মেঘচিল . meghchil

মেঘচিল . meghchil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেঘচিল . meghchil, News & Media Website, Gulshan/2, Dhaka.

Meghchil is at the forefront of shaping the future of Bengali literature, expertly blending literary excellence with innovative storytelling to guide and inspire a new generation of readers.

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন-এর প্রয়াণে শোক ও শ্রদ্ধা.✦ #ফরিদাপারভীন        #মেঘচিল  #অন্তর্গত_উড়ালভঙ্গি
13/09/2025

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন-এর প্রয়াণে শোক ও শ্রদ্ধা.

#ফরিদাপারভীন

#মেঘচিল #অন্তর্গত_উড়ালভঙ্গি

আমাদের আপনজন কবি শ্বেতা শতাব্দী এষ-এর প্রয়াণে শোক ও ভালোবাসা.✦ #শ্বেতাশতাব্দীএষ            #মেঘচিল  #অন্তর্গত_উড়ালভঙ্গি
12/09/2025

আমাদের আপনজন কবি শ্বেতা শতাব্দী এষ-এর প্রয়াণে শোক ও ভালোবাসা.

#শ্বেতাশতাব্দীএষ

#মেঘচিল #অন্তর্গত_উড়ালভঙ্গি

শুভেচ্ছা কার্ডটিতে যে লোগোটি  আছে, এটি তাঁর সৃষ্টি। অর্থাৎ যখন 'মেঘচিল' ছিল কেবল আমাদের স্বপ্নের ভেতর, সেই স্বপ্ন আর এলো...
08/09/2025

শুভেচ্ছা কার্ডটিতে যে লোগোটি আছে, এটি তাঁর সৃষ্টি। অর্থাৎ যখন 'মেঘচিল' ছিল কেবল আমাদের স্বপ্নের ভেতর, সেই স্বপ্ন আর এলোমেলো ভাবনার পালে হাওয়া দিয়েছিলেন তিনিই প্রথম।
সেই থেকে, শুধু 'মেঘচিল'র নামলিপিকার নন, আমাদের রুচিবোধ আর চিন্তা পথের অলংকারিক তিনি।

অনেক কিছুই শুরুর সাক্ষী তিনি। আধুনিক শিল্পবোধ, চিন্তার বহুমাত্রিক গভীরতায় তিনি চলেন ভিন্ন পথে; তাঁর মতো করে। অনেক ভিড়ের মাঝেও তাই তাঁকে আলাদা করে চিনে ফেলি আমরা।

আজ আমাদের আপনজন চিত্র ও বর্ণশিল্পী সব্যসাচী হাজরার জন্মদিন। তাঁকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।
শুভ জন্মদিন.

Photo: Rupam Chowdhury
#সব্যসাচীহাজরা

#মেঘচিল #অন্তর্গত_উড়ালভঙ্গি

প্রখ্যাত চিন্তক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ বদরুদ্দীন উমর-এর প্রয়াণে শোক ও শ্রদ্ধা.✦Photo: Nasir Ali Mamun/Photoseum #বদরুদ্...
07/09/2025

প্রখ্যাত চিন্তক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ বদরুদ্দীন উমর-এর প্রয়াণে শোক ও শ্রদ্ধা.

Photo: Nasir Ali Mamun/Photoseum
#বদরুদ্দীনউমর

#মেঘচিল #অন্তর্গত_উড়ালভঙ্গি

29/08/2025

আমি মেয়েদেরতে দূরে দূরে থাকি
— জ হি র হা সা ন

#জহিরহাসান
#মেঘচিল #খেয়ালি #খামখেয়ালি


#অন্তর্গত_উড়ালভঙ্গি

'পরদেশী মেঘ যাও রে ফিরে।বলিও আমার পরদেশী রে॥সে দেশে যবে বাদল ঝরেকাঁদে নাকি প্রাণ একেলা ঘরে,বিরহ-ব্যথা নাহি কি সেথা বাজে ...
27/08/2025

'পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে॥
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে॥'

আজ ১২ই ভাদ্র, কাজী নজরুল ইসলাম-এর প্রয়াণবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা.

