19/10/2025
"উপমহাদেশ ও এর বাইরে সাম্প্রতিক অভিজ্ঞতা দেখায়, কাগজের প্রতিশ্রুতি যথেষ্ট নয়, পাকিস্তানের ২০০৬ সালের চার্টার অব ডেমোক্রেসি বহু বিষয়ে ঐক্যমত্য আনলেও ক্ষমতায় গিয়েই অগ্রাধিকার বদলে গিয়ে সংস্কারের বড় অংশ ঝুলে থাকে; টিউনিসিয়ায় (২০১১–২০১৪) আধুনিক সংবিধান থাকা সত্ত্বেও দলগত টানাপোড়েনে প্রতিশ্রুতি ধীরগতিতে এগোয়, প্রমাণ করে নথি নয়, প্রতিষ্ঠান কতটা শক্ত সেটাই মুখ্য। শ্রীলঙ্কায় (২০২২) রাস্তার আন্দোলনে রাজনৈতিক পালাবদল ঘটলেও, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরিবর্তিত থাকায় নীতি-সংস্কার বারবার আটকে গিয়েছে। এসব উদাহরণ মিলিয়ে আমরা বলতে পারি সনদ স্বাক্ষর গুরুত্বপূর্ণ, তবে বাস্তবায়ন বেশ দুরূহ।"
-আসিফ বিন আলী