Neel's Creation

Neel's Creation Bringing you education, social trends, viral moments, and humor—All at a time.

৬২% ডিস্কাউন্ট এ ১৬২০ টাকার সারারা মাত্র ৬১০টাকায়🔥🔥🔥Eid Exclusive Sarara China Linen Gher Three-Piece | Fashionable Coll...
16/08/2025

৬২% ডিস্কাউন্ট এ ১৬২০ টাকার সারারা মাত্র ৬১০টাকায়🔥🔥🔥

Eid Exclusive Sarara China Linen Gher Three-Piece | Fashionable Collection for Girls/Women - Eid Elegance |

কিনুন এখান থেকে: https://s.daraz.com.bd/s.ZnKiA

44% Discount on 🔥🔥🔥❤️❤️২৪০০ টাকার ড্রেস মাত্র ১৩৪৪ টাকায়...🔥🔥🔥New Stylish Exclushive Collection Weatless Goergett Comput...
16/08/2025

44% Discount on 🔥🔥🔥❤️❤️
২৪০০ টাকার ড্রেস মাত্র ১৩৪৪ টাকায়...🔥🔥🔥

New Stylish Exclushive Collection Weatless Goergett Computer Embroidery Work Three Piece Salower Kameez For Women - Dress

For Girls - 3 Pice Dress - Three Piece - Dress For Girls |

Buy from here : https://s.daraz.com.bd/s.ZnKeN

🌙 জুম্মার ফজিলত হাদীসের আলোকে 🌙১. জুম্মা দিন সর্বোত্তম দিন:রাসূলুল্লাহ ﷺ বলেন:"জুম্মার দিন হল দিনের সর্দার এবং আল্লাহ্‌র...
06/07/2025

🌙 জুম্মার ফজিলত হাদীসের আলোকে 🌙

১. জুম্মা দিন সর্বোত্তম দিন:
রাসূলুল্লাহ ﷺ বলেন:
"জুম্মার দিন হল দিনের সর্দার এবং আল্লাহ্‌র নিকট সর্বোত্তম দিন।"
(সুনান ইবনে মাজাহ: 1084)

২. জুম্মার দিনে একটি মুহূর্ত রয়েছে—যেখানে দোয়া কবুল হয়:
নবী ﷺ বলেন:
“জুম্মার দিনে এমন একটি সময় রয়েছে, যেই সময়ে কোন মুসলিম আল্লাহ্‌র কাছে ভালো কিছু চায়, আল্লাহ্‌ তা তাকে দেন।”
(সহীহ মুসলিম: 852)

৩. জুম্মায় গোসল ও আগেভাগে মসজিদে যাওয়া:
নবী ﷺ বলেন:
“যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে, অতঃপর আগেভাগে মসজিদে যায়... সে প্রতিটি কদমের জন্য এক বছরের রোযা ও নামাজের সাওয়াব পায়।”
(তিরমিজি: 496)

৪. বেশি বেশি দরুদ পাঠ করা:
রাসূলুল্লাহ ﷺ বলেন:
"তোমরা জুম্মার দিন আমার উপর বেশি বেশি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়।"
(সুনান আবু দাউদ: 1531)

---

🔖 উপসংহার:
জুম্মার দিন আত্মশুদ্ধি, দোয়া ও ইবাদতের এক মহাসুযোগ। চলুন, আমরা সবাই এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করি—গোসল করি, সময়মতো মসজিদে যাই, খুতবা শুনি, নামাজ আদায় করি এবং দরুদ-দোয়া ও কুরআন তিলাওয়াতে সময় দিই।

📢 ফেসবুক থেকে আয় বাড়ানোর সবচেয়ে সহজ উপায়!আজকাল ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম না—এটি একটি ইনকাম প্ল্যাটফর্ম! আপনি যদি নিজে...
06/07/2025

📢 ফেসবুক থেকে আয় বাড়ানোর সবচেয়ে সহজ উপায়!
আজকাল ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম না—এটি একটি ইনকাম প্ল্যাটফর্ম! আপনি যদি নিজের ট্যালেন্ট, সময় আর স্মার্টনেস কাজে লাগিয়ে বাড়তি ইনকাম করতে চান, তাহলে এখনই শুরু করুন ফেসবুকে কনটেন্ট বানিয়ে।

Tales of Neel Eshu পেজে আমরা নিয়মিত শেয়ার করছি এমন অথেনটিক টিপস ও গাইডলাইন, যেগুলো আপনাকে বাস্তবভিত্তিক অনলাইন ইনকামের পথে নিয়ে যাবে।

✅ ফেসবুক থেকে ইনকাম বাড়ানোর প্রমাণিত কিছু উপায়ঃ

🎯 নিয়মিত কন্টেন্ট দিন – ভিডিও, রিলস বা শর্ট ফর্ম কনটেন্টে সবচেয়ে বেশি ভিউ আসে।

🎥 কোয়ালিটি রিলস বানান – ফেসবুক এখন রিলস মনিটাইজেশনে বোনাসও দিচ্ছে।

📝 দর্শকের সঙ্গে ইন্টার‍্যাক্ট করুন – কমেন্টের রিপ্লাই দিন, ইনবক্সে একটিভ থাকুন।

💡 ট্রেন্ডিং টপিক কভার করুন – ট্রেন্ডে থাকলে রিচ ও ফলো বাড়ে দ্রুত।

💰 ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস ও বোনাস প্রোগ্রামে যুক্ত হোন।

📌 এমন দরকারি অথেনটিক ইনফো পেতে “Tales Of Neel Eshu” পেজটি এখনই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।

13/06/2025

শুভ সকাল সবাইকে....

