Crimepatrolbd - ক্রাইম পেট্রোল বিডি

Crimepatrolbd - ক্রাইম পেট্রোল বিডি The National Weekly Crime Patrol BD
জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি crimepatrolbd.com is an online newspaper.
(1)

02/11/2025

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রা/ণ/না/শের হু/ম/কী

02/11/2025

জামায়াতকে আমরা ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই: আমিনুল হক || Crime Patrol BD

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। যারা আমাদের মা–বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের ধরে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে- তাদের আমরা তখনই চিনেছি। এখন নতুন করে তাদের দেখার কিছু নেই।

শনিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম ( BNVJF) এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আজকে জামায়াত বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে দেখেছেন, এবার আমাদের দেখেন। কিন্তু আমরা তাদের আগেই দেখেছি। যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করছে, সে সংগঠনের কথায় বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলাম এমন প্রতারণা অনুমোদন করে না।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশি, আমাদের ৯৫ শতাংশ মানুষ মুসলমান, আমরা ধর্মভীরু জাতি। ধর্মীয় স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাজনীতি করি। কিন্তু আজ একটি সংগঠন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে- AI প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ছবি, ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিএনপির নীতির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের দল। আমরা জনগণের মতামত নিয়েই প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করি। এদেশের মানুষের উন্নয়ন, কল্যাণ ও স্বাধীনতা রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও যোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফার কর্মপরিকল্পনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছি।

02/11/2025

দক্ষিণখানে বিএনপির উঠান বৈঠক — ‘রাষ্ট্র মেরামতের’ ৩১ দফা কর্মসূচি তুলে ধরা || Crime Patrol BD

ঢাকা, ১ নভেম্বর — রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা উচ্চারটেকে শনিবার রাত ৮টায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বিএনপি তার ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের’ ৩১ দফা কর্মসূচি পরিচিতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। সভায় স্থানীয় নেতাকর্মী এবং শতাধিক এলাকাবাসী অংশ নেন।

বৈঠকে প্রধান অতিথি ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু। সভার সভাপতিত্ব করেন ৪৯ নম্বর ওয়ার্ড দক্ষিণখান থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ কামরুজ্জামান শরিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, জামায়াতে ইসলাম আপনারা সাবধান হোন‘‘ইসলাম শান্তির ধর্ম এবং দেশের মানুষ শান্তিই চায়; তাই কেউ দেশের শান্তি নষ্ট করার অপচেষ্টা করবে না।’’ তিনি আরও বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানে গনহত্যাকারীদের বিচার হলে ১৯৭১ সালের মীরজাফরদেরও বিচার করতে হবে।’’

তিনি এলাকায় চাঁদাবাজি ও সহিংসতার ব্যাপারে সতর্ক করে বলেন, ‘‘আশকোনায় চাঁদাবাজদের আমরা বয়কট করব—বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই নেই। কেউ চাঁদাবাজি করলে স্থানীয়রা জানালে আমরা আইনকে জানাব।’’

রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রসঙ্গে হেলাল তালুকদার বলেন, ‘‘এই কর্মসূচির মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি মা-বোনদের পূর্ণ অধিকার ও সুরক্ষা নিশ্চিত করবে এবং কৃষকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দলকে ক্ষমতায় নেওয়ার আহ্বান জানাচ্ছি।’’

বৈঠকের এক পর্যায়ে আশপাশের স্থান জনসমুদ্রে পরিণত হয় এবং স্থানীয় শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্থানীয় নেতারা এই উঠান বৈঠককে বিএনপির জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সংগঠন জোরদারের অংশ হিসেবে সফল উদ্যোগ বলে অভিহিত করেছেন।

02/11/2025

Address

Kotbari Bridge, Adullahpur, Uttara, Dhaka/
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Crimepatrolbd - ক্রাইম পেট্রোল বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crimepatrolbd - ক্রাইম পেট্রোল বিডি:

Share

সামাজিক দুরত্ব বজায় রাখি, করোনা জয় করি

কোভিড -১৯ এর সাধারণ লক্ষণগুলি হ'ল: - জ্বর - ক্লান্তি - শুকনো কাশি ইত্যাদি । -অনেকের আবার ব্যথা বেদনা, নাক বন্ধ, নাক দিয়ে পানি পরা , গলা ব্যথা বা ডায়রিয়া হতে পারে। এই লক্ষণগুলি শুরুতে কম থাকে এবং ধীরে ধীরে বাড়তে থাকে । আক্রান্ত অনেকের মধ্যে মধ্যে এই রোগ এর কোনও লক্ষণ দেখা যায়না এবং তাঁরা অসুস্থও বোধ করেন না। বেশিরভাগ লোক (প্রায় ৮০ %) বিশেষ চিকিৎসার প্রয়োজন ছাড়াই সুস্থ হয়ে উঠেন । কোভিড -১৯ হওয়া প্রত্যেক ৬ জনের মধ্যে ১ জন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের শ্বাস নিতে অসুবিধা হয়। বয়স্ক ব্যক্তি এবং যাঁদের উচ্চ রক্ত চাপ, হার্টের সমস্যা বা ডায়াবেটিসের মতো অসুস্থতা রয়েছে , তাঁদের জন্য ঝুঁকিটা বেশি এবং তাঁদের ভীষণভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে । তাই এসব মানুষের দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। সরকারি হেল্পলাইন ৩৩৩,১৬২৬৩, ১০৬৫৫ নম্বরে ফোন করে চিকিৎসা ও পরামর্শ নেয়া যাবে। জরুরি হেল্পলাইন: জাতীয় কল সেন্টার: ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন (ডিজিএইচএস): ১৬২৬৩, আইইডিসিআর: ১০৬৫৫, জাতীয় হেল্পলাইন: ১০৯, বিশেষজ্ঞ হেল্পলাইন: ০৯৬১১৬৭৭৭৭৭ বিস্তারিত জানতে এই লিংকে https://corona.gov.bd/call_center যান। করোনা মোকাবেলায় জীবাণুনাশক দ্রবণ (Antiseptice Solution) তৈরির নিয়ম - ব্লিচ ব্যবহার করেঃ ব্লিচ বাজারে ক্লোটেক (Chlotech) ক্লোরক্স, ক্লোরেক্স, ইত্যাদি নামে পাওয়া যায়। ব্লিচ ব্যবহার করে জীবাণুনাশক দ্রবণ তৈরির পদ্ধতি হলোঃ ক) অধিক মাত্রার সংক্রামক জীবাণুনাশক দ্রবণঃ (হাসপাতাল বর্জ্য বা আক্রান্ত মৃতদেহ) ১ লিটার পানি ও ৩-৪ চা চামচ পরিমাণ ব্লিচ দ্রবণ এ অনুপাতে প্রয়োজন মত দ্রবণ তৈরি করে নিন। খ) স্বল্প মাত্রার সংক্রামক জীবাণুনাশক দ্রবণঃ (সাধারণ গৃহস্থালি, পরিষ্কারের কাজে) ১ লিটার পানি ও ২ চা চামচ পরিমাণ ব্লিচ দ্রবণ এ অনুপাতে প্রয়োজন মত দ্রবণ তৈরি করে নিন। - ব্লিচ পাউডার ব্যবহার করেঃ ব্লিচ পাউডার বাজারে পাউডার বা গুড়া হিসেবে পাওয়া যায়। ব্লিচিং পাউডার দিয়া দু'ধরনের জীবাণুনাশক দ্রবণ তৈরি করা যায়। একটি বেশী ঘনত্বের- ১ঃ১০ ঘনত্বের যা দ্বারা অধিক সংক্রামক বর্জ্য, হাসপাতালের বর্জ্য, আক্রান্ত মৃতদেহ, ইত্যাদি জীবাণুমুক্ত করা হয়। আরেকটি ১ঃ১০০ ঘনত্বের দ্রবণ যা সাধারণ পরিষ্কারের কাজ যেমন আসবাবপত্র, যন্ত্রাংশ, ফ্লোর, গাড়ী ইত্যাদি জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। ক) ১ঃ১০ ঘনত্বের দ্রবণ তৈরিঃ ২ লিটার পানি ১ টেবিল চামচ পরিমাণ ব্লিচিং পাউডার অনুপাতে প্রয়োজন মত দ্রবণ তৈরি করে নিন খ) ১ঃ১০০ ঘনত্বের দ্রবণ তৈরিঃ ২০ লিটার পানি ১ টেবিল চামচ পরিমাণ ব্লিচিং পাউডার অনুপাতে প্রয়োজন মত দ্রবণ তৈরি করে নিন। বিঃদ্রঃ এ মিশ্রণটি দৈনন্দিন পরিচ্ছন্নতার কাজে ব্যবহারযোগ্য। পানযোগ্য নহে। রান্না বা সংশ্লিষ্ট কাজে অব্যবহারযোগ্য। শিশুদের হাতের নাগালের বাহিরে রাখুন।