31/05/2025
শাশুড়ি আম্মা কাজের মেয়ের সামনেই ননদকে বলছেন – “তোর ভাবীর কাছ থেকে শিখ, কীভাবে বড়লোকের ছেলে পটাতে হয়।” কাজের মেয়ে, বুঝতেই পারছো, সেটা আমার কানেই এসে তোলে।
আমি আর চুপ থাকি কীভাবে! শাশুড়ির সামনে বসেই ননদকে ডেকে বললাম – “বড়লোকের ছেলের মন জয় করতে হলে আগে নিজেকে একটু গুছিয়ে নিতে হয়। দেখতে আকর্ষণীয় হতে হয় – ফর্সা, চিকন শরীর, পরিচ্ছন্নতা তো লাগবেই। ১২০ কেজি ওজন নিয়ে সেই স্বপ্ন দেখা একটু কঠিন। পাশাপাশি, পড়াশোনার রেজাল্টও ভালো থাকতে হয়। যেমন আমার ছিল – দুইটা A+ আর গ্র্যাজুয়েশনে First Class।
আর শুধু মোবাইল নিয়ে সারাদিন আলাপ-আলোচনায় বসে থাকলেই হয় না। একটা ভালো জব করতে হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়। ঘরের কাজ, রান্নাবান্না, বাজার করা, এসবেও হাত লাগাতে হয়। জীবনটা একটু বাস্তবভাবে শিখতে হয়।
তবে হ্যাঁ, এসব শিখে নিজেকে গড়ার সময়টাও জরুরি। যদি ২৫ এর আগেই এসব আয়ত্তে আনা যায়, তাহলে ভালো। কারণ ৩০ পেরিয়ে গেলে বড়লোকের ছেলের নজরে পড়াটা একটু কঠিন হয়ে যায়।
আমি তো ভাবলাম এত সুন্দর পরামর্শ দিলাম, উপকারই করলাম! কিন্তু দেখি মা-মেয়ে দু’জনেই মুখ কালো করে বসে আছে, একেবারে কথা বন্ধ! মানুষকে সাহায্য করাও এখন নাকি ভুল হয়ে গেছে! 🙂