Campus News 24 Bd

Campus News 24 Bd News
Education
Information

07/07/2025

📢 ১৮তম NTRCA ভাইভা উত্তীর্ণ প্রার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন

আজ ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা রাস্তায় নেমেছেন ন্যায্য দাবিতে।
সম্প্রতি হাইকোর্টের দেওয়া এমন একটি আদেশের প্রতিবাদে, যেখানে অযোগ্যদের পাশ করানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে — উত্তীর্ণরা এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন।

🎓 আমরা মেধায় পাস করেছি — এখন আমাদের চাকরি আমাদের অধিকার।
✊ অটোপাশ নয়, বিচার চাই।
📢 শিক্ষা ব্যবস্থায় ন্যায্যতা ও মেধার মূল্যায়ন চাই।

---

📢 Human Chain by Qualified 18th NTRCA Viva Candidates

In protest of the recent High Court order that may allow failed candidates to pass the viva, successful NTRCA candidates held a peaceful human chain today.
They urge the government to uphold fairness, take lawful action, and begin recruitment without delay.

✅ Merit must be respected.
✅ No to Auto Pass. Yes to Justice.

---

🔖

05/07/2025

⚠️ এবার আর চুপ নয়! পাশকৃত NTRCA প্রার্থীরা মাঠে নেমেছে!

ভাইভায় ব্যর্থ প্রার্থীরা যখন অটোপাশের জন্য হুমকি, বিশৃঙ্খলা ও রাজনৈতিক চাপ প্রয়োগে ব্যস্ত—তখন ৬০,০০০+ যোগ্য ও পাশকৃত প্রার্থীরা এবার ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে।

🎓 আমরা পরীক্ষা দিয়েছি, ভাইভা দিয়েছি, পাস করেছি — এখন চাকরি আমাদের অধিকার।
কিন্তু সেই অধিকার আটকে আছে কিছু ব্যর্থ প্রার্থীর অযৌক্তিক দাবির কারণে।

🔥 এই ভিডিওতে দেখা যাবে, কিভাবে পাশকৃত প্রার্থীরা শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানাচ্ছে।
📢 এটাই শুরু — যোগ্যদের সম্মান রক্ষার আন্দোলন।

👉 মেধার পক্ষে, বিশৃঙ্খলার বিরুদ্ধে
👉 হুমকির বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে

---

#অটোপাশনয়_ন্যায়চাই #পাশকৃতদেরঅধিকার িয়োগ

04/07/2025

যদি ফেল করা পরীক্ষার্থীদের পাস করানো হয়, তাহলে মনে রাখতে হবে—
১. ১৬তম, ১৭তম থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব প্রার্থী ভাইভা দিয়েছে এবং ফেল করেছে, তারা প্রশ্ন তুলবে—“আমরা কেন সনদ পেলাম না?” তারা এ বিষয়টি নিয়ে রাস্তায় নামবে এবং আন্দোলন গড়ে তুলবে।

২. যদি ভাইভার কোনো মূল্য না থাকবে, তাহলে ৮ মাস সময় ধরে প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থীর ভাইভা নেওয়ার প্রয়োজন কী ছিল? তখন তো সরাসরি সবার সনদ দিয়েই দেওয়া যেত। এখন ৮ মাস সময়ক্ষেপণের ফলে অনেকের বয়স ৩৫ বছরের বেশি হয়ে গেছে। তারা প্রশ্ন করবে—“এই সনদ দিয়ে আমরা এখন কী করব?” ফলে তারাও রাস্তায় নামবে।

৩. প্রতি বছর যদি ভাইভার মূল্যায়ন বাদ দেওয়া হয় বা এর কোনো গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে যারা ফেল করবে তারাই প্রতিবাদ করবে, আন্দোলন গড়ে তুলবে।

৪. যদি দেখা যায়, কোনো বোর্ডে মাত্র একজন পাস করেছে, আর অন্য বোর্ডে ২৮ জন পাস করেছে, তাহলে প্রশ্ন উঠবে—এই বৈষম্য কেন? উদাহরণস্বরূপ, কোনো স্কুলে ৩০ জন ছাত্রের মধ্যে ২৯ জন ফেল করেছে, অথচ অন্য কোনো স্কুলে ৩০ জনই পাস করেছে। তাহলে বোর্ডের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। কেউ বলবে, বোর্ড ইচ্ছাকৃতভাবে ফেল করিয়েছে।

