Haq's. news.Tv

Haq's. news.Tv আমাদের কাজ হচ্ছে সত্যি কে মানুষের সামনে প্রকাশ করা, ইনশাল্লাহ।
আমাদের ইউটিউব চ্যানেল
https://www.youtube.com/

08/08/2025

হে আল্লাহ বাংলাদেশকে আপনি সকল প্রকার চাঁদাবাজ দখলদার সকল প্রকার বালা-মুসল থেকে বাঁচান

23/07/2025

তেলিখালী ইউনিয়নের সব থেকে সুন্দর একটা জায়গা

20/07/2025

ZAHA প্রথমবার IDEF 2025-এ নতুন অস্ত্র ব্যবস্থা নিয়ে হাজির হয়েছে।

তুরস্কের তৈরি জলযান ZAHA এবার প্রথমবারের মতো IDEF 2025 প্রতিরক্ষা প্রদর্শনীতে তার নতুন অস্ত্র ব্যবস্থা নিয়ে অংশ নিচ্ছে।

এতে যুক্ত হয়েছে ÇAKA রিমোট কন্ট্রোল টারেট বা দূরনিয়ন্ত্রিত কামান টাওয়ারের নতুন দুটি আধুনিক সংস্করণ— ÇAKA 30/AT-O এবং ÇAKA AT-K। এই নতুন অস্ত্রগুলো ZAHA-র আগ্নেয় শক্তি অনেক গুণ বাড়িয়ে দেবে।

তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক IDEF অস্ত্র প্রদর্শনীর মাধ্যমেই প্রথমবারের মতো এসব উন্নত অস্ত্র তুরস্ক জনসমক্ষে আনবে।

  নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারালইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধ...
18/07/2025

নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারাল

ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, কারণ ধর্মীয় দল শাস (Shas) জোট ত্যাগ করেছে।

এর ফলে সরকার গঠনের জন্য সর্বনিম্ন সংসদ সদস্য (MKs) সংখ্যা ৬১-এর নিচে নেমে এসেছে।

তবে শাস ঘোষণা করেছে, তারা no-confidence vote বা সংসদ ভেঙে দেওয়ার (parliament dissolution) পক্ষে ভোট দেবে না।

এই পরিস্থিতিতে, জোট সরকার কার্যত চলমান থাকতে পারবে আগামী অক্টোবরের শেষ পর্যন্ত, যখন নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) অবকাশ শেষ হবে।
[mh]

গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের বানি সুহেইলা গ্রামের দুই ভাই, সেলিম ও সুলেমান হামেদ আবু খাতি, ইসরায়েলি সন্ত্রাসী বাহি...
16/07/2025

গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের বানি সুহেইলা গ্রামের দুই ভাই, সেলিম ও সুলেমান হামেদ আবু খাতি, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন।

তারা তাদের পিতার মৃতদেহ আনতে যাচ্ছিলেন, যিনি একই এলাকায় ইসরায়েলি দখলদারদের বিমান হামলায় শহীদ হয়েছিলেন।

সিরিয়ান সেনাবাহিনী সুয়াইদায় অবস্থিত ইসরায়েল সমর্থিত দ্রুজ বিদ্রোহীদের সাথে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। গত কয়েক ঘন্টার মধ...
15/07/2025

সিরিয়ান সেনাবাহিনী সুয়াইদায় অবস্থিত ইসরায়েল সমর্থিত দ্রুজ বিদ্রোহীদের সাথে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। গত কয়েক ঘন্টার মধ্যে বহু দ্রুজ বিদ্রোহীকে হত্যা করা হয়েছে।

  ইজরায়েলী মিডিয়া: প্রতিরোধ যোদ্ধা হামাস খান ইউনিসের সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়।
13/07/2025



ইজরায়েলী মিডিয়া:
প্রতিরোধ যোদ্ধা হামাস খান ইউনিসের সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়।

11/07/2025

আফগানিস্তানে নারীর অধিকার নিয়ে চিন্তিত আমেরিকা, তাই আফগান নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ।

