্রতিবেদক
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিন যুবতী বুধবার সকালে বিভিন্নভাবে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় এক যুবতীর মৃত্যু হলেও অপর দুজন আশঙ্কা মুক্ত। বিষয়টি নিয়ে বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে চাটমোহর উপজেলায়। বিষয়টি নিয়ে অনেকেরই মনে নানা প্রশ্নের উদয় হয়েছে।

চাটমোহর থানা সূত্রে জানা যায়, বুধবার ২৮ মে সকালে পৌর সদরের ছোট শালিখা মহল্লায় আব্দুস সালামের মেয়ে আরজিনা (২৫) পারিবারিক কলহের জেরে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শেষে ডাক্তাররা জানায় তিনি আশঙ্কা মুক্ত। অপরদিকে গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল এলাকার ইসমাইল হোসেনের মেয়ে নুপুর (২০) পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ডাক্তাররা জানান তিনিও আশঙ্কা মুক্ত।
নিমাইচড়া ইউনিয়নের পারমাঝগ্রাম এলাকার গহের আলীর মেয়ে সাবিতা (১৭) একই দিন সকাল দশটার দিকে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে ডাবের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নেয়। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে চাটমোহর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া শুরু করে। এ বিষয়ে চাটমোহর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঘটনাগুলোর সাথে কারো কোন সম্পৃক্ততা না থাকলেও একই দিনে তিন যুবতীর আত্মহত্যার চেষ্টা চাটমোহর বাসীকে চিন্তিত করে তুলেছে। চাটমোহরের সুধী সমাজ মনে করেন, ঘটনাগুলোর সাথে একে অন্যের কোন যোগসূত্র আছে কিনা তা তদন্ত করে দেখার দরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

#আত্মহত্যা
#যুবতী
#চাঞ্চল্যকর
#চাটমোহর

চলনবিলে বর্ষার আগমন
25/05/2025

চলনবিলে বর্ষার আগমন

😥😢
24/05/2025

😥😢

24/05/2025

আপনারাই কিছু বলেন🤔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chatmohar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share