৫. যদি কোনো ফেল করা পরীক্ষার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পায়, তাহলে সে শিক্ষার্থীদের কী শেখাবে? সে হয়তো বলবে—“টেনশন করো না, ফেল করলেও পাস হওয়া যায়! বোর্ড ঘেরাও করলেই সনদ মেলে।” এ ধরনের মানসিকতা যদি শিক্ষকতার জায়গায় যায়, তাহলে শিক্ষা ব্যবস্থার মৌলিক ভিত্তিই ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা এই ধরনের শিক্ষা দিচ্ছি কীভাবে?

৬. যেকোনো সরকারি বা বেসরকারি চাকরিতে যখন ২০–৩০টি পদের জন্য ৩০০–৫০০ জনকে ভাইভার জন্য ডাকা হয়, তখন ভাইভায় অনেকে বাদ পড়ে। তারা তখন প্রশ্ন করবে—“আমরা তো প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, ভাইভাও দিয়েছি, তাহলে আমাদের চাকরি দেওয়া হলো না কেন?” তারাও রাস্তায় নামবে এবং আন্দোলনে যুক্ত হবে।

৭. যদি বাংলাদেশে ভাইভার গুরুত্ব কমে যায় বা বাতিলের পর্যায়ে যায়, তাহলে সকল চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি ও রিটেন পরীক্ষায় উত্তীর্ণরা রাস্তায় নামবে, সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টি করবে এবং দাবি করবে—“ভাইভা অর্থহীন, আমাদের সরাসরি নিয়োগ দিতে হবে।”

৮. এই ধরনের অবস্থা চলতে থাকলে দেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। কারণ, তখন আমরা ভবিষ্যৎ প্রজন্মকে শিখাচ্ছি—“কীভাবে ফেল করেও পাস হতে হয়।” এটি একটি ভয়ংকর শিক্ষা।

৯. এভাবে চলতে থাকলে NTRCA-এর নীতিমালার কোনো মূল্য থাকবে না। কেউ আর নীতিমালা মেনে চলবে না, এবং এটি এক সময় কেবল কাগুজে নিয়মে পরিণত হবে।

১০. BCS বা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাইভা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এখানে কেউ যদি ভাইভায় ফেল করে, তাহলে তাকে অযোগ্য হিসেবেই বিবেচনা করা হয়। এখন যদি কেউ বলে—“আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি, অথচ আমাকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে”—তাহলে প্রমাণ কী? ভাইভা তো ভিডিও রেকর্ড হয় না। তাই সে রাস্তায় নামবে এবং বলবে, “ভাইভায় অনিয়ম হয়েছে।” অথচ প্রকৃত সত্য হতে পারে—সে হয়তো একটি প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেনি।

১১. যদি ফেল করা পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হয়, তাহলে তারা বলবে—“NTRCA আমাদের ইচ্ছাকৃতভাবে ফেল করিয়েছিল। আমাদের রিটেন ও ভাইভা নম্বর কমিয়ে দেওয়া হয়েছিল।” তারা এই অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের চেষ্টা করবে। ফলে NTRCA-এর গৌরব, সম্মান ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

১২. যদি “কারিগরি ত্রুটি” নামে একজন ফেল করা প্রার্থীকে পাস করানো হয়, তাহলে বাকি ৬০ হাজার পাস করা পরীক্ষার্থী ঘরে বসে থাকবে না। তারা ১৮তম নিবন্ধনের মতো আবারও রাস্তায় নেমে আসবে।

১৩. ভাইভা বোর্ডে কখনো কখনো প্রার্থীর পোশাক-আশাক, কথাবার্তার ভঙ্গি, আত্মবিশ্বাস, শারীরিক ভাষা, বিষয়বস্তু বোঝার দক্ষতা ইত্যাদি পর্যালোচনা করা হয়। কেউ কেউ ভাইভা প্রশ্ন ঠিকমতো ধরতে পারে না, কেউ কেউ উত্তরের সময় থরথর করে কাঁপে। যারা ভাইভা নিয়েছেন, তারা যদি মনে করেন—প্রার্থী শিক্ষক হওয়ার যোগ্য নয়, তবে তাকে ফেল করান। সেই প্রার্থী যদি শিক্ষক হয়, তাহলে সে ক্লাসে শিক্ষার্থীদের কী শেখাবে?

