
29/08/2025
✨✨শুভ জন্মদিন আমার সোনা মনি ✨✨
আল্লাহর অশেষ কৃপায় আজ তুমি আরেক বছর পূর্ণ করলে। প্রতি বছর এই দিনটি আমার জন্য এক বিশেষ দিন, কারণ এই দিনে আমার জীবনে এসেছিলো আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমার ছেলে সন্তান।
আজ তোমার জন্মদিন, অথচ আজকের জন্য তোমাকে উপহার হিসাবে আমি পেয়েছি। তোমার প্রতিটি দিন হাসিতে ভরে থাক এই কামনা করি, আর হাসি ও আনন্দে সাজানো থাক তোমার আগামী দিন গুলো।
এই বিশেষ দিনে তোমার জন্য আমার দোয়া , তুমি যেন সর্বদা সত্যের পথে চলো, ন্যায়বিচারের পক্ষে কথা বলো, এবং আল্লাহর নির্দেশাবলী মেনে চলো।
আল্লাহ তোমাকে সুন্দর জীবন, অফুরন্ত সুখ ও শান্তি দান করুন। ঈমানের পথে দৃঢ় থেকো, ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করো, এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো । জন্মদিন শুভ হোক!
❤️❤️❤️শুভ জন্মদিন বাবা! ❤️❤️❤️