OsmanOnline Bangla

OsmanOnline Bangla সকল তুর্কি সিরিজের বাংলা সাবটাইটেল দেখতে আমাদের সঙ্গেই থাকুন।

31/07/2025

উসমান গাজীর ছেলে উরহান গাজীর চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা মের্ট ইয়াজিকিওগ্লু (mert yazıcıoğlu)
সিজন ৭ এ মুলত উরহান গাজী কে মুল চরিত্র হিসেবে উপস্থাপন করা হবে.।
নতুন সিজন শুরু হবে অক্টোবরে প্রথম থেকে!

Kurulus Osman All Seasons Journey 🔥
31/07/2025

Kurulus Osman All Seasons Journey 🔥

Shahabuddin Pasha  উয়ানিস বুয়ুক সেলজুকলু সিরিজে।
30/07/2025

Shahabuddin Pasha উয়ানিস বুয়ুক সেলজুকলু সিরিজে।

উসমান বে, উরহান বে, আলাউদ্দীন বের বর্তমান লুক!
30/07/2025

উসমান বে, উরহান বে, আলাউদ্দীন বের বর্তমান লুক!

শেষ গুরুত্বপূর্ণ আপডেট! কুরুলুস উসমান সিরিজ থেকে উসমান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা বোরাক বিদায় ঘোষণার পর পরিচালকরা দফায়...
24/07/2025

শেষ গুরুত্বপূর্ণ আপডেট!
কুরুলুস উসমান সিরিজ থেকে উসমান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা বোরাক বিদায় ঘোষণার পর পরিচালকরা দফায় দফায় মিটিং বসেছেন৷ শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে কুরুলুস উসমান সিরিজ তারা সমাপ্ত ঘোষণা করে শীগ্রই কুরুলুস উরহান তথা উরহান গাজীর জীবনীর উপর নতুন সিজন শুরু করবেন৷ ইতিমধ্যে উরহান গাজী চরিত্রের জন্য বেশ কয়েকজন অভিনেতার সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের শুটিং স্পর্ট পর্যবেক্ষণে নিয়ে আসা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীগ্রই উরহান গাজীর চরিত্রের অভিনেতার নাম প্রকাশ করা হবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত যেকোন মূহুর্তে পরিবর্তন হতে পারে৷

30/05/2025

৪০০ তাবুর এক যাযাবর বসতি হতে একটি স্বাধীন বেইলিক, সেখান থেকে একটি সাম্রাজ্য! এতোই কি সহজ! এ তো এক অসাধ্য সাধনের গল্প! উসমান থেকে উসমানীয়'রা হওয়ার গল্প....

🕌✨ ভ্লাদ তেপেশ ও মুহাম্মাদ আল-ফাতেহ: শৈশবের সহচর, পরিণতির দুই পথ ⚔️📖প্রাচীন ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা আজকের দিনে আমাদ...
29/05/2025

🕌✨ ভ্লাদ তেপেশ ও মুহাম্মাদ আল-ফাতেহ: শৈশবের সহচর, পরিণতির দুই পথ ⚔️📖

প্রাচীন ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা আজকের দিনে আমাদের জন্য শিক্ষার দরজা খুলে দেয়।
ভ্লাদ তেপেশ — যিনি "ড্রাকুলা" নামে কুখ্যাত — এবং মহান সুলতান মুহাম্মাদ আল-ফাতেহ (রহ.) — যিনি কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে ইতিহাস পাল্টে দেন — তারা শৈশবে একসাথে বেড়ে উঠেছিলেন।
তাদের একত্র জীবনের এই অধ্যায় অনেকের অজানা, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

👦 শৈশবের বন্ধন:

১৪৪২ খ্রিস্টাব্দের দিকে, ভ্লাদ ও তার ছোট ভাই রাডু চেল ফ্রুমোস (Radu cel Frumos) ওয়ালাকিয়া রাজ্যের রাজপুত্র ছিলেন। তখন ওয়ালাকিয়া ছিল উসমানী খিলাফতের অধীনতা স্বীকার করা একটি স্বাধীন রাজ্য।
রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে, তাদের বাবা ভ্লাদ II তার দুই ছেলেকে জিম্মি হিসেবে পাঠান উসমানী দরবারে, যেন ওয়ালাকিয়া বিদ্রোহ না করে।

