News Barta

News Barta Fearless in the light of truth. News Barta. Stay with us. যে কোন তথ্য ও সংবাদ সহজে পেতে বার্তা পেইজে লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকুন।

ব্রিটেনে শিশুদের বিপজ্জনক পোশাক বিক্রি প্রতিষ্ঠানকে ১০ হাজার পাউন্ড জরিমানাব্রিটেনে শিশুদের জন্য বিপজ্জনক পোশাক বিক্রি ক...
05/11/2025

ব্রিটেনে শিশুদের বিপজ্জনক পোশাক বিক্রি প্রতিষ্ঠানকে ১০ হাজার পাউন্ড জরিমানা

ব্রিটেনে শিশুদের জন্য বিপজ্জনক পোশাক বিক্রি করায় ম্যানচেস্টারের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। আগের সতর্কতা উপেক্ষা করার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
২০২৪ সালের জুনে ম্যানচেস্টারের ব্রটন স্ট্রিটে অবস্থিত জ্যাক অ্যান্ড জিল লিমিটেড নামে প্রতিষ্ঠানটির গুদামে অভিযান চালায় সিটি কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তারা। সেখান থেকে ৫০০টিরও বেশি শিশুপোশাক জব্দ করা হয়।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বর ও ২০২৪ সালের মার্চ মাসে দু’বার ওই প্রতিষ্ঠানে গিয়েছিলেন কর্মকর্তারা এবং কিছু পোশাক বিক্রি বন্ধের নির্দেশ দেন। কিন্তু প্রতিষ্ঠানটি সেই নির্দেশ উপেক্ষা করে বিপজ্জনক পোশাক বিক্রি চালিয়ে যায়।
পরীক্ষাগারে পাঠানো নমুনায় দেখা যায়, পোশাকগুলিতে থাকা লম্বা ফিতা, দড়ি ও রিবন শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এগুলো খেলাধুলার সরঞ্জাম, লিফটের দরজা, এস্কেলেটর বা অন্য কোনো চলমান যন্ত্রের সঙ্গে আটকে যেতে পারে, যা গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে।
গত ৩০ অক্টোবর ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানিতে কোম্পানি ও এর পরিচালক রাকমত আলী (৫০) পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত কোম্পানিকে ১০ হাজার পাউন্ড জরিমানা, ২ হাজার পাউন্ড ভিকটিম সারচার্জ এবং ২,৭৪৫ পাউন্ড মামলার খরচ পরিশোধের নির্দেশ দেন।
কোম্পানির পরিচালক রাকমত আলীকেও ১,৫০০ পাউন্ড জরিমানা ও ৬০০ পাউন্ড ভিকটিম সারচার্জ দিতে বলা হয়েছে। জব্দ করা সব পোশাক ধ্বংস ও পুনর্ব্যবহার করা হবে।

23/10/2025

যুক্তরাজ্যের স্কানথর্পে জি.এস.সি শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান।

26/09/2025

জাতিসংঘের সামনে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাগ্/বিত/ণ্ডা -মা.র.ধ.রে জড়ালো দুই যুবক।

25/09/2025

লন্ডনের রাস্তায় বর-কনে, নয়া দামান সিলেটি গানের সাথে নৃত্য

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলযুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়াযুক্তরাজের প্রধানমন্ত্রী স‍্যার কেয়ার ...
21/09/2025

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলযুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া

যুক্তরাজের প্রধানমন্ত্রী স‍্যার কেয়ার স্টারমার আজ রোববার (২১সেপ্টেম্বর) ২ টার পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন। একই দিনে আরও দুটি দেশ কানাডা এবং অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল।

ফি/ লিস্তিন রাষ্ট্রকে রবিবার বিকেলে যুক্তরাজ্যের স্বীকৃতি ঘোষণা দেওয়ার কথা রয়েছে স্যার কিয়ার স্টার্মারের।জুলাইয়ে প্রধানম...
20/09/2025

ফি/ লিস্তিন রাষ্ট্রকে রবিবার বিকেলে যুক্তরাজ্যের স্বীকৃতি ঘোষণা দেওয়ার কথা রয়েছে স্যার কিয়ার স্টার্মারের।