#কাজীনজরুলইসলাম #নজরুল


#মেঘচিল #অন্তর্গত_উড়ালভঙ্গি

কবি, গদ্যকার, চিত্রশিল্পী ও মেঘচিল-এর আপনজন নির্ঝর নৈঃশব্দ্য'র জন্মদিনে আমাদের শুভেচ্ছা। শুভ জন্মদিন. ✦   #নির্ঝর_নৈঃশব্...
24/08/2025

কবি, গদ্যকার, চিত্রশিল্পী ও মেঘচিল-এর আপনজন নির্ঝর নৈঃশব্দ্য'র জন্মদিনে আমাদের শুভেচ্ছা।
শুভ জন্মদিন.

#নির্ঝর_নৈঃশব্দ্য

#মেঘচিল #অন্তর্গত_উড়ালভঙ্গি

যেটুকু জাপান— অভিজিৎ মুখার্জিজাপান বিষয়ক নিবন্ধ-সংকলন(বিস্তারিত তথ্য বা সংগ্রহের লিঙ্ক কমেন্ট বক্সে)● সূচিপত্র—————▸ সাম...
21/08/2025

যেটুকু জাপান
— অভিজিৎ মুখার্জি
জাপান বিষয়ক নিবন্ধ-সংকলন

(বিস্তারিত তথ্য বা সংগ্রহের লিঙ্ক কমেন্ট বক্সে)

● সূচিপত্র
—————
▸ সামুরাই সুষমা
▸ হাইকু
▸ জাপানি ভাষায় জীবনানন্দের 'রূপসী বাংলা' উরুওয়াশি নো বেংগারু
▸ জাপানি কবিতাগুচ্ছ [মাসায়ুকি উসুদা]
▸ জাপান যাত্রায় আলোকপ্রাপ্তি: বুদ্ধদেব বসু
▸ রবীন্দ্রনাথের প্রথম জাপান সফর-সেই প্রথম দর্শনের প্রতিক্রিয়া নিয়ে কিছু কথা
▸ সন্ধ্যার নদীর ঢেউয়ে আসন্ন গল্পের মতো রেখায় [ইউকিও মিশিমা]
▸ রবীন্দ্রনাথের প্রথম জাপানযাত্রার আগে, এবং কয়েক দশক পরে
▸ আরাধ্যের পুনরুত্থান আমরাই ঘটাব
▸ পরিবেশচেতনা-সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা

● দ্বিতীয় সংস্করণের ভূমিকা
—————
প্রথম সংস্করণের ভূমিকা লেখার সময় ইচ্ছে প্রকাশ করেছিলাম যে পরবর্তী সংস্করণটিতে জাপানি বুদোও অর্থাৎ মার্শাল আর্ট, আর জাপানি নাট্য-ঐতিহ্য: কাবুকি, নো, কিওগেন ইত্যাদির সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু ২০২৫ সালে এই দ্বিতীয় সংস্করণটির প্রস্তুতির অব্যবহিত আগে একটা উল্লেখযোগ্য তথ্য সংবাদমাধ্যমের সূত্রে আমাদের কাছে এসে পৌঁছোয়। বিলেতের বুকার-প্রাইজ ফাউন্ডেশন ২০২২ সালে সমীক্ষা চালিয়ে দেখেছে যে অপেক্ষাকৃত নবীন পাঠকদের মধ্যে তো বটেই, সাধারণভাবে আপামর পাঠকদের মধ্যেই যার যার নিজের ভাষার ফিকশন পড়ার চেয়েও বিদেশি সাহিত্য থেকে অনূদিত ফিকশন পড়ার জনপ্রিয়তা তুলনায় এখন অনেক বেশি। সেই সূত্রেই আমরা জানতে পাচ্ছি যে বিদেশি নানা আন্তর্জাতিক ভাষার সাহিত্যের মধ্যে, অনুবাদে হালের জাপানি সাহিত্যের উপন্যাসগুলো পড়ার ঝোঁক নাকি লক্ষ করার মতোই বেশি! হালের জাপানি ফিকশনের সঙ্গে বাংলাভাষী পাঠকের পরিচয় কতটা নিবিড়, নির্ণয় করা কঠিন; তবে এটুকু প্রত্যয়ের সঙ্গে বলা যায় যে হালের কিংবা সাবেক জাপানি ফিকশনে সামাজিক ও ব্যক্তিগত জীবনদর্শন সংক্রান্ত যে চিত্র ও বার্তা, তা কখনোই বাংলার পাঠকের কাছে খুব দূরের কিছু বলে মনে হবে না।

