Cyber Commandos 52

Cyber Commandos 52 Cyber Commandos 52 is a blue hat hacking team dedicated to cybersecurity and the protection of Bangladesh's digital platform.

We ensures the safety and security of everyone in cyberspace.

**Official Statement** ০২/১৪/২০২৩ তারিখ দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,     আমাদের Cyber Commandos - 52 টিমের...
13/02/2023

**Official Statement**

০২/১৪/২০২৩ তারিখ দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের Cyber Commandos - 52 টিমের সকল প্রকার কার্যক্রম এবং পূর্বে প্রদান কৃত সকল প্রকার সেবা অফিসিয়ালভাবে সম্পূর্নরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সকল প্রকার কার্যক্রম দু'বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিলো । ব্যাস্ততা এবং নানান জটিলতার জন্যে তা অবগত করা হয় নি।

দীর্ঘসময় পর, আপনারা গত কয়েক মাস ধরে আমাদের পেইজে একাউন্ট রিকোভারি সহ বিভিন্ন ইস্যু নিয়ে ইনবক্স করছেন পেইজে। যেহেতু, আমাদের কার্যক্রম সম্পূর্নভাবে স্থগিত তাই ফেসবুক রিকোভারি অথবা পূর্বে প্রদানকৃত অন্যান্য ইস্যুতে আর সাহাজ্য প্রদান করা হবে না। আমরা উক্ত বিষয়ের জন্যে অত্যন্ত দুঃখ্যিত।

আমাদের টিম Cyber Commandos - 52 আজ থেকে প্রায় ৫ বছর আগে,
একটি সুস্থ ও নিরাপদ ভার্চুয়াল প্লাটফর্ম তৈরীর প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়। কয়েকজন এডমিন এবং স্বল্প সংখ্যক crew নিয়ে আমাদের এই যাত্রা শুরু হয় । খুব স্বল্প সময়ের ভেতর আমাদের টিমের মেম্বার এবং সাপোর্টার জ্যামিতিক হারে বৃদ্ধি পেতে থাকে। আপনাদেরকে ফেসবুক রিকোভারি এবং সোস্যাল প্লাটফর্ম রিলেটেড সাহাজ্য প্রদানের মাধ্যমে আপনাদের ভালোবাসার স্থান দখল করতে সক্ষম হই। আপনাদের কৃতজ্ঞতা ও ভালোবাসার ফলে আমরা অল্প সময়ে অধিক জনপ্রিয়তা অর্জন করতে পারি। আমাদের টিম সোস্যাল প্লাটফর্ম থেকে নাস্তিকতা, হ্যারেজমেন্ট এবং সাইবার অপরাধ দমন করতে সর্বদা প্রচেষ্ঠা করেছে এবং যথেষ্ঠ সফলতাও অর্জন করেছে।
পাব্লিক রিকোভারী গ্রুপ থেকে কালেক্ট করা আপনাদের সাহাজ্যকৃত অর্থ থেকে আমরা সর্বহারা ও অসহায় দের পাশে দাড়ানোর লক্ষ্যে ফাউন্ডেশন করি এবং আপনাদের অর্থের বিনিময়ে তাদের সাহাজ্য করতে সক্ষম হই। আমাদের টিম স্বাভাবিক গতিতে সকল টিম মেম্বার্স দের সাপোর্টে চলতে থাকে। হঠাৎ সকলের ব্যাস্ততা এবং নানান জটিলতার কারণে আমাদের টিমের স্থায়িত্ব হয় নি।
যার ফলে আকষ্মিক ভাবে সকলকে হারিয়ে ফেলা হয় এবং টিমের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আমাদের টিমের যাত্রাপথে অনেক ক্রিউ এবং সহযোদ্ধাদের হারিয়ে ফেলেছি। তাদের উপস্তিতি এবং অনুপস্থিততে আমরা আমাদের টিম কে এগিয়ে নিয়েছি৷ সাবেক ও বর্তমান সহযোদ্ধা যারা পোস্ট টি সময় নিয়ে পড়ছেন তাদের প্রতি আমার অফুরন্ত কৃতজ্ঞতা ও সম্মান রইলো। আপনাদের এই সম্মিলিত পরিশ্রম এবং প্রচেষ্ঠায় আমাদের যাত্রা আজ হয়তো এতটুকু! আপনারা যে যেভাবেই যে অবস্থাতেই থাকেন না কেনো, যোগাযোগ না থাকলেও অথবা টিমের সাথে সম্পৃক্ততা না থাকলেও আপনারা সবাই অন্তরে চিরজীবন স্থায়ী হয়ে থাকবেন ইন শা আল্লাহ।

আমরা আমাদের যাত্রায় কাওকে উপকৃত করতে সক্ষম হয়েছি কিনা সেই বিষয়ে আমাদের জানা নেই তবে আমাদের টিমের দ্বারা যদি কেও উপকৃত হয়ে থাকেন তাহলে সেইটাই আমাদের কেবল সার্থকতা এবং আমাদের যাত্রা সফল বলে বিবেচনা করা যায়!

উক্ত টিম সহ সকলেই স্মৃতিবদ্ধ হয়ে থাকবেন এবং এই পেইজ টি ও স্মৃতিবদ্ধ হয়ে থাকার জন্যে রেখা দেওয়া হবে।

টিম সম্পর্কে অথবা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। এ ছাড়াও কারো সাথে আমার ব্যাক্তিগত কোনো লেন-দেন থাকলে আমার ব্যাক্তিগত একাউন্টে ইনবক্স করতে পারেন কমেন্টে পিন করা থাকবে।

প্রত্যেক যাত্রারই কোনো পর্যায়ে সমাপ্তি হয়।
Every end is not like a fairy tale.

। Cyber Commandos 52 এর সমাপ্তি এখানেই।

ধন্যবাদান্তে,
Xubayer Kowsir
Jalal Redwan Rahman
Fahim Ahmed Noyon
Ahsan Nazmul

Founders & CEO

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cyber Commandos 52 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share