05/11/2025
ব্রিটেনে শিশুদের বিপজ্জনক পোশাক বিক্রি প্রতিষ্ঠানকে ১০ হাজার পাউন্ড জরিমানা
ব্রিটেনে শিশুদের জন্য বিপজ্জনক পোশাক বিক্রি করায় ম্যানচেস্টারের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। আগের সতর্কতা উপেক্ষা করার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
২০২৪ সালের জুনে ম্যানচেস্টারের ব্রটন স্ট্রিটে অবস্থিত জ্যাক অ্যান্ড জিল লিমিটেড নামে প্রতিষ্ঠানটির গুদামে অভিযান চালায় সিটি কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তারা। সেখান থেকে ৫০০টিরও বেশি শিশুপোশাক জব্দ করা হয়।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বর ও ২০২৪ সালের মার্চ মাসে দু’বার ওই প্রতিষ্ঠানে গিয়েছিলেন কর্মকর্তারা এবং কিছু পোশাক বিক্রি বন্ধের নির্দেশ দেন। কিন্তু প্রতিষ্ঠানটি সেই নির্দেশ উপেক্ষা করে বিপজ্জনক পোশাক বিক্রি চালিয়ে যায়।
পরীক্ষাগারে পাঠানো নমুনায় দেখা যায়, পোশাকগুলিতে থাকা লম্বা ফিতা, দড়ি ও রিবন শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এগুলো খেলাধুলার সরঞ্জাম, লিফটের দরজা, এস্কেলেটর বা অন্য কোনো চলমান যন্ত্রের সঙ্গে আটকে যেতে পারে, যা গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে।
গত ৩০ অক্টোবর ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানিতে কোম্পানি ও এর পরিচালক রাকমত আলী (৫০) পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত কোম্পানিকে ১০ হাজার পাউন্ড জরিমানা, ২ হাজার পাউন্ড ভিকটিম সারচার্জ এবং ২,৭৪৫ পাউন্ড মামলার খরচ পরিশোধের নির্দেশ দেন।
কোম্পানির পরিচালক রাকমত আলীকেও ১,৫০০ পাউন্ড জরিমানা ও ৬০০ পাউন্ড ভিকটিম সারচার্জ দিতে বলা হয়েছে। জব্দ করা সব পোশাক ধ্বংস ও পুনর্ব্যবহার করা হবে।