Rumi"s craft & Dream 0.9

Rumi"s craft & Dream 0.9 Rumi"s craft & Dream 0.9

"আমি এক অসহায় প্রতিবন্ধী মা, দয়া করে সবাইকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি 🙏🙏🙏।
(2)

06/08/2025

আমরা সবাই পাপী
নিজের পাপের বাটকারা
দিয়ে অন্যের পাপ মাপী।

06/08/2025

"ঘুম একমাত্র সফর, যেখানে গন্তব্য জানা নেই। কিন্তু সে সফরে শান্তি থাকে, মুক্তি থাকে। এই জগতে যা নেই, তা-ই সেখানে পাওয়া যায়।"
"শুভ রাএী "

06/08/2025

""ভু*ল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।

এক প্রেমিকের ভাষ্য, "ভু*ল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।"

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নি*র্ভুল হতে পারে না। যদি সবকিছু নি*র্ভুল থাকে তাহলে তুমি কখনো মানুষ হতে পারবেনা।

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, তাহলে ভু*ল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছতে না পারলে চিত্র হয় না! কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নি*র্ভুল ভাবে! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

"একদিন আয়না আমায় চিনতে পারলো না — তখন বুঝলাম, রূপ কত সহজেই হারায়।"
03/08/2025

"একদিন আয়না আমায় চিনতে পারলো না — তখন বুঝলাম, রূপ কত সহজেই হারায়।"

"সার*থ*পর" —এই শব্দটা আমরা খুব সহজেই ব্যবহার করি।বলতে শুনি—"সবাই নিজেরটা বুঝে", "সবাই সা*র*থের পা*গল", কিংবা "প্রয়োজন ফু...
29/07/2025

"সার*থ*পর" —এই শব্দটা আমরা খুব সহজেই ব্যবহার করি।

বলতে শুনি—"সবাই নিজেরটা বুঝে", "সবাই সা*র*থের পা*গল", কিংবা "প্রয়োজন ফুরালে মনে থাকে না"।
হ্যাঁ, কথাগুলো শুনতে সত্যি লাগে অনেক সময়, কিন্তু একটু ভেবে দেখুন তো?

আমি একজন হুইলচেয়ার ব্যবহারকারী। লাঠি আর চেয়ারের সহায়তা ছাড়া এক পা এগোনোও সম্ভব নয়।
ধরে নিন, আমি হঠাৎ পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। তখন কি আমি লাঠি বা হুইলচেয়ারটা আর ব্যবহার করব?
অবশ্যই না।

কিন্তু তাই বলে কি আমি আগের দিন ভুলে যাব???
না, ভুলবো না।
কারণ, প্রতিটা পা ফেলার সময় আমি মনে করব—কখনো আমি লাঠি দিয়ে হেঁটেছি, হুইলচেয়ারে চলেছি।
হয়তো হাতে নিয়ে ঘুরব না, কিন্তু মনের গভীরে থাকবে চিরকাল।

ঠিক তেমনি আমাদের জীবনে অনেক মানুষ আসে, যারা কোনো না কোনো সময় পাশে দাঁড়ায়, সাহায্য করে, উপকার করে।
পরবর্তীতে তাদের সঙ্গে কম কথা হয়, হয়তো যোগাযোগও থাকে না।
তখন আমরা বলি—"সে সার*থ*পর"।

আসলে কি তাই?
সবাই যে বদলে যায়, তা না। অনেক সময় মানুষ জীবনের ব্যস্ততায়, পারিবারিক চাপ বা মানসিক ক্লান্তিতে হারিয়ে যায়।
প্রয়োজন নেই বলে নয়, সময় নেই বলেই হয়তো খুব বেশী খোঁজ নেওয়া হয়না।

তাই আসুন, আমরা সবাই মনের দৃষ্টিভঙ্গিটা একটু বদলাই।
যারা একসময় পাশে ছিল, তাদের কৃতজ্ঞতায় মনে রাখি।
এবং সব সম্পর্ককে 'সার*থ*পর' নয়, বাস্তবতার আলোকে মূল্যায়ন করি।

ইতিবাচক চিন্তা ছড়াই, ভালোবাসায় জড়িয়ে ধরি জীবনকে।


22/07/2025

"যে সকাল মায়ের টিফিন তৈরীর ব্যস্ততা আর আদরের সোনামনির ঘুম না ভাঙার বায়নায় ভরা ছিলো, আজ সেগুলোই শুধু স্মৃতি হয়ে রইলো... 😭💔"

21/07/2025

মাম্মা, মাম্মা, আনশু, তুমি পুড়ে মরে গেছো? মাম্মা, আমার পরী বাচ্চা আনিশা আর নাই 😭😭😭😭
এক কন্যা হারা মামার কান্নায় সি এম এইচ এর আকাশ, বাতাস ভাড়ী হয়ে গেছে। আমরা শান্তিতে ঘুমাতে যাচ্ছি আমাদের কাছে একটা মাএ দুর্ঘ*টনা। কিন্তু সন্তান হারা পরিবার, এবং আহত বাচ্চাদের জন্য একটা কালো দিন। সারা জিবনের জন্য কান্না 😭😭
আল্লাহ গো এই বাবা মায়ের বুকে শান্তির রহমত দাও। 🤲🤲🤲🤲🤲🤲

কি আর বলবো!!!!
19/06/2025

কি আর বলবো!!!!

19/06/2025
শুভ সকাল,,,,,,,
18/06/2025

শুভ সকাল,,,,,,,

17/06/2025

আসসালামু আলাইকুম,,,,,, কেমন আছেন সবাই "জীবনের পথে কিছু বিরতি আসে, কখনও অসুস্থতা, কখনও পারিবারিক ঝড়। অনেকদিন ফেসবুকে সক্রিয় থাকতে পারিনি, কিন্তু স্বপ্ন কখনও থেমে থাকে না। নতুন করে আবার শুরু করছি—পুরনো ভালোবাসা, নতুন উদ্যম নিয়ে। সাথেই থাকুন, চলি আবার একসাথে স্বপ্ন বুনতে!"

15/05/2025

জীবন থেকে আরও একটা দিন শেষ,,,, সুন্দর দিনের অপেক্ষায়, সবাইকে জানাই শুভ রাত্রি।

Address

Gazipur
Dhaka
1700

Alerts

Be the first to know and let us send you an email when Rumi"s craft & Dream 0.9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category