জাপানি গদ্যসাহিত্য জুড়ে অন্তর্লীন দর্শন ও প্রাচীন ভারতের আধ্যাত্মিক দর্শনের ঐতিহাসিক যোগ আছে। সেটা আরও বেশি করে স্পষ্ট হয় রবীন্দ্রসংগীতে বিস্তৃতভাবে এইসব দর্শনের অতিপরিচিত প্রকাশের নমুনা থেকে। রবীন্দ্রসংগীতের মাধ্যমে নিতান্তই বিশেষরকম সহায়তা পেয়ে বাংলার পাঠক অবশ্যই জাপানি ফিকশনের রসগ্রহণের ক্ষেত্রে অন্যান্য সব ভাষাগোষ্ঠীর চেয়ে অনেকটা সুবিধেজনক জায়গায়। রবীন্দ্রনাথের প্রথমবার জাপানভ্রমণের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ২০১৭-তে কলকাতার এশিয়াটিক সোসাইটি আয়োজিত সেমিনারে যে বক্তব্য রেখেছিলাম, আর ২০১৮-তে কলকাতার জাপানি দূতাবাস আয়োজিত ড. ডি.এন. বক্সী স্মারক বক্তৃতায় ভারত ও জাপানের সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ে যা বলেছিলাম, মনে হয়েছে যে এই দুয়ের মাধ্যমে, জাপানি সাহিত্যের সম্ভাব্য বাঙালি পাঠককে খানিকটা যেন দীক্ষিত হয়ে উঠতে সাহায্য করা সম্ভব। তাই এই দ্বিতীয় সংস্করণে ওই দু'টি বক্তৃতার বাংলা তর্জমা অন্তর্ভুক্ত করা হলো।

প্রকাশক সংস্থা বেঙ্গলবুকস-এর প্রতি কৃতজ্ঞতা, প্রকাশনার ক্ষেত্রে খুব অল্প সময়ে এক বিশিষ্ট নাম হয়ে ওঠা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের পাঠকেরা যে এই বইয়ের কথা জানতে পারবেন, পড়তে আগ্রহী হবেন, এ বড়ো কম প্রাপ্তি নয়। সেই সূত্রে বিশেষ করে উল্লেখ করতে চাই জনাব আজহার ফরহাদের নাম, এই দ্বিতীয় সংস্করণ প্রকাশে ওঁর আগ্রহ আমাকে আনন্দ দিয়েছে। তার সঙ্গে পাণ্ডুলিপি থেকে বই হয়ে ওঠার বিভিন্ন পর্যায়ে জনাব শেখ মাহমুদ ইসলাম মিজুর ভূমিকাও অবশ্যই উল্লেখ্য, তাঁর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা।

অভিজিৎ মুখার্জি
কলকাতা, জুলাই ২০২৫
—————

যেটুকু জাপান
অভিজিৎ মুখার্জি
প্রচ্ছদ: আজহার ফরহাদ
প্রকাশকাল: ২০২৫
প্রকাশক: বেঙ্গলবুকস

#মেঘচিলপ্রচারমাইক
। #অন্তর্গতউড়ালভঙ্গি

চিৎ-তৌৎ-গংচেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস— হারুন রশীদ————————অন্তত দুই হাজার বছর ধরে চট্টগ্রাম একটি আন্তর্জাতিক বাণিজ্যকেন...
20/08/2025

চিৎ-তৌৎ-গং
চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস
— হারুন রশীদ
————————
অন্তত দুই হাজার বছর ধরে চট্টগ্রাম একটি আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। খ্রিস্টপূর্ব যুগে এই অঞ্চলের আর কোনো বন্দর বহির্বিশ্বে এতটা পরিচিত ছিল না। কিন্তু চট্টগ্রামের পরিচিত ইতিহাসের আড়ালে এখনো লুকিয়ে আছে বহু অজানা-অশ্রুতপূর্ব চাঞ্চল্যকর ঘটনা। চারশ বছর আগে চট্টগ্রামের এক নৌবহর সুদূর মালদ্বীপ আক্রমণ করে সেখানকার রাজাকে হত্যা করেছিল, এ তথ্য অনেকেরই জানা নেই। ১৮১১ সালে চট্টগ্রামের সদরঘাট থেকে ১৭টি কামান চুরি হয়ে গেল ব্রিটিশ মালিকানাধীন এক জাহাজ কারখানা থেকে আর সেই ঘটনা বাড়তে বাড়তে পরে রূপ নিল দক্ষিণ-পূর্ব এশিয়ার মানচিত্র পাল্টে দেওয়া ইঙ্গ-বার্মা যুদ্ধে-এখন যা রীতিমতো বিস্ময়কর মনে হবে। আবার ১৮১৮ সালে চট্টগ্রামে তৈরি একটা জাহাজই ছিল ১৮৪৮ সালে গঠিত জার্মান নৌবহরের প্রথম এবং প্রধান জাহাজ। বাংলাদেশের প্রথম চা ও কফির বাণিজ্যিক বাগানও তৈরি হয়েছিল চট্টগ্রাম শহরে। চট্টগ্রামের বিরল প্রজাতির গন্ডার 'মুন্নী বেগম' ১৮৭২ সালে পাড়ি দিয়েছিল লন্ডন চিড়িয়াখানায়। চেনা চট্টগ্রামের এমনই সব চমকে দেওয়া অচেনা ইতিহাস নিয়ে এই বই।
————————