জুলাইয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, যদি ইস/ রায়েল গা/ জায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং টেকসই শান্তিচুক্তির মাধ্যমে দুই রাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ না হয়, তবে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। সেই প্রেক্ষাপটেই এ ঘোষণা আসছে।

18/09/2025

যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কানথর্প শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

বার্মিংহামের ওয়াশউড হিথ এলাকা থেকে মোহাম্মদ নামের ১২ বছরের এক শি/ শু নিখোঁজ হয়েছে। শি/ শুটির খোঁজ নিয়ে পুলিশ গভীরভাবে উদ...
15/09/2025

বার্মিংহামের ওয়াশউড হিথ এলাকা থেকে মোহাম্মদ নামের ১২ বছরের এক শি/ শু নিখোঁজ হয়েছে।

শি/ শুটির খোঁজ নিয়ে পুলিশ গভীরভাবে উদ্বিগ্ন।
মোহাম্মদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তাকে সর্বশেষ দেখা গেছে ধূসর রঙের একটি নাইকি ট্র্যাকস্যুট পরিহিত অবস্থায়।

কেউ তাকে দেখে থাকলে দ্রুত পুলিশকে ৯৯৯ নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে। ফোন করার সময় ১৪ সেপ্টেম্বরের লগ নম্বর ২২২৫ উল্লেখ করতে হবে।

05/09/2025

বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে, ডায়াবেটিস নির্ণয়ের জন্য ব্যবহৃত মেশিনের ত্রুটির কারণে ইংল্যান্ডে কমপক্ষে ৫৫,০০০ মানুষের রক্ত ​​পরীক্ষার ভূল ফলাফল এসেছে।

কিছু রোগীর টাইপ ২ ডায়াবেটিস ভুলভাবে নির্ণয় করা হয়েছে এবং এমনকি তাদের অপ্রয়োজনীয় ওষুধও লিখে দেওয়া হয়েছে। এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে এর কারনে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত ।

এনএইচএসই নিশ্চিত করেছে ১৬টি হাসপাতাল ট্রিনিটি বায়োটেকের তৈরি এই মেশিনগুলি ব্যবহার করছে। যা ভুল পরীক্ষার ফলাফল দিয়েছে।

05/09/2025

সাবেক স্বামীর কারনে পার্লামেন্টে কাঁদলেন আফসানা

30/08/2025

স্কানতর্পে এক মতবিনিময় সভায় প্রবাসীদের উদ্দেশ্যে যা বললেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক..

ব্রেকিং নিউজ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন রুশনারা আলী!ব্রিটিশ লেবার পার্টির এমপি ও বেথনাল গ্রিন ও স্টেপনির জনপ্রতিনিধি ...
07/08/2025

ব্রেকিং নিউজ
মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন রুশনারা আলী!
ব্রিটিশ লেবার পার্টির এমপি ও বেথনাল গ্রিন ও স্টেপনির জনপ্রতিনিধি রুশনারা আলী ৭ আগস্ট ২০২৫ হঠাৎ করেই মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি জানিয়েছেন, নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করলেও সাম্প্রতিক রিপোর্টিংকে ঘিরে বিতর্ক যেন সরকারের কাজকে বাধাগ্রস্ত না করে, সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, "এই লেবার সরকারে কাজ করাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি সবসময় আইনের বিধিনিষেধ মেনে চলেছি। তবে এখন মন্ত্রী পদে থাকাটা সরকারের জন্য বিভ্রান্তির কারণ হতে পারে।"

তিনি সরকারের সামাজিক আবাসন, গৃহহীনতা নিরসন, নির্বাচনী সংস্কার ও আন্তর্জাতিক নেতৃত্বের ভূমিকার প্রশংসা করে বলেন, পদত্যাগ করলেও তিনি সরকারকে সবসময় সমর্থন করে যাবেন।

Address

Kulaura, Moulvibazar, Sylhet
Dhaka
3230

Telephone

+447496892376

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Barta:

Share