
11/06/2025
🇧🇩 বাংলাদেশ ফুটবলের “দ্য ওয়াল” -তারেক কাজী! 🧱⚽
যখন রক্ষণভাগ টালমাটাল, যখন প্রতিপক্ষের আক্রমণ আগুন হয়ে নামে; ঠিক তখনই দেয়াল হয়ে দাঁড়িয়ে যান এক নির্ভরতার প্রতীক, আমাদের তারেক কাজী।
কেউ বলেন “বাংলাদেশের চিনের প্রাচীর”, কেউ বলেন “দ্য ওয়াল” নামে কিছু যায় আসে না, কারণ মাঠে তিনি শুধু একজন ডিফেন্ডার নন, তিনি একজন যোদ্ধা!
ফিনল্যান্ড থেকে এসেও যিনি বুকভরা ভালোবাসা নিয়ে লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন, তাঁর খেলার মধ্যে আছে প্যাশন, দায়িত্ববোধ আর এক অবিচল প্রতিজ্ঞা—বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
🔴🟢 আজ তারেক কাজী মানে ভরসা, মানে আত্মবিশ্বাস, মানে দেশের ফুটবল নতুন এক স্বপ্নের ঠিকানা!
স্যালুট চ্যাম্পিয়ন! 🇧🇩 তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি।
#লালসবুজেরযোদ্ধা #গর্বেরতারেক