● ভূমিকা: সিলেবাসের বাইরে

ঠিক কত যুগ আগ থেকে চট্টগ্রামে বসতির সূত্রপাত হয়েছিল কিংবা বন্দর হিসেবে কত বছর আগ থেকে যাত্রা শুরু করেছিল, আমাদের কাছে স্থির কোনো প্রমাণ নেই। কিন্তু সেটা যে দুই হাজার বছরের বেশি তাতে কোনো সন্দেহ নেই। অন্তত দুই হাজার বছর ধরে চট্টগ্রাম একটা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। খ্রিস্টপূর্ব যুগে এই অঞ্চলের আর কোনো বন্দর বহির্বিশ্বে এতটা পরিচিত ছিল না।

প্রাচীন মিশর, গ্রিক, আরব কিংবা চীনের বাণিজ্য বহর গাঙ্গেয় মোহনার এই বন্দরেই বাণিজ্য করতে আসত। পণ্যের বিনিময়ে পণ্য কিনে নিয়ে যেত। ভিনদেশি সওদাগরেরা এই বন্দর দিয়ে চট্টগ্রামের আশপাশের সবগুলো রাজ্যের সাথে বাণিজ্য করত।

বিদেশি জাহাজ যখন এই বন্দরে নোঙর করত তখন তাদের সাথে কিছু অজানা গল্প, কিছু অদেখা ঘটনাও উড়ে আসত। সেই সব গল্পের অধিকাংশই হারিয়ে গেছে। এই পথে যারা এসেছেন সবাই বইপত্র লেখেননি। অল্প যে কয়েকজন লিখেছেন, তার অধিকাংশই আমাদের নাগালের বাইরে। ইতিহাসের কাজ করতে গিয়ে মাঝে মাঝে দুয়েকটি ঘটনা হাতে এসে পড়ে-সেগুলো জড়ো করেই এই সংকলন প্রচেষ্টা।

দুই হাজার বছর আগে যে গ্রিক নাবিক এই অঞ্চলে এসেছিলেন তিনি দেশে ফিরে গিয়ে 'পেরিপ্লাস অব ইরিথ্রিয়ান সি' না লিখলে আমাদের জানা হতো না গাঙ্গেয় নামের প্রাচীন এক বন্দর ছিল মেঘনা মোহনার কাছে। কিংবা ১৬০৭ সালে যে ফরাসি নাবিক চট্টগ্রাম এসেছিলেন তিনি দেশে ফিরে গ্রন্থ প্রকাশ না করলে আমাদের কখনো জানা হতো না একদা এক বাঙালি নারী মালদ্বীপের রানি হয়েছিলেন। জানা হতো না চট্টগ্রাম থেকে একদল সৈন্য গিয়ে মালদ্বীপের রাজাকে হত্যা করেছিল।

১৮১১ সালে চট্টগ্রামের সদরঘাট থেকে ১৭টি কামান চুরি হয়ে গেল ব্রিটিশ মালিকানাধীন এক জাহাজ কারখানা থেকে। সেই ঘটনা বাড়তে বাড়তে পরবর্তীকালে রূপ নিয়েছিল ইঙ্গ-বার্মা যুদ্ধে এবং সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ার মানচিত্রই বদলে গিয়েছিল। দেশে ফিরে অবসরপ্রাপ্ত ইংরেজ অফিসারেরা স্মৃতিকথা না লিখলে সেই সব ঘটনাও হয়তো জানা হতো না।