🔹 সে সময় উসমানী দরবারে ছিলেন সুলতান মুরাদ II, এবং যুবরাজ মুহাম্মাদ (পরবর্তীতে মুহাম্মাদ আল-ফাতেহ) তাঁর স্নেহধন্য পুত্র।
🔹 সেই দরবারেই ভ্লাদ, রাডু, ও মুহাম্মাদ একত্রে শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

⏳ বহু ঐতিহাসিকের মতে, সেই সময় মুহাম্মাদ ও রাডুর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। আর ভ্লাদ ছিলেন কিছুটা চুপচাপ, রাগী ও কৌশলবাজ।

⚔️ ভয়ংকর পরিণতি:

পরবর্তী সময়ে ভ্লাদ তার দেশ ওয়ালাকিয়ায় ফিরে যান এবং একসময় রাজা হন।
তিনি তার শাসনামলে হাজার হাজার মুসলমানকে নির্মমভাবে হত্যা করেন। ইতিহাসে বলা হয়, শুধু এক অভিযানে তিনি প্রায় ২৩,০০০ মুসলিমকে শূলে চড়িয়েছিলেন।
তিনি এমন এক দানবীয় চরিত্র হয়ে ওঠেন যার নাম পরবর্তীতে Dracula নামে কুখ্যাত হয়।

📜 এই অবস্থায় সুলতান মুহাম্মাদ আল-ফাতেহ (রহ.) একটি বিশাল বাহিনী নিয়ে ভ্লাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

✅ এই অভিযানের পর উসমানিরা রাডু-কে ওয়ালাকিয়ার শাসক হিসেবে নিযুক্ত করেন।
তিনি সেখানে ইসলামের শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করেন। মুসলমান, খ্রিস্টান, ও ইহুদিদের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা চালান।

🧠 ইতিহাসের শিক্ষা:

একই পিতা-মাতার সন্তান, একই জায়গায় বেড়ে ওঠা, একই দরবারে শিক্ষা গ্রহণ — তবুও পরিণতিতে কত ভিন্ন!

বিষয় ভ্লাদ তেপেশ রাডু চেল ফ্রুমোস

ধর্ম ইসলাম গ্রহণে অস্বীকৃতি ইসলাম গ্রহণ করেন
মনোভাব মুসলিমবিদ্বেষী মুসলিমদের বন্ধু
চরিত্র রক্তপিপাসু, নির্মম শাসক ন্যায়পরায়ণ, উদার শাসক
শেষ পরিণতি ইতিহাসে অভিশপ্ত ইতিহাসে সম্মানিত

🔎 এটাই প্রমাণ করে — আন্তরিকতা, সত্যনিষ্ঠা ও আল্লাহর হেদায়াত মানুষকে মর্যাদা দেয়। আর অহংকার, বিদ্বেষ ও ঈমানহীনতা মানুষকে ধ্বংস করে দেয়।

🕋 কোরআনের আয়াত দিয়ে শেষ করি:

> قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا ۝ وَقَدْ خَابَ مَن دَسَّاهَا

“নিশ্চয়ই সে সফল, যে নিজের অন্তরকে পবিত্র করেছে।
আর সে ব্যর্থ, যে তা কলুষিত করেছে।”
(সূরা আশ-শামস: ৯–১০)

✍️

22/05/2025

কুরুলুস উসমান
সিজন ০৬
ভলিউম ১৯৩
ট্রেইলার ০১
বাংলা সাবটাইটেল সহ!

30/04/2025

🔴🔥 আর্তুগ্রুল বে'র বিশ্বস্ত তুর্গুত আল্প ফিরে এসেছেন!

কুরুলুস উসমান ভলিউম ১৯০ ট্রেইলার ৩

30/04/2025
16/01/2025

কুরুলুস উসমান ভলিউম ১৭৮
১ম ট্রেইলার বাংলা সাবটাইটেল-সহ

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when OsmanOnline Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OsmanOnline Bangla:

Share

Category