11/06/2025

ফোন ছাড়া কিছুই ভালো লাগে না এখন…
এমনকি আয়নাতেও নিজেকে ইনস্টাগ্রাম ফিল্টার ছাড়া দেখতে ইচ্ছা করে না!"

05/06/2025
শাশুড়ি আম্মা কাজের মেয়ের সামনেই ননদকে বলছেন – “তোর ভাবীর কাছ থেকে শিখ, কীভাবে বড়লোকের ছেলে পটাতে হয়।” কাজের মেয়ে, বুঝতেই...
31/05/2025

শাশুড়ি আম্মা কাজের মেয়ের সামনেই ননদকে বলছেন – “তোর ভাবীর কাছ থেকে শিখ, কীভাবে বড়লোকের ছেলে পটাতে হয়।” কাজের মেয়ে, বুঝতেই পারছো, সেটা আমার কানেই এসে তোলে।

আমি আর চুপ থাকি কীভাবে! শাশুড়ির সামনে বসেই ননদকে ডেকে বললাম – “বড়লোকের ছেলের মন জয় করতে হলে আগে নিজেকে একটু গুছিয়ে নিতে হয়। দেখতে আকর্ষণীয় হতে হয় – ফর্সা, চিকন শরীর, পরিচ্ছন্নতা তো লাগবেই। ১২০ কেজি ওজন নিয়ে সেই স্বপ্ন দেখা একটু কঠিন। পাশাপাশি, পড়াশোনার রেজাল্টও ভালো থাকতে হয়। যেমন আমার ছিল – দুইটা A+ আর গ্র্যাজুয়েশনে First Class।

আর শুধু মোবাইল নিয়ে সারাদিন আলাপ-আলোচনায় বসে থাকলেই হয় না। একটা ভালো জব করতে হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়। ঘরের কাজ, রান্নাবান্না, বাজার করা, এসবেও হাত লাগাতে হয়। জীবনটা একটু বাস্তবভাবে শিখতে হয়।

তবে হ্যাঁ, এসব শিখে নিজেকে গড়ার সময়টাও জরুরি। যদি ২৫ এর আগেই এসব আয়ত্তে আনা যায়, তাহলে ভালো। কারণ ৩০ পেরিয়ে গেলে বড়লোকের ছেলের নজরে পড়াটা একটু কঠিন হয়ে যায়।

আমি তো ভাবলাম এত সুন্দর পরামর্শ দিলাম, উপকারই করলাম! কিন্তু দেখি মা-মেয়ে দু’জনেই মুখ কালো করে বসে আছে, একেবারে কথা বন্ধ! মানুষকে সাহায্য করাও এখন নাকি ভুল হয়ে গেছে! 🙂

বর্ষাস্নাত এই সকালে—পথ ভিজে, পাতা ভিজে,কিন্তু কৃষ্ণচূড়ার আগুন যেন নেভে না কিছুতেই।জলকণা ঝরে তার লাল পাপড়িতে—জানি না, ও ক...
30/05/2025

বর্ষাস্নাত এই সকালে—
পথ ভিজে, পাতা ভিজে,
কিন্তু কৃষ্ণচূড়ার আগুন যেন নেভে না কিছুতেই।
জলকণা ঝরে তার লাল পাপড়িতে—
জানি না, ও কি বৃষ্টি নাকি কারো অশ্রু?

হাওয়া এসে বলে,
"ভিজে যাও, আজ মনখারাপের ছুঁয়ে থাকা দিন।
তবু কৃষ্ণচূড়া বলে,
'থেমো না, আমি তো আছি,
যতক্ষণ প্রেম থাকবে, আশা থাকবে—
ততক্ষণ আমি ফুঁটে যাবো,
বর্ষাতেও, ব্যথাতেও।'"

১২K  ফলোয়ার সহ কন্টেন্ট মনিটাইজ পেজ এভাইলেবল ফর সেল....নিতে চাইলে জানান...আর্জেন্ট সেল হবে....   ゚
07/05/2025

১২K ফলোয়ার সহ কন্টেন্ট মনিটাইজ পেজ এভাইলেবল ফর সেল....

নিতে চাইলে জানান...
আর্জেন্ট সেল হবে....

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Neel's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share