কয়েক বছর আগে 'ফ্রিগেট ডয়েচল্যান্ড' নামের ১৮১৮ সালে চট্টগ্রামে তৈরি একটা জাহাজের বিষয়ে লিখেছিলাম। কিন্তু তখনো জানা ছিল না সেই জাহাজটি ছিল ১৮৪৮ সালে গঠিত হওয়া জার্মান নৌবহরের প্রথম এবং প্রধান জাহাজ। মূলত সেই জাহাজটি দিয়েই জার্মান নৌবাহিনীর আদি যাত্রা শুরু হয়েছিল। আবার লন্ডনে গ্রিন উইচ মেরিটাইম জাদুঘরে খোঁজ করতে গিয়ে পাওয়া গেল ১৭৯২ সালে চট্টগ্রামে তৈরি 'শার্লট অব চিটাগং' নামের চমৎকার একটা জাহাজের তথ্য ও ছবি।

আমাদের জানা আছে বাংলাদেশের প্রথম চা বাগানটি যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম শহরে। কিন্তু জানা ছিল না তার আগেই চট্টগ্রাম শহরে কফি চাষ শুরু হয়েছিল। চট্টগ্রাম শহরের মাঝখানে বিশাল এক কফি বাগান ছিল। চট্টগ্রামের বন্যপ্রাণীদের নিয়ে খোঁজ করতে গিয়ে 'মুন্নী বেগম' নামের এক বিখ্যাত গন্ডারের খোঁজ পাওয়া গেল ১৮৭২ সালের লন্ডন চিড়িয়াখানায়। বিরল প্রজাতির সেই গন্ডার রামুর জঙ্গল থেকে লন্ডনে গিয়েছিল।

১৮৩৭ সালে চট্টগ্রামে একটা ঐতিহাসিক দাঙ্গা সংঘটিত হয়েছিল ভূমির খাজনা আদায় নিয়ে। চট্টগ্রামের ইংরেজ ম্যাজিস্ট্রেট বেধড়ক পিটুনি খেয়েছিলেন গ্রামের লোকদের হাতে। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সেই ঘটনা নিয়ে একটা ডকু ফিকশনও এই সংকলনে থাকছে।
এই অঞ্চলের কত উপাখ্যান হারিয়ে গেছে কেউ লেখেনি বলে। এ রকম গল্পগুলো প্রচলিত ইতিহাসে থাকে না, কিন্তু এদের ঐতিহাসিক গুরুত্ব কিংবা আকর্ষণ কোনো অংশে কম নয়। চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস আবিষ্কার করার এই প্রচেষ্টার মধ্যে পাঠক যদি কিছু আনন্দের খোঁজ পান, আমাদের পরিশ্রম পনেরো আনা সফল।

পরিশিষ্ট অংশে ব্রিটিশ কর্মকর্তা হিরাম কক্সের ডায়েরির একটা অংশ যুক্ত করা হয়েছে। আমরা জানি হিরাম কক্সের নামে কক্সবাজার শহর গড়ে উঠেছিল। তিনি দক্ষিণ চট্টগ্রাম সীমান্তে আশ্রয় নেওয়া আরাকানি শরণার্থীদের দেখভাল করার দায়িত্বে ছিলেন। চট্টগ্রামে আসার দুই বছর আগে তিনি বার্মায় ব্রিটিশ প্রতিনিধি হিসেবে কাজ করার সময় কিছু বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছিলেন। পাঠকের কাছে কৌতূহলোদ্দীপক হতে পারে ভেবে সেই অভিজ্ঞতার কিছু অংশ রাখা হয়েছে।

সবশেষে নামকরণ। 'চিৎ-তৌৎ-গং' প্রাচীন আরাকানি শব্দ। চট্টগ্রাম নামের উৎস হিসেবে যে কয়েকটি প্রাচীন সূত্রের কথা অনুমান করা হয় তার মধ্যে এটি অন্যতম। এই শব্দের অর্থ 'আর যুদ্ধ নয়'। প্রায় হাজার বছর আগে আরাকানিরা চট্টগ্রামে একটা যুদ্ধে জয়ী হওয়ার পর বিজয় স্মারক হিসেবে কর্ণফুলী নদীর তীরে এই শব্দটা পাথরে উৎকীর্ণ করেছিল। পাথরটা হারিয়ে গেলেও কিংবদন্তিটা রয়ে গেছে। এই সংকলন সেই প্রাচীন নামটিকে সংরক্ষণ করছে।