এদিকে আমেরিকার প্রদান করা বোমা দিয়ে ইসরায়েলের হামলায় গাজার নারীদের অবস্থা।

আসলেই কি তারা নারীর অধিকার নিয়ে চিন্তিত?
এখনো যদি আপনাদের বুঝে না আসে তাহলে আর কিছুই করার নেই।।

  গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে শাহীন পরিবারের উপর দখলদার বাহিনীর বোমাবর্ষণের ফলে ২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও ...
11/07/2025



গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে শাহীন পরিবারের উপর দখলদার বাহিনীর বোমাবর্ষণের ফলে ২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও অনেক বাসিন্দা আহত হয়েছেন।

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর নেদারল্যান্ডসের ‘ইমাম’ বরখাস্তনেদারল্যান্ডসের আল্কমার শহরের বিলাল মসজিদের ইমাম...
10/07/2025

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর নেদারল্যান্ডসের ‘ইমাম’ বরখাস্ত

নেদারল্যান্ডসের আল্কমার শহরের বিলাল মসজিদের ইমাম ইউসুফ মুসবিহ ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগ-এর সঙ্গে সাক্ষাৎ করেন,
এবং একটি অনুষ্ঠানে ইসরায়েলের জাতীয় সংগীতের আরবি অনুবাদ আবৃত্তি করেন। এরপরই তিনি ব্যাপক গণসমালোচনার মুখে পড়েন।

পরবর্তীতে মঙ্গলবার সকালে বিলাল মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে ইমাম মুসবিহ-কে “তাৎক্ষণিকভাবে বরখাস্ত” করেছে।

ইউসুফ মুসবিহ ছিলেন ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করা ইউরোপের ১৫ জন ইমামের একটি প্রতিনিধি দলের অংশ।

জুলাই স্মরণে তরুণদের নিয়ে আইডিয়া প্রতিযোগিতা করছে সরকার। এই ঘোষণায় স্কুল, কলেজ, ভার্সিটি - সব প্রতিষ্ঠানের উল্লেখ থাকলেও...
10/07/2025

জুলাই স্মরণে তরুণদের নিয়ে আইডিয়া প্রতিযোগিতা করছে সরকার। এই ঘোষণায় স্কুল, কলেজ, ভার্সিটি - সব প্রতিষ্ঠানের উল্লেখ থাকলেও মাদ্রাসার কোন উল্লেখ নেই! কেন?
আমরা উত্তর দিচ্ছি - এটাই হচ্ছে কাঠামোগত ইসলাম বিদ্বেষ! বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল, মাদ্রাসার ছাত্ররা অঙ্গ হারিয়েছেন, চোখ হারিয়েছেন, শহীদ হয়েছেন! তাদের এই ত্যাগ কোন পদ, পদবী, দল কিংবা সুবিধার উদ্দেশ্যে ছিলো না। তারা ফ্যাসিস্ট এর বিরুদ্ধে নিজের, জনগণের এবং দেশের স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছিলেন। জুলাইয়ে মাদ্রাসা ছাত্রদের অবদান নিয়ে এমনকি প্রচলিত মিডিয়াও প্রতিবেদন তৈরি করেছে!
এমন অবস্থায় জুলাই ইতিহাস থেকে মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রদের উল্লেখ এড়িয়ে যাওয়া - সুস্পষ্ট ইসলাম বিদ্বেষ এবং এটি আমরা যদি ভুলে যাই তবে তা হবে আরেক ফ্র্যাঙ্কেন্সটাইনের সূচনা!

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান সফরে গেছেন। দেখা করবেন পাকিস্তানের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সা...
09/07/2025

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান সফরে গেছেন। দেখা করবেন পাকিস্তানের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে।

এর আগে এক দিনের সফরে বাংলাদেশে গেলেন তুরস্কের প্রতিরক্ষা সংস্থার প্রধান। ছবি তুললেন বাইরাক্তার টিবি২ ড্রোনের সাথে।

তুরস্ক->আজারবাইজান->পাকিস্তান->মালায়শিয়া->ইন্দোনেশিয়া সামরিক বেল্টে বাংলাদেশকে যুক্ত করতে আগ্রহী আঙ্কারা।

Address

Dhaka
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haq's. news.Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category