১৪. প্রতিবারেই অল্প সংখ্যক পরীক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়। এতে দেখা যায়, অধিকাংশ ট্যালেন্টেড প্রার্থীরাই নিয়োগ পায়, কেবল অল্প কিছু বাদ পড়ে। কিন্তু এবার বেশি সংখ্যক প্রার্থী ভাইভা পর্যন্ত গিয়েছিল, যার ফলে অপেক্ষাকৃত কম মেধাবীদের সংখ্যা বেশি ছিল। ফলে এবার ফেল করার হার স্বাভাবিকভাবেই বেশি। তাই অনেকে পাশ না করাটাকে পক্ষপাতিত্ব মনে করলেও এটি বাস্তবচিত্র।

03/07/2025

ভাইবা ফেইল ঢাকা ছেড়ে যাওয়ার কারণ জানা গেলো -

এক ভাই থেকে পাওয়া তথ্য-
যাবে না তো কি করবে। আপনারা কেন্দ্রীয় কমিটি কারা বা কে তা সাধারণ কেউ যানে না অপনাদের উপর সাবাই বিশ্বাস ভরসা করে কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা দায়িত্বশীল ভানে আস্তার কোনো কথা বলেন না। আজ সন্ধ্যার সময় ১ থেকে ১০০ জনের স্বাক্ষর নিয়েছেন যা ১ থেকে ১০০ প্রর্যন্ত শুনলাম কেন্দ্রীয় কমিটিতে আছে তাদের নাম। প্রশ্ন হলো ১ থেকে ১০০জনে স্বাক্ষর কেনো নিবেন নিলে তো প্রায় ১২০০ লোক রিটে জন্য টাকা দিয়েছে সবার স্বাক্ষর নিবেন। তাহলে ১০০ জনের কেনো নেয় হলো সবার মনে প্রশ্ন জেগেছে যে এই ১০০ জনের সনদ পাবে। তাহলে অনেক গরিব এবং মধ্যেবৃত্ত ঘরের এই মেধাবীরা সনদের আশায় ,চাকরির আশায় অনেক কষ্টের টাকা আপনাদের হাতে তুলে দিলো বিশ্বাস করে। আপনারা আজ কেন্দ্রীয় কমিটি সঠিকভাবে সঠিক হিসাব কত এই প্রর্যন্ত টাকা দিয়েছে কত টা উটছে আর কত টাকা খরচ হয়েছে। বাকী টাকা কার কাছে আছে। ১৫ তারিখ থেকে আজ প্রর্যন্ত ১৭/১৮ দিন গ্রাম থেকে ঢাকা এসে আন্দোলন করে না খেয়ে দিন রাত পরে আছে অতছো আপনারা কয়েক জন গা ছাড়া ভাবনিয়ে চলছেন। একটা কথা মনে রাখবেন গরিবের কষ্টের টাকা মেরে খেলে আল্লাহর আরশ কেঁপে ওঠবে। আপনারা ১০০ সনদ পেলে সে সাধারণ কেউ মেনে নিবে না। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখনো সময় আছে সবার সামনে হিসাব নিকাশ দিয়ে সাধার এই বঞ্চিতদের মন শান্তি দিন। নয়ত বুঝা হয়ে গেছে আপনারা ১২ লক্ষ টাকা খেয়ে সেই ১০০ জন সনদ পেলেই চুপসে যাবেন।

২য় দিনেও ১৮তম অনুত্তীর্ণদের অবৈধ দাবির বিরুদ্ধে এবং দ্রুত নিয়োগ শেষ করার দাবি নিয়ে NTRCA এর সামনে অবস্থান নিয়েছে উত্তীর্...
02/07/2025

২য় দিনেও ১৮তম অনুত্তীর্ণদের অবৈধ দাবির বিরুদ্ধে এবং দ্রুত নিয়োগ শেষ করার দাবি নিয়ে NTRCA এর সামনে অবস্থান নিয়েছে উত্তীর্ণরা।