হারুন রশীদ ॥ চট্টগ্রাম
————————

● সূচি

মালদ্বীপের বাঙালি রানি এবং চাটগাঁর নৌ-অভিযান
ফ্রাঁসোয়া পাইরার্ডের চোখে চট্টগ্রাম
আরাকান বিদ্রোহী খিয়েনবিয়েনের পরাজিত স্বপ্ন
চাটগাঁর চা বাগানের প্রথম চিঠি
জার্মান নৌবহরে চট্টগ্রামের জাহাজ (১৮৪৮)
লন্ডনে চট্টগ্রামের গন্ডার 'মুন্নী বেগম'
শার্লট অব চিটাগং ১৭৯২
আসাম বেঙ্গল রেলওয়ে-বাঁকবদলের ঐতিহাসিক স্মৃতি
চট্টগ্রামের শেষ মোগল ফৌজদার রেজা খান
নেটিভ যেখানে নিষিদ্ধ ছিল: চিটাগং ক্লাবের অতীত
পির বদরের চেরাগ এবং ফখরুদ্দিনের চাটগাঁ বিজয়
রবীন্দ্রনাথের চাটগাইয়া বন্ধু কেদারনাথ
চাকমা রাজবাড়ির রহস্যময় কামান
কর্ণফুলী নদীর রহস্যময় পাথর এবং পির বদরের কিংবদন্তি
'ভিলেজ অব চিটাগং ১৮৩৭': পেনসিলে আঁকা শহরের গল্প

● পরিশিষ্ট
হিরাম কক্সের বার্মা ডায়েরি
————————
চিৎ-তৌৎ-গং
চেনা চট্টগ্রামের অচেনা ইতিহাস
হারুন রশীদ
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
প্রকাশক: কথাপ্রকাশ
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
মুদ্রিত মূল্য: ৬০০ টাকা

#মেঘচিলপ্রচারমাইক
। #অন্তর্গতউড়ালভঙ্গি

সংগতি অসংগতির তৃষ্ণা— আহমাদ মাযহার——————————লেখক হিসেবে আহমাদ মাযহারের সাহিত্যিক অভিমুখ বিচিত্র! 'সংস্কৃতির সেরেনাদ', 'ব...
20/08/2025

সংগতি অসংগতির তৃষ্ণা
— আহমাদ মাযহার
——————————
লেখক হিসেবে আহমাদ মাযহারের সাহিত্যিক অভিমুখ বিচিত্র! 'সংস্কৃতির সেরেনাদ', 'বইয়ের বেলাফোন', 'বাংলার বিস্তার', 'করোনার করুণতায়', 'লঘুতার লয়কারি' সংগীত অনুষঙ্গী শিরোনামধারী পাঁচ পর্বে সংকলিত ব্যক্তিগত প্রবন্ধের এই বইটিও তারই পরিচায়ক। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, বই পুস্তক- প্রকাশনা ও বইমেলা, অভিবাসী বাঙালি জীবনানুষঙ্গ, সাহিত্যিকতা যাপন, জেমস জয়েসের ব্লুমসডের শতবর্ষ প্রসঙ্গ, প্রান্তিক মানুষের জীবন ও সংস্কৃতিবোধ, করোনার দিনকাল এবং কোভিড উনিশ আক্রান্তের স্মৃতি সজ্জিত এই বই!

পূর্বকথা
——————————
আশির দশকে, কৈশোরোত্তর কালে, একটা সময় অনুভব করি আমি লেখক হতে চাই; তখনই, নিজের সম্বন্ধে সিদ্ধান্ত নিই: প্রতিভা থাকুক আর না-থাকুক, সাহিত্য-সমাজে স্বীকৃতি পাই বা না-পাই, লেখক হওয়ার জন্য আমৃত্যু অনুশীলন চালিয়ে যাব। ক্রমশ বুঝতে থাকি, সে অনুশীলন কেবল লেখার কলাকৌশলগত পারঙ্গমতা অর্জনের লক্ষ্যে সীমিত থাকলে চলবে না! আমাকে যাপন করতে হবে লেখকীয় জীবনও। কিন্তু লেখকীয় জীবন বলে তো নির্দিষ্ট কোনো আদর্শ খুঁজে পাওয়া যায় না! ক্রমশ অনুভব করেছি একেকজন লেখকের কাছে তাঁর জীবনবোধ একেক রকম। জীবন-সম্পর্কে নিজের স্বাভাবিক কৌতূহল মোচনে উদ্যোগী হয়ে লেখকীয় জীবনসূত্রের যে-ইশারা পেয়েছি তা আমাকে অন্তরাত্মার টানে চলার নির্দেশনা দিয়েছে। অন্তরাত্মার টান মানে লেখকের সৎ-উপলব্ধি প্রকাশের প্রয়াস- আকাঙ্ক্ষা। প্রকৃত অনুভব-উপলব্ধিকে প্রকাশে অনুপ্রাণিত বলে সততাই লেখকের সৃজন ও মননশীলতাকেও পথ দেখায়; করণীয় বিষয়ে অন্তরাত্মাই হয়ে ওঠে লেখকের নির্দেশক।

