Page 2.0

Page 2.0 Everything is fair in love and war

আবেগ 💔
25/05/2025

আবেগ 💔

💔
19/05/2025

💔

কাউকে -- বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন!  কারণ,মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না.!!!
15/05/2025

কাউকে -- বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন!
কারণ,
মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না.!!!

একটা ব্যাঙকে যদি আপনি ঠাণ্ডা পানির পাত্রে রাখেন, আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন-ব্যাঙটি কিন্তু তাড়াতাড়ি কোনো ...
13/05/2025

একটা ব্যাঙকে যদি আপনি ঠাণ্ডা পানির পাত্রে রাখেন, আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন-ব্যাঙটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ পানিতে বসে থাকে, আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে।
ধীরে ধীরে পানি গরম হতে থাকে, আর ব্যাঙও ধীরে ধীরে তার শরীরের ভেতর সেই উত্তাপ সহ্য করতে থাকে। সে ভাবে, "এটা তো এখনো সহ্য করা যাচ্ছে।"

কিন্তু সমস্যা তখনই শুরু হয়। পানির তাপ এক সময় এত বেশি হয়ে যায় যে, তখন আর সহ্য করা যায় না। ব্যাঙ তখন বুঝতে পারে, "এখন আমার লাফ দিয়ে বাঁচা দরকার!"

কিন্তু হায়! তখন আর তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য! তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না। ধীরে ধীরে সে পানিতে সেদ্ধ হয়ে মারা যায়…

আপনি কি জানেন—ব্যাঙটা আসলে মারা যায়নি পানির তাপে, বরং মারা গেছে সময়মতো সিদ্ধান্ত না নিতে পারায়!

এই ঘটনাটাকেই বলা হয় "Boiling Frog Syndrome"।

এই গল্প আমাদের জীবনের সঙ্গেও হুবহু মিলে যায়।

আমরা অনেক সময় একের পর এক অন্যায়, অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি—ভাবি, “এখন না হয় মেনে নিচ্ছি, পরে কিছু একটা করব।”

কিন্তু যে সমস্যা শুরুতেই ঠেকানো যেতো, তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যে তখন আর কিছুই করার থাকে না।

তখন আমাদের মনের শক্তিটাও থাকে না, সাহসটাও ক্ষয়ে যায়।

শিক্ষনীয়

তাই, জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাফ দেওয়ার মতো শক্তিটুকুও থাকবে না।

সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার করুন, প্রতিবাদ করুন, নিজের সম্মানকে রক্ষা করুন।

না হলে একদিন হয়তো আপনিও সেই “সেদ্ধ ব্যাঙ” হয়ে যাবেন, যে বাঁচতে চেয়েও বাঁচতে পারল না…

কখনো তোমার খানিকটা সময় হলে আমার খবর নিও! জানতে চেয়ো,কেমন আছি?কেমন থাকি? কেমনে ঘুমাই?কেমনে তোমায় মনে রাখি! খুব সখ করে আমা...
10/05/2025

কখনো তোমার খানিকটা সময় হলে আমার খবর নিও! জানতে চেয়ো,কেমন আছি?কেমন থাকি? কেমনে ঘুমাই?কেমনে তোমায় মনে রাখি! খুব সখ করে আমার কাছে জানতে চেয়ো; কেমনে তুমি না থাকতেও তোমায় ভালোবাসি.!!

❤️
04/05/2025

❤️

12/03/2024

আল্লাহ'র উপরে বিশ্বাস রাখুন, এই রমজানেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন।❤️

এই ভদ্রমহিলা ছবির পুতুলটিকে মাস কয়েক আগে একটি অ্যান্টিক সপে দেখতে পান। এরপর থেকে প্রায়ই ওনার ভাবনায় পুতুলটি ঘুরতে থাক...
16/02/2024

এই ভদ্রমহিলা ছবির পুতুলটিকে মাস কয়েক আগে একটি অ্যান্টিক সপে দেখতে পান। এরপর থেকে প্রায়ই ওনার ভাবনায় পুতুলটি ঘুরতে থাকে। এমনকি উনি সপ্নেও বেশ কয়েকবার পুতুলটিকে দেখতে পান। সব থেকে মজার কথা হল, যখনই পুতুলটি তার ভাবনায় আসে তখনই তিনি পুতুলটির প্রতি সম্মোহিতের মত অনুভব করেন। এভাবে কিছুদিন চলার পর উনি থাকতে না পেরে শেষ পর্যন্ত পুতুলটি কিনে নিজের ঘরে নিয়ে আসেন। কি মনে হয় আপনাদের, পুতুলটি কি শুধুই একটি পুতুল! নাকি সামনে খুব খারাপ কিছু ঘটতে চলেছে ওনার সাথে? আমার কিন্তু পুতুলটিকে দেখেই অভিশপ্ত মনে হচ্ছে
প্রথম প্রকাশঃ ৯ই মার্চ, ২০২১। -Collect-

এটা সুন্দর তো 🥺❤️
31/01/2024

এটা সুন্দর তো 🥺❤️

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂সেটা আমি জানি।আপনি ভাবছেন,এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরাযেখানে আছে, সেটা তাদের জায়গা ...
26/01/2024

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂
সেটা আমি জানি।
আপনি ভাবছেন,
এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরা
যেখানে আছে, সেটা তাদের জায়গা নয়।
মানে তারা ভুল জায়গায় আছে।
যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো,
আর নাটের সাথে স্ক্রু'টা থাকতো তাহলে মানাতো।
যদি তেমনটা থাকতো তাহলে কি হতো?
শার্পনারটা পেন্সিলকে একটু একটু করে নিঃশেষ করে ফেলতো। আর নাট'টা স্ক্রুটাকে এমনভাবে পেঁচিয়ে রাখতো, নাট'টার জীবন ওখানেই আটকে যেতো। না পারতো সে সামনে যেতে, না পারতো সে পেছনে যেতে।
পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেতো,
স্ক্রু'র জীবনটাও থেমে যেতো।
আসলে মাঝে মধ্যে জীবনে চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপখাবে বলে ভাবি বা গ্রহণ করি, সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়।
মাঝেমধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান ও ক্ষতির কারণ।

#সংগৃহীত

21/12/2023

বস্তা বন্দি লাশ সম্পূর্ণ সত্য ঘটনা , রহস্যময় সব সভ্যতিক ঘটনা পেতে আমাদের পেজটি শেয়ার করুন

আসছে আজ রাত ১১:৫৯ PM
21/12/2023

আসছে আজ রাত ১১:৫৯ PM

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Page 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category