
19/03/2025
নবিজীর আশেক দেখতে চাও?
তবে এই মানুষটাকে মন ভরে দেখে নাও!
মুখে দাড়ি নেই কিন্তু, নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিলো আকাশ চুম্বি।যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছিল।
বলছি ১৯২৩ সালের সেই কাঠ মিস্ত্রী ইলমুদ্দিনের কথা।
বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন "কাঠ মিস্ত্রি ইলমুদ্দিনের" মতো একজন খাঁটি আশেকে রাসূল। এমন আশেক এর খুবই অভাব পৃথিবীতে।
যিনি ১৯২৩ সালে প্রিয় রাসূল (সাঃ) কে নিয়ে অবমাননাকারী "রঙ্গিলা রাসূল" বই প্রকাশ করার কারনে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে উঠেছিলেন।
রাষ্ট্রের সকল এডভোকেটগণ তার পক্ষে, তারা বলল ইলমুদ্দীন তুমি বলবে,"তখন তোমার মাথা ঠিক ছিল না।"
কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন; আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে তাকে হত্যা করেছি কারণ সে রাসূল (সাঃ) কে "রাঙ্গিলা রাসূল" বলেছে।
যখন এডভোকেটগণ জিজ্ঞেস করলেন, তুমি এইভাবে বলছো কিভাবে? তিনি হাসিমুখে বলেন, আমাকে স্বপ্নে রাসূল (সাঃ) বলছেন, ইলমুদ্দীন তাড়াতাড়ি এসো আমি তোমার জন্য অপেক্ষায় আছি।
তার জানাজার ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলি খান।
খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ড: ইকবাল।
কবরে লাশ শায়িত কল্পে অশ্রুস্বজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন, "এই মুৰ্খ লোকটি আজ সকল শিক্ষিতদের হারিয়ে দিল।"