সাহিত্যিক অনুশীলনে আমার অন্তরাত্মা গিয়েছে রুচি-অর্জনের পথে; সন্ধান করতে চেয়েছে বাংলাদেশের ভৌগোলিক সীমানার ও এর বাইরের সামগ্রিক সাংস্কৃতিকতার শক্তিকে সর্বোপরি অনুভব করতে চেয়েছে বাংলাদেশের রাষ্ট্রাচারের সামর্থ্যকে। অন্যদিকে যেনতেন প্রকারে প্রতিষ্ঠা-লাভ, জনপ্রিয়তা-অর্জন কিংবা সাফল্য-লাভের আকাঙ্ক্ষা আমার অন্তরাত্মাকে পরিচালনা করেনি; ফলে বাধাগ্রস্ত করতে পারেনি নিজের সাহিত্যিক সত্তার আন্তরিক প্রকাশ-প্রয়াসকে। হয়তো সে কারণে আমার সাহিত্যিক অভিমুখ হয়ে উঠতে চেয়েছে কিছুটা বিচিত্র; হয়তো সে কারণেই পায়নি নির্দিষ্ট কোনো বিষয়ের আগ্রহী পাঠকের মনোযোগ।

সাহিত্যিক অনুশীলনের শুরুর সময় থেকেই বাংলা বইয়ের বিচিত্র জগতের প্রতি অনুভব করে চলেছি অন্তরাত্মার টান। এই সূত্রে আমার আগ্রহের ক্ষেত্র কেবল বইয়ের অন্তর্বস্তুতে সীমিত থাকেনি; কৌতূহলী থেকেছে অন্তরঙ্গ ও বহিরঙ্গ উভয় দিকে-অর্থাৎ আমার ঔৎসুক্য সামগ্রিক গঠনের দিকেই। যথার্থ পাঠকের কাছে বই পৌঁছানোর উপায় অনুসন্ধান নিয়েও সব সময় রয়েছে অন্তর্গত তাড়না। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারি চলাকালে সার্বিক জীবন ভাবনা যেমন আমার চর্চার বিষয় হয়ে উঠেছে তেমনই সেই সময়কে দেখতে চেষ্টা করেছি কোভিড-উনিশে আক্রান্তের দৃষ্টিকোণ থেকেও। লেখকের জীবন তো নয় কেবল গুরুভার উপলব্ধি-অর্জনের লক্ষ্যে আঁটোসাঁটো অনুশীলনের বিষয়; আপাত লঘুতায় পাওয়া বিমূর্ত রূপও তাঁর চিত্তে ধরা দিতে পারে। সে-রকম প্রয়াসও রয়েছে আমার লেখক-সত্তায়!

প্রবন্ধ-সংকলন মানে কয়েকটি প্রবন্ধের একটি মালা। এই মালাটি আমি গাঁথতে চেয়েছি পাঁচটি গুচ্ছ দিয়ে। 'সংস্কৃতির সেরেনাদ', 'বইয়ের বেলাফোন', 'বাংলার বিস্তার', 'করোনার করুণতায়', 'লঘুতার লয়কারি'- এই পাঁচ নামে গুচ্ছগুলোর নামকরণ করেছি ভাবগত পরিচয়-করণের সুবিধার্থে। প্রশ্ন উঠতে পারে: বইয়ের অঙ্গসংগঠনই যদি এর পরিচয়কে ধারণ করতে না পারে তা হলে এই প্রয়াসের সার্থকতা কী? এ ব্যাপারে আমার ভাবনা হলো : বইয়ের সার্বিক সংগঠনের সংস্কৃতি এখনও যথেষ্ট অনুশীলিত হয়নি। তাই এই অনুশীলনের বৈশিষ্ট্য সম্পর্কেও এখানে উল্লিখিত হলো!