01/07/2025

আগামীকাল ১৮ তম ভাইভা উত্তীর্ণ ৬০ হাজার এর জনসমুদ্রে পরিণত হবে NTRCA এর সামনে ইনশাআল্লাহ।
✅সবাই প্রস্তুতি নিন আসার জন্য,শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।
✅সকাল ৮.০০ টায়।

১৮তম ভাইভা উত্তীর্ণদের পক্ষ থেকে আজ NTRCA  চেয়ারম্যান স্যার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৬ষ্ঠ গনবিজ্ঞপ্তির কার্যক্...
01/07/2025

১৮তম ভাইভা উত্তীর্ণদের পক্ষ থেকে আজ NTRCA চেয়ারম্যান স্যার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

৬ষ্ঠ গনবিজ্ঞপ্তির কার্যক্রম সম্পূর্ণ করতে যারা ই বাধা প্রদান করবে, তাদের বিরুদ্ধেই আমাদের অবস্থান, চলছে, চলবে!

অনেকে ভেবে আছেন আমার মার্ক বেশি বা আমার ডিপার্টমেন্টে শুন্যপদ বেশি, আমার এমনিতেই চাকরি হয়ে যাবে, তাদের ধারনা ভুল, কেননা গনবিজ্ঞপ্তি আটকে দেয়ার যে অপচেষ্টা চলছে, সেইটা যদি তারা আটকে দেয়? তখন আমি, আপনি, সবাই চাকরি থেকে অনেক দূরে ছিটকে যাবো! তাই আপনার অধিকার, আপনাকেই নিশ্চিত করতে মাঠে আসতে হবে। সেই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে

আগামিকাল ও আমাদের কর্মসূচি রয়েছে, সবার সরব উপস্থিতি কামনা করছি!

💥সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন, ১৮তম চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের মানববন্ধন কর্মসূচি চলছে, যারা কাছাকাছি আছেন ঢাক...
01/07/2025

💥সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন, ১৮তম চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের মানববন্ধন কর্মসূচি চলছে, যারা কাছাকাছি আছেন ঢাকায় প্লিজ বসে না থেকে এনটিআরসি এর সামনে আন্দোলনে যুক্ত হন, অযৌক্তিক কোন দাবি দাওয়া বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।
✍️ H MD Salauddin Ahmed

30/06/2025

স্লোগান হোক......

অটোপাসের দিন শেষ, মেধাবীদের বাংলাদেশ।

ফেলকৃতরা সনদ চায়, মানিনা মানবো না।

এক দুই তিন চার, এই মুহুর্তে এনটিআরসিএ ছাড়।

চেয়ারম্যান স্যারের ভয় নাই, ৬০হাজার ঘুমায় নাই।

আবু সাঈদের বাংলায় লবিংবাজদের ঠাঁই নাই।

মির মুগ্ধের বাংলায় তদবিরবাজদের ঠাঁই নাই।

শিক্ষতার মহান পেশায়, উগ্রবাদীদের স্থান নাই।

মামুরবাড়ির আবদার, সনদ হবে যার তার।

হুমকি আর ধমকি দিয়ে, সদন পাওয়া যায় না।

সবকিছু প্রস্তুত। অবশ্যই কাল আসতে হবে অধিকার নিয়ে ফিরতে হবে। ✊
30/06/2025

সবকিছু প্রস্তুত। অবশ্যই কাল আসতে হবে অধিকার নিয়ে ফিরতে হবে। ✊

আজকে কোনো  প্রকার ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হলে তার দায় এই ব্যক্তির। তার পরিচয়:নাম: এখলাছুর রহমান রিজুপিতা: মোঃ সিরাজুল ইসল...
29/06/2025

আজকে কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হলে তার দায় এই ব্যক্তির। তার পরিচয়:
নাম: এখলাছুর রহমান রিজু
পিতা: মোঃ সিরাজুল ইসলাম
মাতা: মোছাঃ সেলিনা বেগম
ঠিকানা: পানিয়ালপুকুর, কিশোরগঞ্জ নীলফামারী।

উনারা পুলিশ হত্য।া করে বা পি:টি*য়ে অভ্যস্ত। দেখা যাক এবার প্রশাসন কি করে।
29/06/2025

উনারা পুলিশ হত্য।া করে বা পি:টি*য়ে অভ্যস্ত। দেখা যাক এবার প্রশাসন কি করে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Campus News 24 Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Campus News 24 Bd:

Share

Category