DCU Insiders

DCU Insiders 'Learning through interdisciplinary knowledge and teaching'. Dhaka Central University (DCU)
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ঢাকেবি)
(1)

09/07/2025

ভর্তি পরিক্ষা আয়োজনের জন্য অন্তবর্তী প্রশাসনকে আজ চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে ইউজিসিতে মিটিং হয়েছে । এখন অন্তবর্তী প্রশাসকের সাথে ভর্তি কমিটি এবং সাত কলেজ অধ্যক্ষদের মিটিং হবে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র ভর্তি পরিক্ষা আগষ্টে হয়ে যাবে ! এবার ভর্তি পরিক্ষা নিবে অন্তবর্তী প্রশাসন নট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন !

অধ্যাদেশের আগে বাকি রইলো কিছু বিভাগের ফলাফল, নন-প্রোমোটেড ইস্যু আর নিজ ক্যাম্পাসে পরিক্ষা দেওয়ার ইস্যু !

নিজেদের প্রতিটি অধিকার আদায় করার জন্য এবার ক্যাম্পাস কেন্দ্রিক সচেতনতা বৃদ্ধি করুণ। আপনাদের অধ্যক্ষ মহোদয়গণ এখনো হেল্প ডেস্ক তৈরি করেনি। এসব ইন্টারনাল হেল্প ডেস্ক বাইরে থেকে গিয়ে কেউ করে দেওয়া অনর্থক । ক্যাম্পাসে বসে অধ্যক্ষ মহোদয়গণদের নিকট সকল সমস্যার সমাধান চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৌঁড়ানোর ইতি টানেন ! ঢাবির রেজিস্ট্রার ভবন আপনার না ! আপনার ক্যাম্পাসে বসে আপনার অ্যাকাডেমিক সমস্যা সমাধানের পরিবেশ At any cost তৈরি করতে হবে। কর্তৃপক্ষ আপনার সমস্যা সমাধান করতে বাধ্য। আপনার সমস্যা সমাধানের জন্যই সাত কলেজে রাষ্ট্রের ভ্যাট-ট্যাক্সের টাকায় এতো এতো মানুষের বেতন হয় ! তাহলে আপনার সমস্যা সমাধানের জন্য আপনি কেন বাইরে দৌড়াবেন ? অধিকার কেঁড়ে নিতে হয় ! যুক্তি দিয়ে আদায় করতে না পারলে এঁরা আপনাকে পিয়ন বানাবে !

কর্তৃপক্ষের কথিত অসহায়ত্বের ইতি টানেন। অন্তবর্তী প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা এখন প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাস পর্যন্ত বিস্তৃত !

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বৈরাচারী কার্যক্রমের দিন শেষ !

আরেকটি কথা হচ্ছে প্রতিটি স্থানে আচরণে সর্বোচ্চ ভদ্রতা বজায় রাখেন। কিন্তু শিক্ষা সিন্ডিকেটকে ভয় পাওয়া যাবে না। বৈষম্যহীন শিক্ষা ও শিক্ষাঙ্গন হতেই হবে ! অন্তত সাত কলেজ শিক্ষার্থীদের উপর আর কোনো শিক্ষা সিন্ডিকেট যাতে স্টিমরোলার চালানোর সুযোগ না পায় !

আপনারা এখন স্বাধীন ! নিজ ক্যাম্পাসে বসে অ্যাকাডেমিক সেবা গ্রহণের মাধ্যমে স্বাধীনতা উপভোগ করুন।

- মোঃ আব্দুর রহমান
শিক্ষার্থী, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

#সাত_কলেজ_বিশ্ববিদ্যালয়ে_রুপান্তর

Salute Brother🙏
09/07/2025

Salute Brother🙏

08/07/2025

ইউজিসি কর্তৃক সুপারিশকৃত প্রস্তাবিত "ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির" ২৪-২৫ সেশনের ভর্তি পরিক্ষার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়!

অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইউজিসি!

আজ অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের সূচনা করেন ঢাবি প্রযুক্তি ইউনিট অধিভুক্ত "ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজের" শিক্ষার্থী...
08/07/2025

আজ অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের সূচনা করেন ঢাবি প্রযুক্তি ইউনিট অধিভুক্ত "ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজের" শিক্ষার্থীরা!💥

07/07/2025

ব্রেকিং💥

আগামী ১৫ আগষ্টের মধ্যে ২০২৩-২৪ সেশনের ফরমফিলাপ শুরু এবং সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে!
‼️

তিতুমীরিয়ান be like : দেশে আন্দোলনের খরা দেখা দিছে, যাই একটু আন্দোলন করে আসি!🐸
07/07/2025

তিতুমীরিয়ান be like : দেশে আন্দোলনের খরা দেখা দিছে, যাই একটু আন্দোলন করে আসি!🐸

07/07/2025

🔥Update🔥
এই সপ্তাহে প্রকাশ হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ সেশনের ভর্তি সার্কুলার!

06/07/2025

বর্তমান শিক্ষার্থীরা ঢাবির অধিভুক্ত এবং তাদের শিক্ষা কার্যক্রম ঢাবির অধিনেই শেষ করতে হবে। 💥

— অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যার

06/07/2025

বাবা যখন চাকরি করতো তখন কেন জানি কিছু দরকার হইলেই টাকা চাইতাম। বাইরে থাকার দরুন মাস শেষ হলেই মেস ভাড়া, খাওয়ার টাকা পুরো মাসের খরচ একসাথে নিতাম। চাওয়া মাত্র দিয়েও দিতো, কোন অজুহাত দেখাতো না।

আর এখন, বাবা অবসর নিয়েছেন গত মাসে। আজ এই মাসের ৬ তারিখ, বাড়িওয়ালা, মেস ম্যানেজার এদিকে কয়েকবার এসে টাকা চেয়ে গেল, আমার হাত খালি। অথচ বাড়িতে ফোন দিয়ে যে বলবো, আব্বু/আম্মু এই মাসের টাকা লাগবে, টাকা দাও! এই সাহসটা পাচ্ছি না। কারণ ওইযে বাবা এখন অবসরপ্রাপ্ত!

এটাই হয়তো ছেলেদের জীবন। বাবা'রা যতক্ষণ সচ্ছল ততক্ষণ আমরা ভবিষ্যৎ নিয়ে একবারের জন্যও ভাবি না। আর যখন বাবা'রা থেমে যায় তখনই হয়তো মাথায় আকাশ ভেঙে পড়ে। মুহূর্তেই জীবনের মোড় পাল্টে যায়। তখন হয়তো আমাদের একটাই চাওয়া থাকে যে, কতক্ষণে বাবা'কে বলতে পারব— "বাবা আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না, তুমি এবার সত্যিকার অর্থেই অবসর নাও"!

নাম প্রকাশে অনিচ্ছুক
বাঙলা কলেজ

সংক্ষেপে "আপা"! 🐸
06/07/2025

সংক্ষেপে "আপা"! 🐸

বাংলার বাঘিনীরা!🎀
05/07/2025

বাংলার বাঘিনীরা!🎀

Address


Alerts

Be the first to know and let us send you an email when DCU Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DCU Insiders:

  • Want your business to be the top-listed Media Company?

Share