স্বভাবের দিক থেকে আমার প্রবন্ধ চলতে চেয়েছে মতেইন, ফ্রান্সিস বেকন, ভার্জিনিয়া উল্‌ল্ফ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, মুজতবা আলী-নির্দেশিত পথে! তবে এইসব রচনা পাণ্ডিত্যের চেয়ে মূলত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা অনুষঙ্গকে ভিত্তি করে এগিয়েছে। যাত্রাপথে লেখকের নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি পাঠকদের কতটা সঙ্গ দিতে পেরেছে সে বিবেচনা একান্তই পাঠকের; একইসঙ্গে রাষ্ট্র সমাজ সংস্কৃতি ও ব্যক্তির অবস্থান কতটা পরস্পর সম্পর্কিত হয়ে উঠেছে লেখকের পক্ষ থেকে তা-ও বিচার্য তাঁদেরই কাছে। পাঠকের সামান্যতম মনোযোগ আকর্ষণেই লেখকের সার্থকতা!

আহমাদ মাযহার ॥ ৩১ ডিসেম্বর ২০২৪, নিউ ইয়র্ক

সূচিপত্র
——————————
● সংস্কৃতির সেরেনাদ

শিক্ষা রুচি সংস্কৃতি
আড়ম্বর ও কবিতা পড়ার সংস্কৃতি
রাষ্ট্র ও লেখক-শিল্পীরা
মূল্যবোধের কৃষিসংস্কৃতি বনাম বিশ্বায়নসংস্কৃতি
তুলনা কী দরকার?
সাহিত্যিকতা: নিমগ্ন-অনুশীলন বনাম সাফল্য লাভের সহজ উপায়
লেখকতা ও জীবিকা
লেখকীয় বৈষয়িকতা
রবীন্দ্রনাথ: সাহিত্য সমাজতত্ত্ব ও কাণ্ডজ্ঞান
অভিবাসী জীবন ধারায় 'মুসলিম সাহিত্য সমাজে'র শিক্ষা
বাংলাভাষার ভবিষ্যৎ

● বইয়ের বেলাফোন

বাংলাদেশে বইয়ের সংস্কৃতি
বাংলাদেশের পুস্তক-প্রকাশকেরা কি পাঠকের জন্য বই প্রকাশ করেন?
বইমেলা ও পাঠকমুখী হওয়ার সংস্কৃতিচর্চা
নিউ ইয়র্ক বাংলা বইমেলা: 'মৃত মাধুরীর কণা'
লেখা, বইরচনা ও 'অমর একুশে বইমেলা'

● বাংলার বিস্তার

বিশ্বছড়ানো বাংলাদেশ
'মনে এলো' কিংবা 'ঝিলিমিলি'
অভিবাসী বাংলাভাষীর ভাষাচর্চা: গবেষণা-র নতুন অভিমুখ

● করোনার করুণতায়

নিউ ইয়র্কের করোনালিপি
করোনা-করুণ দিনযাপন
করোনাক্রান্তি: গৃহবন্দিত্ব নয়, গৃহবাস
কোভিড-উনিশ পেরিয়ে
কোভিড-উনিশ পেরিয়ে ভোগ ও উপভোগ

● লঘুতার লয়কারী

জেমস জয়েসের ইউলিসিস, ব্লুমস্ ডে-এর শতবর্ষ ও একটি ব্যতিক্রমী পাঠ
সিএনজি-চালকের জীবন-দর্শন

● নির্ঘণ্ট
——————————
সংগতি অসংগতির তৃষ্ণা
আহমাদ মাযহার
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৫
প্রচ্ছদ: আল নোমান
প্রকাশক: খড়িমাটি
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা

(সংগ্রহের লিঙ্ক কমেন্ট বক্সে)

#মেঘচিলপ্রচারমাইক
। #অন্তর্গতউড়ালভঙ্গি

চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হান-এর জন্মদিনে আমাদের শ্রদ্ধা.✦ #জহিররায়হান              #মেঘচিল  #অন্তর্গত_উড়ালভ...
19/08/2025

চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হান-এর জন্মদিনে আমাদের শ্রদ্ধা.

#জহিররায়হান

#মেঘচিল #অন্তর্গত_উড়ালভঙ্গি

'আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জাসমস্ত দিয়েছে ঢেকে একখন্ড বস্ত্র মানবিক;আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।'কবি শ...
17/08/2025

'আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখন্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।'

কবি শামসুর রাহমান-এর প্রয়াণবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা.

#শামসুররাহমান

#মেঘচিল #অন্তর্গত_উড়ালভঙ্গি

Address

Gulshan/2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when মেঘচিল . meghchil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেঘচিল . meghchil:

Share