Mamun It Tec. 1.0

Mamun It Tec. 1.0 May Allah bless everyone.
(14)

আসসালামু আলাইকুম, পৃথিবীতে আমাদেরকে বাঁচতেও হবে, এবং জানতেও হবে। সবার সাথে মিলেমিশে শান্তিতে বসবাস করতে হবে। একে অপরকে সাহায্য করতে হবে। মন থেকে হিংসা দূর করতে হবে।

"হ্যালো বন্ধুরা, বর্ষাকালে দুপুরের পরে ঘুরতে যাওয়ার সময়। যদি পা পিছলে পড়ে যায়। তাহলে তো শুধু কাপড় নষ্ট হয়, নাকি কো...
24/08/2025

"হ্যালো বন্ধুরা, বর্ষাকালে দুপুরের পরে ঘুরতে যাওয়ার সময়। যদি পা পিছলে পড়ে যায়।
তাহলে তো শুধু কাপড় নষ্ট হয়,
নাকি কোমরেও ব্যথা পাওয়া যায়। 🤔🤔😅😅🙏🙏

24/08/2025

আল্লাহ, তুমি আমার চেষ্টার ভেতর এমন আলো রাখো, যাতে যারা আমার সঙ্গে পথ চলে, তারাও উৎসাহ ও দোয়া পায়।

"বর্ষাকালে রাস্তায় হাঁটার সময়, জুতা ছিড়ে গেলে কেমন লাগে। তাও আবার গার্লফ্রেন্ডের সাথে। 🤔🤔
24/08/2025

"বর্ষাকালে রাস্তায় হাঁটার সময়, জুতা ছিড়ে গেলে কেমন লাগে।
তাও আবার গার্লফ্রেন্ডের সাথে। 🤔🤔

যদি কেউ বলে—“ভোরবেলা উঠে কাজ করো, সফলতা আসবে।” তাকে বলো—“তুমি আগে আমার ঘুম ফেরত দাও!” শুভ সকাল, সফলতা অপেক্ষা করুক, আমি ...
24/08/2025

যদি কেউ বলে—“ভোরবেলা উঠে কাজ করো, সফলতা আসবে।” তাকে বলো—“তুমি আগে আমার ঘুম ফেরত দাও!” শুভ সকাল, সফলতা অপেক্ষা করুক, আমি আরেকটু ঘুমাই!

"দুনিয়াতে এত চাকরিজীবী ছেলে থাকতে, মেয়েরা বেকার ছেলেদের প্রেমে কেন পরে। আবার পালিয়ে গিয়ে বিয়ে করে, খাইতে না পেরে আব...
23/08/2025

"দুনিয়াতে এত চাকরিজীবী ছেলে থাকতে, মেয়েরা বেকার ছেলেদের প্রেমে কেন পরে।
আবার পালিয়ে গিয়ে বিয়ে করে, খাইতে না পেরে আবার ফিরেও আসে। কেন
এর জবাব চাই।

23/08/2025

হে মালিক, আমার ছোট পরিশ্রমকে তুমি বড় ফলাফল দাও এবং সেই রিজিক দিয়ে আমাকে আত্মবিশ্বাসী করো।

ভোরবেলা যখন পাখিরা গান গায়, তখন বুঝতে হবে পৃথিবী এখনো সুন্দর আছে। তাই চোখ খুলো, শ্বাস নাও গভীরভাবে আর নিজেকে বলো—আজ আমি ...
23/08/2025

ভোরবেলা যখন পাখিরা গান গায়, তখন বুঝতে হবে পৃথিবী এখনো সুন্দর আছে। তাই চোখ খুলো, শ্বাস নাও গভীরভাবে আর নিজেকে বলো—আজ আমি পারব। শুভ সকাল, তোমার জীবনের প্রতিটি পথে থাকুক আলোর দিশা।

"পাশের বাসার মেয়েকে লাইন মারা সবচেয়ে রিস্কি কাজ! কারণ উনি জানালা দিয়ে হাসলে বুক নাচে, কিন্তু উনার আম্মা দেখলে জুতা হাতে ...
22/08/2025

"পাশের বাসার মেয়েকে লাইন মারা সবচেয়ে রিস্কি কাজ! কারণ উনি জানালা দিয়ে হাসলে বুক নাচে, কিন্তু উনার আম্মা দেখলে জুতা হাতে দৌড়ায় 😅। তবুও কি করব বলেন, পাশের বাসার মেয়ে মানেই তো নিজের WiFi এর মতো—সিগন্যাল সবসময় স্ট্রং থাকে।

22/08/2025

হে আল্লাহ, আজকের দিনটা যেন হয় ব্যথাহীন।
আপনার আলোয় আজকের সকাল ভরে যাক সুস্থতা আর শান্তিতে।

"রাস্তা ঘাটে সুন্দরী মেয়ে দেখলেই মনে হয়, এইবার লাইন মারব, প্রেম হবে, সিনেমার মতো গল্প হবে। কিন্তু যেই এগোই, দেখি পাশেই...
22/08/2025

"রাস্তা ঘাটে সুন্দরী মেয়ে দেখলেই মনে হয়, এইবার লাইন মারব, প্রেম হবে, সিনেমার মতো গল্প হবে। কিন্তু যেই এগোই, দেখি পাশেই একখানা বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে! 😅 আমি তো চিন্তায় আছি, মেয়েরা কি আলাদাভাবে জন্মায় নাকি বয়ফ্রেন্ডসহ জন্মায়? 🤣। শেষে প্রেম তো দূরের কথা, নিজেরে বাঁচানোই বড় মুসিবত হয়ে যায়।

সকালে ঘুম ভাঙার পর চোখ খোলা মানেই—লড়াইয়ের শুরু। বিছানা ছেড়ে উঠা একধরনের যুদ্ধ! শুভ সকাল, এই যুদ্ধের সৈনিকদের অভিনন্দন!
22/08/2025

সকালে ঘুম ভাঙার পর চোখ খোলা মানেই—লড়াইয়ের শুরু। বিছানা ছেড়ে উঠা একধরনের যুদ্ধ! শুভ সকাল, এই যুদ্ধের সৈনিকদের অভিনন্দন!

ভাবিদেরকে লাইন মারার আলাদা একটা শান্তি আছে, কারণ উনারা বকেনও না আবার গোপনে হাসেনও 😅। কিন্তু সমস্যা হচ্ছে, ভাইজান যদি দেখ...
21/08/2025

ভাবিদেরকে লাইন মারার আলাদা একটা শান্তি আছে, কারণ উনারা বকেনও না আবার গোপনে হাসেনও 😅। কিন্তু সমস্যা হচ্ছে, ভাইজান যদি দেখে ফেলে তখন লাইন সরাসরি হসপিটালের বেডে গিয়ে শেষ হয় 🤣। তাই সাবধান, লাইন মারতে গিয়ে লাইফ যেন না শেষ হয়!"

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mamun It Tec. 1.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share